
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ

বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
সম্রাট জাহাঙ্গীর : রূপান্তরের বাদশাহী-৩

সম্রাট জাহাঙ্গীরের ছিলো প্রভাবশালী ব্যক্তিত্ব। বহুশাস্ত্রে জ্ঞান ও আগ্রহ ছিলো তার। প্রজ্ঞাবান, দয়ালু ও বুদ্ধিমান শাসক হিসেবে তাকে চিহ্নিত করেছে ইতিহাস। ক্ষমতা লাভ করেই জনকল্যাণী পদক্ষেপ গ্রহণ করে তিনি প্রজাতুষ্টি নিশ্চিত করেন। কৌশলে তিনি ছিলেন প্রাজ্ঞ। যাঁরা তাকে সিংহাসন লাভে সহায়তা করেছিলেন তিনি তাঁদের পদোন্নতি প্রদান করেন। যারা তাঁর বিরোধিতা করেছিলেন তাদেরও তিনি উদারতা ও ক্ষমা প্রদর্শন করেন। জাহাঙ্গীর পদে পদে পিতাকে অনুসরণ করেননি। আকবরের যে আইনগুলো প্রজাদের জন্য কল্যাণী সাব্যস্ত হয়নি, তিনি তা বাতিল করেন। দয়া ও উদারতার উপর নির্ভরশীল ‘দস্তর-উল-আমল’ নামে ১২টি আইন প্রণয়ন করেন। একজন সাধারণ প্রজাও সরাসরি সম্রাটের বিচারপ্রার্থী হতে পারতেন। একজন কৃষক বিচার চাইতে পারতেন
রাষ্ট্রের যে কোনো কর্তার বিরুদ্ধে। ধনী ও গরিব সকলেই যেন সরাসরি সম্রাটের কাছে বিচারপ্রার্থী হতে পারে সেজন্য ঘণ্টাযুক্ত সোনার শিকল ছড়িয়ে দেওয়া হয় রাজপ্রসাদ থেকে যমুনা নদী অবধি। এমন ঘণ্টার সংখ্যা ছিলো ষাটটি। অনেকগুলো শিকল থাকতো ঘণ্টায়। কোনো বিচারপ্রার্থী কোনো শিকলে টান দিলে এক সাথে ষাটটি ঘণ্টায় সাইরেন বেজে উঠতো। আওয়াজে কেঁপে উঠতো চারপাশ, রাজপ্রসাদ। সম্রাট যেখানেই থাকুন না কেন, বার্তা পৌঁছে যেতো তার কাছে। সম্রাট যখন রাজধানীর বাইরে থাকতেন, তখনও দ্রæত বিচারের জন্য বিশেষ বিচারক নিয়োজিত ছিলেন। প্রত্যেক বিচার প্রার্থীর অভিযোগ শোনা হতো এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জোর দেওয়া হতো। প্রজাদের প্রতি এমনি দয়া ও মহানুভবতা সত্তে¡ও সম্রাটের চরিত্রে কিছু
বৈপরীত্যের সংমিশ্রণ পরিলক্ষিত হয়। তাঁর চরিত্রে দয়া-দাক্ষিণ্য ও কোমলতার পাশাপাশি শত্রæ দমনে ও অপরাধীর শাস্তি বিধানে কঠোরতার তীব্রতাও লক্ষ্যণীয়।
রাষ্ট্রের যে কোনো কর্তার বিরুদ্ধে। ধনী ও গরিব সকলেই যেন সরাসরি সম্রাটের কাছে বিচারপ্রার্থী হতে পারে সেজন্য ঘণ্টাযুক্ত সোনার শিকল ছড়িয়ে দেওয়া হয় রাজপ্রসাদ থেকে যমুনা নদী অবধি। এমন ঘণ্টার সংখ্যা ছিলো ষাটটি। অনেকগুলো শিকল থাকতো ঘণ্টায়। কোনো বিচারপ্রার্থী কোনো শিকলে টান দিলে এক সাথে ষাটটি ঘণ্টায় সাইরেন বেজে উঠতো। আওয়াজে কেঁপে উঠতো চারপাশ, রাজপ্রসাদ। সম্রাট যেখানেই থাকুন না কেন, বার্তা পৌঁছে যেতো তার কাছে। সম্রাট যখন রাজধানীর বাইরে থাকতেন, তখনও দ্রæত বিচারের জন্য বিশেষ বিচারক নিয়োজিত ছিলেন। প্রত্যেক বিচার প্রার্থীর অভিযোগ শোনা হতো এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জোর দেওয়া হতো। প্রজাদের প্রতি এমনি দয়া ও মহানুভবতা সত্তে¡ও সম্রাটের চরিত্রে কিছু
বৈপরীত্যের সংমিশ্রণ পরিলক্ষিত হয়। তাঁর চরিত্রে দয়া-দাক্ষিণ্য ও কোমলতার পাশাপাশি শত্রæ দমনে ও অপরাধীর শাস্তি বিধানে কঠোরতার তীব্রতাও লক্ষ্যণীয়।