কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৯ 9 ভিউ
কুমিল্লার লাকসামে যুবদলের প্রতিনিধি সভা ঘিরে স্থানীয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। উভয় পক্ষের নেতাকর্মীদের সশস্ত্র মহড়া দিতেও দেখা যায়। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, লাকসামে বিএনপির রাজনীতি দুটি গ্রুপে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) আনোয়ার উল আজিম। অন্য গ্রুপের নেতৃত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। এতে দলীয় নেতা-কর্মীরা দুই ধারায় বিভক্ত। নেতারা বলেন, মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক

সভায় অংশগ্রহণকে কেন্দ্র করে দৌলতগঞ্জ বাজারে দুইপক্ষ জড়ো হয়। ওই সভায় কালাম গ্রুপের নেতাকর্মীরা অংশ নিলেও আজিম গ্রুপ তা প্রত্যাখ্যান করে। পরে আজিম গ্রুপের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দৌলতগঞ্জ বাজারে মিছিল বের করেন। মিছিলটি উত্তর বাজার প্রদক্ষীণকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দোকানপাট বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় অনেকের হাতে জয়েন্ট পাইপ, চাইনিজ কুড়াল, চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখা গেছে। এ বিষয়ে আবুল কালাম গ্রুপের উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক জানান, আমাদের কার্যালয়ে যুবদলের প্রতিনিধি সভা চলাকালে অন্য গ্রুপ মিছিল বের করে। এ সময় উত্তেজনা

দেখা দেয়। তবে বড় কিছু ঘটেনি। আজিম গ্রুপের উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন পারভেজের ভাই গোলাম ফারুক জানান, যুবদলের কমিটি নিয়ে জেলা যুবদলের একটি সমন্বয়ক প্রতিনিধি দল লাকসাম আসে। উভয় গ্রুপের সঙ্গে প্রথমে বসার কথা থাকলেও তারা আজিম গ্রুপকে একপর্যায়ে নিষেধ করে দেন। এতে উত্তেজিত হয়ে যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। লাকসাম থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, উত্তেজনার খবর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বগুড়া কারাগারে অসুস্থ রাগেবুল রিপু, দেড় মাসে চার আওয়ামী লীগ নেতার মৃত্যুতে নানা প্রশ্ন এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন নেতাকে দলে ফেরালো বিএনপি আমরা জন্মভূমি মিয়ানমারে ফিরে যেতে চাই বড়দিনে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ২০ দিনেও খোঁজ মেলেনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সুমি খাতুনের বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬ অপরাধী ধরতে গিয়ে মিলল বিদেশি রিভলভার, গুলি পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বললেন জয় মিরপুরে এমসিসি ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে অনলাইনে চাকরির প্রলোভনে লাখ–লাখ টাকা আত্মসাৎ, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩ ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৫ জানুয়ারি মারা গেছেন পল্লীকবি জসীম উদ্দীনের মেজ ছেলে ঘর বেঁধেছেন ১৬ তারকা, কমেছে বিচ্ছেদ টাকার বিনিময়ে সাজানো ছিল ভোটের ফলাফল, দাবি পরাজিত প্রার্থীদের ‘শীর্ষে যাওয়ার স্বপ্ন দেখি’ জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত ৪০ প্রাণহানির শঙ্কা ময়মনসিংহের সাবেক এমপি তুহিন দিনাজপুরে আছেন সন্দেহে অভিযান জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া