বাংলাদেশ-ভারতের সম্পর্কের টানাপোড়েন – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশ-ভারতের সম্পর্কের টানাপোড়েন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:১৫ 51 ভিউ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুর চালায়, বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং সেটিকে অবমাননা করে। এই হামলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত এবং ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। গত সপ্তাহে আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের উদ্যোগে বিক্ষোভের আয়োজন করা হয়। তারা বাংলাদেশে কথিত হিন্দু নিপীড়নের নিন্দা এবং ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে এই বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালীন একটি দল স্মারকলিপি জমা দেওয়ার অজুহাতে নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে হাইকমিশনের চত্বরে প্রবেশ করে। সেখানে তারা

ভাঙচুর চালানোর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। হামলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই ঘটনা ভারতের দায়িত্বহীন আচরণের বহিঃপ্রকাশ এবং এটি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ভারতের ব্যর্থতা। মন্ত্রণালয় আরও বলেছে, এই হামলায় বিক্ষোভকারীদের প্রবেশের সুযোগ করে দেওয়া হয়, যা হামলাটি পূর্ব পরিকল্পিত বলে প্রমাণ করে। বাংলাদেশের কূটনৈতিক মিশনে এই হামলার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই ঘটনায় মন্তব্য করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করবে।” মিলার আরও বলেন, “আমরা দেখতে চাই সব পক্ষ তাদের মতবিরোধ

শান্তিপূর্ণ উপায়ে দূর করবে।” হামলার এই ঘটনা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে চাপ সৃষ্টি করেছে। ভারতীয় পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফরেও এই বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর এ ধরনের কার্যক্রম দুই দেশের মধ্যে বিদ্যমান বিশ্বাস ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করেছে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা প্রদান এবং সেগুলোর সম্মান রক্ষা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা শুধু দুই দেশের সম্পর্কেই নয়,

আন্তর্জাতিক কূটনৈতিক নীতিমালার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে বন্ধ করতে ভারতকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করাই হবে সবার জন্য মঙ্গলজনক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩৬ বছর স্বামী থেকে আলাদা আলকা কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের? আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’ বিশ্ববাজারে বাড়ল ভোজ্যতেলের দাম দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার পুতিনকে ট্রাম্পপত্নীর গোপন চিঠি, কী আছে এতে? পুতিনের মাথার ওপরেই কেন বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ংকর? ‘আমি গৃহবন্দি’, জেডআই খান পান্নার ফেসবুক পোস্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার