সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট – ইউ এস বাংলা নিউজ




সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৬:০৩ 4 ভিউ
সংবিধানের প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ দু’টি বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোমবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, অনুচ্ছেদ ৩৬৮ অনুসারে সংবিধান সংশোধন করতে পারে সংসদ। তবে সেই সংশোধনী অবশ্যই সংবিধানের মূল কাঠামো বা ‘বেসিক স্ট্রাকচার’-এর অনুসারী হতে হবে। প্রসঙ্গত, ১৯৭৬ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ‘সমাজতান্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ দু’টি অন্তর্ভুক্ত করেছিল। ভারত রাষ্ট্রের পরিচয় হিসাবে আগে থেকেই সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ছিল সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক, এই তিনটি শব্দ। ১৯৭৬ সালে তার সঙ্গে যুক্ত হয়, ওই নতুন দু’টি শব্দ। কিন্তু এই দুই শব্দের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন

তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলাগুলি একত্র করে সোমবার শুনানি হয় শীর্ষ আদালতে। মামলাকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, সমাজকর্মী বলরাম সিংহ এবং‌ আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। মামলাকারীদের যুক্তি ছিল, ৪২তম সংবিধান সংশোধনী আসল সংবিধানকে বিকৃত করছে। সংবিধান সভার আলোচনায় সংবিধানের প্রণেতারা এই দু’টি শব্দকে প্রস্তাবনার বাইরে রাখার সিদ্ধান্ত নেন বলেও দাবি করেন তাঁরা। কিন্তু এই সকল যুক্তি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে সংবিধান সংশোধনীর বিষয়ে সংসদকে ক্ষমতা দিয়েছে সংবিধানই। তা ছাড়া এই দু’টি শব্দ এত বছর ধরে বহু বিচার বিভাগীয় পরীক্ষানিরীক্ষার ভিতর দিয়ে গিয়েছে বলেও পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। ১৯৯৪ সালের এসআর বোম্মাই মামলার প্রসঙ্গ

উত্থাপন করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই দু’টি শব্দ সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উর্দু ভাষায় আসক্ত হচ্ছে ভারতের জেন-জি প্রজন্ম ঢাকার সমাবেশে যাওয়ার পথে নারীসহ আটক ১৬, জানা গেল নাম পিটিআই বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ, সংঘর্ষে কনস্টেবল নিহত জেলগেটে গ্রেফতার সাবেক এমপি ও ছেলেকে অপহরণ, সমাধান করল ছাত্রদল-যুবদল দুর্নীতি দমন কমিশন ৭ সমস্যায় স্থবির ‘মেগা মানডে’ ঘোষণা দিয়ে পালটা হামলা, রণক্ষেত্র মোল্লা কলেজ জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব বিএনপি নেতাও আসামি, কেন্দ্র দখল করে লাঙ্গলে সিল নৌকার প্রার্থীর! রাজধানী যেন এখন দাবির শহর স্বামী-সন্তানসহ সাবেক এমপি জান্নাত আরার দেশত্যাগে নিষেধাজ্ঞা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট ‘শাহবাগে গেলেই লাখ থেকে কোটি টাকা ঋণ’ এত লোক আনল কারা? চিন্ময় ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রেমের বিয়ের বিপক্ষে পাকিস্তানের বেশিরভাগ মানুষ জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক ‘ছাত্রনং আন্দোলনং তপঃ’ করা এখন সময়ের দাবি : অভিনেত্রী শাওন সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি কবি নজরুল -সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা নয়া রুটে চমক রাশিয়া-ভারতের