সিরিয়ার বিদ্রোহীরা কী বিশ্বাসযোগ্য? – ইউ এস বাংলা নিউজ




সিরিয়ার বিদ্রোহীরা কী বিশ্বাসযোগ্য?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৯ 74 ভিউ
বাশার আল-আসাদের পতনের পর গত সপ্তাহে রাজধানী দামেস্কে যান সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মুহাম্মদ আল জুলানি। তাঁর নিয়ন্ত্রিত বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) আসাদ পরিবারের পাঁচ দশকের অবসান ঘটায়। দামেস্কে গিয়ে তিনি এক তরুণীর সঙ্গে ছবি তোলেন। যেটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। প্রশ্ন তৈরি হয়েছে, বিদ্রোহীরা ইসলামের কঠোর পন্থা থেকে সরে যাওয়ার যে দাবি করছে, সেটি বিশ্বাস করা যায় কিনা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, জুলানির কাছে এক তরুণী ছবি তোলার আবদার করছেন। তখন হাতের ইশারায় তরুণীকে মাথার চুল ঢেকে নিতে বলেন। এর পর তিনি ছবি তোলেন। পশ্চিমা ও মুক্তমনারা বলছেন, জুলানির এই কর্মকাণ্ড ইঙ্গিত দিচ্ছে, তিনি পূর্ণ ক্ষমতা কায়েমের

পর সিরিয়ায় সব নারীর মাথা ঢাকা বাধ্যতামূলক করতে পারেন। যদিও তিনি এখন বলছেন, কঠোর পন্থা অবলম্বন করবেন না। কিন্তু তাঁর মত বদলে যেতে পারে। অন্যদিকে, তরুণীর সঙ্গে ছবি তোলায় নিজ সমর্থক ও ধর্মীয় নেতাদের সমালোচনার মুখে পড়েছেন জুলানি। তারা বলছেন, ওই তরুণীর সঙ্গে তাঁর ছবি তোলার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কারণ, সে মাথায় কাপড় দেয়নি। সঙ্গে মুখে মেকআপ করা ছিল। তবে এসব আলোচনা-সমালোচনা উড়িয়ে দিয়েছেন সুন্নি ইসলামপন্থি এই বিদ্রোহী নেতা। তিনি বলেছেন, ‘আমি তাকে চুল ঢাকতে বাধ্য করিনি। কিন্তু এটি আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি এমনভাবে আমার ছবি তুলতে চাইব, যেটির সঙ্গে আমাকে মানায়।’ অন্যদিকে, লিয়া খাইরুল্লাহ নামের ওই তরুণী বলেছেন, ‘তিনি খুবই

ভদ্র এবং পিতৃসুলভ ভঙ্গিতে আমাকে চুল ঢাকতে বলেছেন। ছবিতে নিজেকে নিজের ইচ্ছামতো উপস্থাপনের অধিকার এই নেতার আছে।’ সিরিয়ার বেশির ভাগ বাসিন্দা সুন্নি মুসলিম। শিয়া মুসলিম ছাড়াও খ্রিষ্টান, আলাউইত, দ্রুজ এবং ইসমাইলি সম্প্রদায়ের বাস রয়েছে এখানে। দেশটির অনেক মানুষ ধর্মনিরপেক্ষ গণতন্ত্র এবং অনেকে ইসলামী শরিয়াহ্ আইন অনুযায়ী শাসন পরিচালনা চান। খবর বিবিসির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ! রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ জেনে নিন স্বর্ণ-রুপার আজকের বাজারদর বাড়তি দামে মিলছে শীতের সবজি সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ আরাফাত: বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক চাহিদার ধারাবাহিক পতনে বন্ধপ্রায় উৎপাদন, সিমেন্ট কারখানায় ৭০% কর্মী ঘাটতি ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই! মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ জুলাই-মামলার আসামি ইরেশ যাকের: বিদেশে পালানো এবং মামলা থেকে অব্যাহতি, নেপথ্যে প্রভাব ও অর্থের খেলা বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ