সরকার এখন কোনো গায়েবি মামলা দিচ্ছে না -ড. আসিফ নজরুল – ইউ এস বাংলা নিউজ




সরকার এখন কোনো গায়েবি মামলা দিচ্ছে না -ড. আসিফ নজরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ৯:০২ 23 ভিউ
অন্তর্বর্তীকালিন সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলা হতো। সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না। এখন মামলা হচ্ছে ব্যক্তিগতভাবে। ভুক্তভোগীরা মামলা দায়ের করছেন। তবে ঢালাও মামলা রুজুর প্রবণতা দেখা দিয়েছে। যা অন্তর্বর্তীকালিন সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর। এ মন্তব্য করেছেন আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কীভাবে সামাল (ট্যাকল) দেয়া যায়, এ বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে

এ কথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, আসিফ নজরুল বলেন, দু’টি ব্যাপারে ওনাদের (বিচার বিভাগ সংস্কার কমিশন) কাছে নির্দিষ্টভাবে সহায়তা চেয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলা হতো। সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটি আমাদের অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরণের আইনি সংস্কারের কথা ভাবছি। আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছি। ওনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা যে ওনারা আইনগতভাবে কীভাবে বিষয়টি ট্যাকল (সামাল) করা যায়-পরামর্শ নিতে এসেছি। ওনারা পরামর্শ দেবেন, কাজ

করে, রিসার্চ (গবেষণা) করে জানাবেন। ড. আসিফ নজরুল বলেন, নেক্সটে (পরবর্তী সময়ে) উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হবে, সেটি আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবৎ আছে। ২০০৮ সালে এ রকম একটা আইন হয়েছিল। পরে তা আইনে রূপান্তরিত হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওটাকে আইনে রূপান্তারিত করেনি। ওই আইনটা আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের (বিচার বিভাগ সংস্কার কমিশন) সহায়তা চেয়েছি, যাতে নেক্সটে যে নিয়োগ হবে সেটি যাতে আমরা আইনের মধ্য দিয়ে করতে পারি। আইন উপদেষ্টা বৈঠক সম্পর্কে আরো বলেন, আলোচনায় কমিশনের কাজের অগ্রগতি কতটুকু-এটি জানতে চেয়েছি। ওনারা যেভাবে এগোচ্ছেন, আমি খুবই আশাবাদী।...ওনারা (বিচার বিভাগ সংস্কার

কমিশন) কিছু সমস্যার কথাও বলেছেন। ওনাদের যথেষ্ট সাপোর্ট (সহায়তা) দিতে পারছি না। প্রসঙ্গত: গত ৩ অক্টোবর ৮ সদস্যের ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনের প্রধান হচ্ছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সাবেক জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলাম ও মাসদার হোসেন, সুপ্রিমকোর্টের আইনজীবী তানিম হোসেইন শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ-শঙ্কা ছাপ্পান্ন ভাগ আসামিই নিচের স্তরের সদস্য গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫৯ ফিলিস্তিনি সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোয়ান হোয়াইট হাউজে পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে গেলেন না মেসি সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা দুই সংস্থার প্রধান কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের হবেন রমজান ঘিরে ন্যায্যমূল্যে ডিম বিক্রির বার্তা সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬ বাইডেনপত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছেন মোদি ৩২ বছর গোসল করেননি ভারতের ‘ছোটুবাবা’ বর্ণিল জয়নুল উৎসব কানাডায় বাবা-মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা দোকানে ঢোকেন ৯ জন, সাত মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি শহীদ মিনারে গণঅধিকার পরিষদের ফারুককে মারধর মেসিকে রাষ্ট্রপতি পদক দিচ্ছে যুক্তরাষ্ট্র বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটির এমডি সৈয়দ ওয়াসেক, দায়িত্বে আবু রেজা ভ্যাট বাড়ালেও নিত্যপণ্যের দাম বাড়বে না ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি