চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসের নথিপত্রে আগুন – ইউ এস বাংলা নিউজ




চট্টগ্রাম আদালতের ক্লার্ক অফিসের নথিপত্রে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ | ৫:৫১ 63 ভিউ
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহনকারী প্রিজনভ্যান আটকে বিক্ষোভের সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের সদস্যদের (ইসকন) সহায়তা করার অভিযোগে চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিসের (মুন্সি সমিতি) নথিপত্রে আগুন দিয়েছেন আইনজীবীদের একাংশ। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে ভূমি অধিগ্রহণ শাখার উল্টোপাশে ওই সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ—মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করেন। এ সময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেছেন। এছাড়া তারা উস্কানিমূলক বিভিন্ন পোস্টও দিয়েছেন ফেসবুকে। ফিরোজুল ইসলাম তালুকদার নামে এক বিক্ষুব্ধ আইনজীবী বলেন, ‘এখান থেকে গতকাল মুন্সির পোশাক পড়ে

গিয়ে ইসকনকে সাপোর্ট করা হয়েছে। তারা আইনজীবীদের অংশ। তারাতো এটা করতে পারে না। সাধারণ আইনজীবীরা এই নিয়ে ক্ষুব্ধ।’ তিনি আরও বলেন, ‘মুন্সিখানার নাম দিয়ে এখানে সকল অপকর্ম করা হয়। প্রায় ১৮শ’ চেম্বার আছে আদালতে। তারা চেম্বারে না গিয়ে এখানে বসে থাকে। সকালে তাদেরকে ফোন করে স্যার বলে বলে চেম্বারে নিতে হয়। আমরা চেম্বারে যাই ৯টায়, তারা সাহেবের মতো ১০টা বা ১২টার দিকে আসে।’ চট্টগ্রাম আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুন্সি বলেন, ‘আইনজীবীরা আমাদের সমিতির কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। আমাদের সমিতির কিছু সনাতনী ভাই গতকাল ইসকনের পক্ষে পোস্ট দিয়েছিল। এ নিয়ে আমাদের মুসলিম আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে। আজ হত্যার শিকার আইনজীবী আলিফ ভাইয়ের জানাজার পর

উত্তেজিত আইনজীবীরা ক্লার্ক সমিতিতে আগুন দেয়।’ এ বিষয়ে চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ বলেন, ‘আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র, সমিতির সদস্যদের হিসাবের বই আলমারি ভেঙে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমিতিতে গতকাল কোনো বহিরাগত ঢোকেনি। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই আছে।’ তিনি বলেন, ‘সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও গতকাল আমি উপস্থিত ছিলাম। কিন্তু আমি গতকালের কোনোকিছুর সাথে সম্পৃক্ত ছিলাম না। এখন আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাথে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেব।’ জানতে চাইলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আমি আলিফের জানাজা শেষে মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ির

উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। মুন্সি সমিতিতে আগুন দেওয়ার বিষয়টি আমার নলেজে নেই। আপনারা সরেজমিনে গিয়ে বিষয়টি অনুসন্ধান করে দেখুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে বহিষ্কারের মুখে শিক্ষার্থী বাংলাদেশের সব মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্রে যা বলা হলো পহেলা বৈশাখে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান এবার এআইয়ের ফাঁদে ওবায়দুল কাদের চারদিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরাইল ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান চাকরির খোঁজে ইউরোপে ঝুঁকছেন মার্কিন বিজ্ঞানীরা ১৭ পদে বিমানবাহিনীতে চাকরি, আবেদন শেষ কাল আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলে কেকেআরের বড় লাফ রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ আজ সেই সাত গোপন চুক্তি কর্মসংস্থানে বিএনপির টার্গেট ‘জেন-জি’ বিনিয়োগে ‘লাল ফিতা’র দৌরাত্ম্য কমবে সুশাসন নিশ্চিত হলেই তৈরি হবে বিনিয়োগের হাব অপরাধীদের ‘সেকেন্ড হোম’ বস্তির ৩০০ ঘর দূর-দূরান্তের মানুষ আসে মানত নিয়ে