পাকিস্তান ত্যাগ করার আগে শরিফুলকে কী বলেছিলেন সাকিব? – ইউ এস বাংলা নিউজ




পাকিস্তান ত্যাগ করার আগে শরিফুলকে কী বলেছিলেন সাকিব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৬ 22 ভিউ
পাকিস্তানের মাটিতে পরপর দুটি ম্যাচ জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা- এর চেয়ে বড় ও মধুর প্রাপ্তি অন্তত সাদা পোশাকে বাংলাদেশ দল পায়নি। আর এজন্যই পাকিস্তান এখন আর বাংলাদেশের কাছে রূপকথা নয়। ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। দুই ভাগে আসা দলের প্রথম অংশ ফেরেন বুধবার রাতে। অপর অংশ আসেন বৃহস্পতিবার রাতে। তবে এর কোনোটিতেই ছিলেন না সাকিব আল হাসান। দেশসেরা এ ক্রিকেটার সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে প্রবলভাবে নিন্দিত। ইতোমধ্যেই হত্যা মামলা হয়েছে তার নামে। পাকিস্তান সিরিজেও তিনি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। এ সিরিজ শেষে তিনি ফের যুক্তরাষ্ট্রেই পাড়ি জমিয়েছেন। কোনো কোনো সূত্র বলছে, ইংল্যান্ড যাবেন সাকিব। সেখানে সারের হয়ে ৯ সেপ্টেম্বর

একটি কাউন্টি ম্যাচ খেলবেন। তারপর অবশ্য ভারত সিরিজেও যোগ দেবেন সাকিব। এ নিয়ে পাকিস্তান ছাড়ার আগে সতীর্থ পেসার শরিফুল ইসলামের সঙ্গেও আলাপ হয় সাকিবের। শরিফুলকে ঠিক কী বলেছিলেন সাকিব? টাইগার পেসার সে বিষয়ে গণমাধ্যমকে জানান, সাকিব তাকে বলেছেন, ভারত সিরিজে দেখা হবে। শরিফুল বলেন, এটা বলেই তিনি কাউন্টি খেলতে চলে গেছেন। আর আমরা দেশে ফিরেছি। এ সময় সাকিবের মানসিকতার প্রশংসাও করেন শরিফুল। তিনি বলেন, চলমান পরিস্থিতির প্রভাব সাকিব ভাইয়ের ওপরও পড়েছে। তবে মাঠে তিনি মানসিকভাবে বেশ শক্তই থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননে স্থল অভিযানে ত্রিশ কমান্ডারসহ ৪৪০ হিজবুল্লাহ সদস্য নিহত: ইসরায়েল রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেবে সরকার কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ নতুন ভারতের সঙ্গে পুরোনো বাংলাদেশ অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর, পানিতে ডুবে দু’দিনে ৫ মৃত্যু সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ, ১২ প্রস্তাব ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ময়মনসিংহে দুই উপজেলার ৮০ গ্রাম প্লাবিত জেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন সাবেক মন্ত্রী মান্নান, পাঠানো হলো হাসপাতালে পুরোনোর বদলে নতুন সিন্ডিকেট চাই না রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক ‘বিকাশে’ বিমানের ফ্লাইট বেচাকেনা নতুন সংবিধান রচনা ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবি ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট অপুষ্টিতে ধুঁকে মরছে আফগানি শিশুরা টানা বৃষ্টিতে পাঁচ জেলায় জলাবদ্ধতা, শেরপুর ময়মনসিংহে বন্যার অবনতি