‘ভুয়া ভিডিও আছে’ বললেন মমতা – ইউ এস বাংলা নিউজ




‘ভুয়া ভিডিও আছে’ বললেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৫ 79 ভিউ
আবারো বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‘কিছু ভুয়া ভিডিও’ সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ছড়ানোর হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ভারতীয়দের একাংশের প্রচারণার বিষয়ে বাংলাদেশ সরকার সবাইকে সতর্ক করার মধ্যেই মমতা বলেছেন, “কিছু ‘ফেক ভিডিও’ চলছে। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা ভারত সরকারের দেখার কথা; এটা আমার দেখার কথা নয়।” বুধবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মমতা। এসময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেন মমতা; একহাত নেন পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যমকেও। তবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এবার আরও দায়িত্বশীল ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপরে শ্রদ্ধা রেখে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা। ভিসার বিষয়ে মমতা বলেন,

“আমি শুনেছি বাংলাদেশে ভিসা আরো বাড়ানো হয়েছে, যাতে ওপার বাংলার মানুষ বেশি করে এপারে আসতে পারে। আমাদের লোকেদেরও ফিরিয়ে আনা হোক, যারা আসতে চায়।” “এটা আমি আগেও বলেছি। এটা গভর্নমেন্ট অব ইন্ডিয়ার বিষয়, গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের বিষয় নয়।” বাংলাদেশ ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সংবাদিকরা বারবার প্রশ্ন করায় উষ্মা প্রকাশ করে মমতা বলেন, “বারবার এই বিষয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না। গোটা বিষয়টাকে মিসলিড করে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে।” “আপনারা নিশ্চয়ই প্রশংসা করবেন এখানকার ইমাম অ্যাসোসিয়েশন বড় বড় ইমামরা একযোগে ঘোষণা দিয়েছেন যে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে, আমরা তার নিন্দা করি। আমরা তাদের নিরাপত্তার দাবি করছি।” মমতা বলেন, “আমরাও রাজ্য সরকারের

তরফে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি করছি। আমরা বলছিম গভর্নমেন্ট অব ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। অ্যাক্ট মনে মানুষকে নিরাপত্তা দিক, যারা ফিরতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।” সীমান্ত পরিস্থিতির বিষয়ে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, “বর্ডার থেকে অনেকেই চলে আসছে, আমি শুনছি। কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। সিভিল এভিয়েশনের থ্রু যারা আসছে, প্লেন তো চালু আছে; ট্রেন তো চালু আছে (মৈত্রী বন্ধন কিংবা মিতালী তিনটি ট্রেনে পাঁচই আগস্টের পর থেকে বন্ধ আছে) তারা তো আসছে। পাসপোর্ট ভিসা যাদের আছে, তারা তো আসছে। বন্ধ তো করা হয়নি।” উভয় দেশের সংখ্যাগুরুদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, “আমরা শুধু চাই, তারা (বাংলাদেশ) আমাদের সংখ্যালঘুদের

রক্ষা করুক। সব জায়গার সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা।” সীমান্ত বন্ধ করা, না-করার বিষয়ে যে আলোচনা রয়েছে, সে বিষয়ে মমতা জোর গলায় বলেন, “ইন্দো-বাংলাদেশ তো একটাও সীমান্ত বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো নির্দেশিকা আমাদের কাছেও থাকত। আমাদের কাছে এমন কোনো নির্দেশিকা নেই। গোটাটাই গভর্নমেন্ট অব ইন্ডিয়ার বিষয়।” ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিষয়ে ‘ভুয়া খবরের ছড়াছড়ি’। বাংলাদেশি ও ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এরই মধ্যে বেশ কয়েকটি ভুয়া ভিডিও প্রকাশ করে বিতর্ক তৈরি করেছে। সবশেষ, ১০ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকার এক ঘটনা নিয়ে মিথ্যা খবর প্রকাশ হয়েছে ভারতীয় কয়েকটি টেলিভিশন চ্যানেলে। তাতে বলা হয়েছে, ইসকনের একজন সদস্যের ওপর হামলা হয়েছে। এবিপি আনন্দ ও

সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ! রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ জেনে নিন স্বর্ণ-রুপার আজকের বাজারদর বাড়তি দামে মিলছে শীতের সবজি সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ আরাফাত: বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক চাহিদার ধারাবাহিক পতনে বন্ধপ্রায় উৎপাদন, সিমেন্ট কারখানায় ৭০% কর্মী ঘাটতি ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই! মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ জুলাই-মামলার আসামি ইরেশ যাকের: বিদেশে পালানো এবং মামলা থেকে অব্যাহতি, নেপথ্যে প্রভাব ও অর্থের খেলা বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ