আইসিটিভিত্তিক বিশ্ব বাণিজ্যে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




আইসিটিভিত্তিক বিশ্ব বাণিজ্যে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ৫:০৩ 73 ভিউ
তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাত ভিত্তিক বাণিজ্যে বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ। এ-সংক্রান্ত সফল কার্যক্রমগুলো তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে আউটসোর্সিংসহ অন্য সেবার ক্ষেত্রে লেনদেন সহজ করাসহ সরকারি পর্যায়েও সহায়ক নীতি সহায়তা দিতে হবে। রোববার এক কর্মশালায় এসব কথা বলেছেন আইসিটি খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশ বিজ্ঞান লেখক ও সাংবাদিক ফোরাম (বিএসডব্লিউজেএফ) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ কর্মশালার আয়োজন করে। ‘কীভাবে একটি আইসিটি স্টার্টআপ তৈরি করবেন’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের সনি কর্পোরেশনের সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী ড. রাসেল আনাম। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাবেক উপাচার্য ড. চৌধুরী মোফিজুর রহমান। বিশেষ অতিথি

ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসডব্লিউজেএফের সাধারণ সম্পাদক মীর লুতফুল কবির সা'দী, সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল হক আনু প্রমুখ। আলোচনায় ড. চৌধুরী মোফিজুর রহমান বলেন, আইসিটি খাতে স্টার্টআপগুলো অর্থনীতিতে বিপ্লব আনতে পারে এবং কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে পারে। এই ধরনের উদ্যোগ পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের লালন-পালন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আইসিটি স্টার্টআপগুলোর জন্য পরামর্শ ও আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তুলে ধরে ড. মো. রোকনুজ্জামান বলেন, সফল হতে হলে স্টার্টআপগুলোকে স্থানীয় প্রয়োজন মিটানোর পাশাপাশি বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। ড. রাসেল আনাম আইসিটি খাতের বৈশ্বিক অভিজ্ঞতার কথা

তুলে ধরেন। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান আইসিটি খাতে উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কীভাবে একটি সফল এবং টেকসই স্টার্টআপ গড়ে তোলা যায় সে ব্যাপারে পরামর্শ দেন। তার মতে,ছোট পরিসরে শুরু করলেও বড় চিন্তা করতে হবে। বাংলাদেশে আইসিটি খাতে বৈশ্বিক নেতা হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সরকারের নীতি সহায়তা বাড়ানো প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার ‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’ খুনিরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে: ডিএমপি অর্থবছর শেষে সরকারের ঋণ দাঁড়াবে প্রায় সাড়ে ২৩ লাখ কোটি ‘আমি জ্বালানির সুইচ বন্ধ করিনি’: বিধ্বস্তের আগ মুহূর্তে এয়ার ইনডিয়ার পাইলট যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার ‘দুই পক্ষের টানাটানিতে ৯ কোটি মানুষ ইন্টারনেটের বাইরে’ তিন মাসে এফডিআই এসেছে ১৫৮ কোটি ডলার সকাল ৯টার মধ্যে যেসব বিভাগে ঝড়বৃষ্টির আভাস ‘৫ কোটি টাকা’ চাঁদা দাবি, না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি আসামিকে হাজতে মোবাইল সুবিধা দেয়ায় পাঁচ পুলিশ সদস্য ক্লোজড পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২ চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক সোহাগ হত্যা: আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে শর্তসাপেক্ষে ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি মামুন চাঁদা না পেয়ে যুবদল নেতার বিরুদ্ধে বাস বন্ধের অভিযোগ মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়েছে ১০০ জান্তা সেনা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিম জং উনের ‘উষ্ণ অভ্যর্থনা’