ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই : জামায়াত আমির
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো দারুণ একটি ফিচার
সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমীরের কুশল বিনিময়
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
বড় অঙ্কের জরিমানার মুখে মেটা
এখন থেকে ভিউসে গুরুত্ব দিবে ফেসবুক!
আইটি স্পেশালিস্ট তৈরির কারিগর আহমেদ সোহেল
স্মার্টফোনেই রিড হবে কার্ড
উদ্ভাবনী ৭২০ ডিগ্রি স্পেয়ারটেক নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি উন্মোচন করেছে। স্মার্টফোনে এনএফসি অ্যাপ্লিকেশনের বহুমুখিতা ও বিশ্বাসযোগ্যতায় পরিষেবা দেবে। অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। বর্ধিত সিগন্যাল কাভারেজ ও স্থায়িত্ব প্রযুক্তিটিকে যে কোনো দিক থেকেই আগের চেয়ে নিরবচ্ছিন্ন কর্মক্ষম ও কার্যকরিতার বিশেষ মানে উন্নীত করবে।
বর্তমান এনএফসি প্রযুক্তি মোবাইলে পেমেন্ট ও ট্রানজিট অ্যাকসেস সহজ করেছে। জনাকীর্ণ স্থান বা এমন কোনো পরিবেশ, যেখানে সব মিথস্ক্রিয়া দরকার, সেসব স্থানে প্রযুক্তিটি খুবই প্রয়োজনীয়
ও বিশ্বস্ত।
ইনফিনিক্স উদ্ভাবিত ৭২০ ডিগ্রি স্পেয়ারটেক এনএফসি প্রযুক্তি অতীতের সুনির্দিষ্ট এসব বিষয়কে সহজভাবে মোকাবিলা করতে ডিজাইন করা।
ইনফিনিক্স ব্র্যান্ডের এনএফসি বিভাগের সিনিয়র ম্যানেজার লি কাও বলেন, উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও ব্যবহারকারীর চাহিদা
বুঝে এমন সল্যুশন প্রদানে সামনে উদ্বুদ্ধ করেছে, যা শুধু কার্যকরিতাই বাড়ায় না, বরং দুর্দান্ত সব নিরাপত্তা ও পরিষেবা দেয়। ৭২০ ডিগ্রি স্পেয়ারটেক এনএফসি প্রযুক্তি এনএফসি অ্যাপ্লিকেশন মোবাইল অভিজ্ঞতার ধারণাও বদলে দেবে। কয়েকটি অ্যাঙ্গেল থেকে নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও নিরাপদ মিথস্ক্রিয়া দেবে। প্রযুক্তিটি তিনটি বড় অগ্রগতি নিয়ে হাজির– স্থানিক বিন্যাস, সিগন্যালের সামঞ্জস্য ও ম্যাটেরিয়াল কনফিগারেশন। পরিমার্জিত নকশা টপ-টেয়ার ইন্টারগেশন নিশ্চিত করে। সিগন্যাল রেঞ্জ বর্ধিত করে ও সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদান করে। অপ্টিমাইজ করা উপকরণ ব্যবহার নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়ায়। স্ব-উন্নত পেটেন্ট কার্ড পড়ার ক্ষেত্রকে দ্বিগুণ প্রসারিত করেছে। সিগন্যাল রেঞ্জকেও করেছে দ্বিগুণ পরিষেবার আওতাধীন।
বুঝে এমন সল্যুশন প্রদানে সামনে উদ্বুদ্ধ করেছে, যা শুধু কার্যকরিতাই বাড়ায় না, বরং দুর্দান্ত সব নিরাপত্তা ও পরিষেবা দেয়। ৭২০ ডিগ্রি স্পেয়ারটেক এনএফসি প্রযুক্তি এনএফসি অ্যাপ্লিকেশন মোবাইল অভিজ্ঞতার ধারণাও বদলে দেবে। কয়েকটি অ্যাঙ্গেল থেকে নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও নিরাপদ মিথস্ক্রিয়া দেবে। প্রযুক্তিটি তিনটি বড় অগ্রগতি নিয়ে হাজির– স্থানিক বিন্যাস, সিগন্যালের সামঞ্জস্য ও ম্যাটেরিয়াল কনফিগারেশন। পরিমার্জিত নকশা টপ-টেয়ার ইন্টারগেশন নিশ্চিত করে। সিগন্যাল রেঞ্জ বর্ধিত করে ও সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদান করে। অপ্টিমাইজ করা উপকরণ ব্যবহার নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়ায়। স্ব-উন্নত পেটেন্ট কার্ড পড়ার ক্ষেত্রকে দ্বিগুণ প্রসারিত করেছে। সিগন্যাল রেঞ্জকেও করেছে দ্বিগুণ পরিষেবার আওতাধীন।