ইসকন নিষিদ্ধের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইসকন নিষিদ্ধের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ৫:০৯ 12 ভিউ
অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচারসহ ‘উগ্র সংগঠন’ ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রেস ক্লাবে সমমনা ইসলামী দলগুলো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই-বোনদের এ বিষয়ে সতর্ক হতে হবে, যাতে ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়। এর আগে ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বুধবার দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে তিনি এ দাবি জানান। এর আগে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী

জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এরপরই ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে যায় পুরো দেশ। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভ হচ্ছে। বিশেষ করে নেটদুনিয়ায় এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বেশিরভাগ নেটিজেনরাই বলছেন, তারা চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। ইসকন জাতির স্বার্থে কোনো সময় ভালো কাজ করে নাই। বরং তারা সব সময় দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। যার দৃষ্টান্ত হলো আইনজীবী হত্যা। সামছুদ্দৌহা কৌশিক নামে একজন ফেসবুকে লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের একজন বহিষ্কৃত নেতা। একজন বহিষ্কৃত নেতার জন্য বিজেপির মায়া কান্না করে রাজনৈতিক ফায়দা

হাসিল করতে যাচ্ছে। চিন্ময় দাস ও তার নেতাকর্মীরা সবাই বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ভারতের হয়ে কাজ করে মাতৃভূমির স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। বিন্দুমাত্র দেশপ্রেম নেই এদের মধ্যে। এরা ভারতীয় ‘র’ এর এজেন্ট। তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদেরকে নিষিদ্ধের জোড়ালো দাবি জানাই। নজরুল ইসলাম আপেল নামে একজন ফেসবুকে লিখেছেন, ইসকন একটি আওয়ামী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন। অনতিবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থীর বয়সসীমা ৩২ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী, প্রিয়াঙ্কা গান্ধী আন্দোলন থামাল পিটিআই,পরবর্তী কৌশল কী ? চিন্ময়কে নিয়ে শেখ হাসিনার বিবৃতি ২২৫০০ কোটি টাকা ছাপল বাংলাদেশ ব্যাংক, রোববার থেকে টাকা পাবেন গ্রাহকরা নিখোঁজ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি চট্টগ্রামে দ্বিতীয় দিনে বন্ধ ছিল আদালতের কার্যক্রম গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু রোববার কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস ঘেরাও হিন্দু জাগরণ মঞ্চ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৭ জনের এবার বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যে নালিশ ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টে রাষ্ট্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথাকথিত অসাম্প্রদায়িকতা;একটি মুলোর আত্মকাহিনী এজলাস কক্ষে ডিম ছুড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ উত্তর সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১০০ সুপার ওভারে রংপুর রাইডার্সের হার জনগণের ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী ভারতের ওয়াকফ সম্পত্তি আইন পরিবর্তন, মুসলিম সম্প্রদায়ের আপত্তি