ওয়েস্ট ইন্ডিজের বড় জয়, বিপাকে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ওয়েস্ট ইন্ডিজের বড় জয়, বিপাকে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ৮:১৫ 61 ভিউ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারীরা আরেকটি বড় ধাক্কা খেল। গ্রুপ বি-এর শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে সহজেই পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বলের হিসেবে ৪৩ আর উইকেটের হিসেবে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজায় দু’দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিক্ষেত্রেই দ্বিতীয় সেরা ছিল টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করতে পারে নিগার-মোস্তারিরা। ক্যারিবীয়দের জন্য যেটি ছিল অত্যন্ত সহজ লক্ষ্য। তাদের অধিনায়কের ৩৪ ও বাকি ব্যাটারদের কল্যানে সহজেই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন করিশমা রামহারাক, যিনি ১৭ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচের সেরা খেলোয়াড় হন। পরে ব্যাটিংয়ে ডিয়ান্দ্রা

ডটিনের জোড়া ছক্কায় জয় নিশ্চিত করে ফেলে তারা। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস বলেন, ‘আমরা বল হাতে শৃঙ্খলা দেখিয়েছি এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। ব্যাটিংয়েও মেয়েদের ইচ্ছাশক্তি ছিল দারুণ। তবে স্টেফানি টেইলরের হাঁটুর সমস্যার কারণে তাকে বিশ্রামে রাখা হয়। আমাদের দল হিসেবে প্রতিটি ম্যাচ জিততে হবে, তাই তাকে মাঠে রাখার প্রয়োজন ছিল।’ বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের ব্যাটিং পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ভালো শুরু করলেও মাঝের ওভারে অনেক ডট বল খেলেছি এবং উইকেটও হারিয়েছি। তাদের বোলাররা দারুণ বল করেছে এবং আমরা সিঙ্গেল নেওয়ার সুযোগগুলো হারিয়েছি, যা চাপ তৈরি করেছে। তবে টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছি

এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের ইতিবাচক থাকা উচিত।’ এদিকে, বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা এখন কেবল গণিতের উপর নির্ভর করছে। তাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে বড় জয় প্রয়োজন, সেই সঙ্গে ইংল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের বড় জয় আশা করতে হবে। ম্যাচ শেষে করিশমা রামহারাক বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। উইকেট কিছুটা ধীর ছিল, তাই যতটা সম্ভব গতি পরিবর্তন করে বল করতে হয়েছে। ধৈর্য ধরে খেললে উইকেট আসবেই।’ বাংলাদেশের জন্য টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হয়ে পড়লেও তারা এখনও টিকে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে সাতদিনে অন্তত ১১ জেলায় সংঘাত-সংঘর্ষ, নেপথ্যে কী স্টক এক্সচেঞ্জের সম্মতি ছাড়া আইপিও অনুমোদন নয় ঢাবি কর্তৃপক্ষের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা এআই সফটওয়্যার ‘লামা ৪’ – এর দুটি নতুন মডেল উন্মোচন করল মেটা গৃহকর্মীকে মারধর, পরীমণির বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতি ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারীর রেকর্ডে পৌঁছেছে ওপেনএআই পাইরেসির শিকার ‘বরবাদ’ সিনেমা, থানায় নির্মাতা-প্রযোজক ‘জংলি’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত দীঘি ভর্তি বাণিজ্য : সাবেক সচিব মোরশেদ ও আইডিয়ালের অধ্যক্ষসহ আসামি ১১ ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু, গৃহযুদ্ধের সম্ভাবনা পরীমণির পাশে দাঁড়ালেন ন্যান্সি, মুন্নি সাহা, তসলিমা নাসরিন মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে ভোজ্যতেলের লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার গাজায় ছড়িয়ে-ছিটিয়ে আছে নারী-শিশুর ছিন্নভিন্ন লাশ ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা মক্কা থেকে ফিলিস্তিনিদের জন্য অঝোরে কাঁদলেন শফিকুল ইসলাম মাসুদ রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার রাতে রাজধানীসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস টপ ফিফটি এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন ৩ বাংলাদেশি