দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস – ইউ এস বাংলা নিউজ




দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ৩:১৫ 7 ভিউ
দীর্ঘ ১২ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও কার্যক্রম শুরু করেছে তুরস্কের দূতাবাস। শনিবার (১৪ ডিসেম্বর) দামেস্কে অবস্থিত এই দূতাবাসে তুর্কি পতাকাও উত্তোলন করা হয়েছে। এর আগে ২০১২ সালে তুরস্কের এই দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসাবে মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগলুকে নিয়োগ দেওয়ার পর দামেস্কের তুর্কি দূতাবাস আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগলুকে নতুন পদে দায়িত্ব দেন। আনাদোলু বলছে, দামেস্ক শহরের রাওদা স্কোয়ারের কাছে এমন একটি এলাকায় এই দূতাবাস রয়েছে যেখানে অন্যান্য অনেক দেশের কূটনৈতিক মিশনও অবস্থিত। ২০১১ সালে শান্তিপূর্ণ

বিক্ষোভকারীদের ওপর আসাদ সরকারের সহিংস দমন-পীড়নের পরে তুর্কি দূতাবাস কিছু সময়ের জন্য তাদের পরিষেবা প্রদান অব্যাহত রেখেছিল। তবে ২০১২ সালের ২৬ মার্চ থেকে এই দূতাবাসটি তাদের দৈনন্দিন কার্যক্রম স্থগিত করে। এই সিদ্ধান্তের পর দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা তুরস্কে ফিরে গিয়েছিল। এদিকে এই মাসের শুরুতে বাশার আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে অবস্থিত সিরিয়ার কনস্যুলেট জেনারেল নিরবচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, “আমাদের ভালোবাসার পতাকা উত্থাপনের মাধ্যমে ১২ বছর পর দামেস্কে আমাদের দূতাবাসে পুনরায় কার্যক্রম শুরু করতে দেখে আমরা আনন্দিত। দূতাবাস পুনরায় চালু করা সিরিয়ার স্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির

প্রতি আমাদের অঙ্গীকারের সবচেয়ে দৃঢ় পদক্ষেপগুলোর মধ্যে একটি।” ইলমাজ আরও আশা প্রকাশ করেছেন, সিরিয়ার সাথে তুরস্কের কূটনৈতিক সংশ্লিষ্টতা “ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের জীবন স্বাভাবিককরণে অবদান রাখবে এবং সিরিয়ার প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত অবস্থার পুনর্গঠনে সহায়তা করবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তেলের ডিপোতে আগুন, পুড়ল ৪শ ব্যারেল মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট: মির্জা ফখরুল বোর্নামাউথে বিধ্বস্ত আমোরিমের ম্যানইউ জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা ২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস-ইসরায়েল যে কারণে শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ ট্রেইনি চিকিৎসকদের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে গাজা যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রে ‘কারকুমা’ ফাংশনাল ফুড দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস মধ্যপ্রাচ্য নিয়ে ইরানের ‘স্বপ্নভঙ্গ’, বিকল্প কী সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র সেই তাহেরীর বিরুদ্ধে পুলিশের মামলা হামাসের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি ‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি