রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নিতে হবে – ইউ এস বাংলা নিউজ




রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:২৭ 17 ভিউ
অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পর তার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন কান্ডারিদের অভিবাদন জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে দেশে সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা। এসব নিয়ে গতকাল শনিবার সঙ্গে কথা বলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা বলেন, দেশে এখন রাজনৈতিক সংকট চলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে। বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নিতে হবে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রবাসীরা। তাদের মধ্যে অনেকের সম্পদও নষ্ট হয়েছে বলে অভিযোগ তুলেছেন। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের

চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমিরাতে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা মাজহারুল ইসলাম মাহবুব বলেন, সরকার পতনের পর দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় তাঁর একটি পেট্রোল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়। অথচ তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। আজমান প্রদেশের আল বোরাক গার্মেন্টসের ম্যানেজিং পার্টনার শেফালী আক্তার আঁখি বলেন, সরকারকে এখনই বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অভিবাসন ব্যয় কমানো ও সিন্ডিকেট প্রথা বন্ধ করতে হবে। প্রবাসীদের যাতায়াতের ক্ষেত্রে বিমান টিকিটের মূল্য কমানোর উদ্যোগ নিতে হবে। সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের নানা সুবিধা-অসুবিধা জানাতে একজন সংসদ প্রতিনিধি করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। দেশের চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়াতে

হবে, তাদের সহযোগিতা করতে হবে। দুবাই প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন ফায়সাল বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া দীর্ঘদিন ধরে আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। এই জটিলতা নিরসনে কূটনৈতিক পর্যায় থেকে সমাধানের পথ বের করতে হবে। পাশাপাশি প্রবাসীরা দেশে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন বলেন, যোগ্য মানুষদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তারা দেশকে ভালো কিছু দিতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞরা যোগ্যতানুযায়ী মন্ত্রণালয় পেয়েছে। দেশের এই ক্রান্তিকালে অর্থনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, তা দূর করতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে হবে। প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে সরকারকে

এগিয়ে আসতে হবে। দেশে ভোটাধিকার ফিরিয়ে আনার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে তারা যেন নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের অংশগ্রহণের পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আগে সমান্তরাল মাঠ তৈরি করতে হবে তাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননে স্থল অভিযানে ত্রিশ কমান্ডারসহ ৪৪০ হিজবুল্লাহ সদস্য নিহত: ইসরায়েল রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেবে সরকার কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ নতুন ভারতের সঙ্গে পুরোনো বাংলাদেশ অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর, পানিতে ডুবে দু’দিনে ৫ মৃত্যু সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ, ১২ প্রস্তাব ২১৪ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ময়মনসিংহে দুই উপজেলার ৮০ গ্রাম প্লাবিত জেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন সাবেক মন্ত্রী মান্নান, পাঠানো হলো হাসপাতালে পুরোনোর বদলে নতুন সিন্ডিকেট চাই না রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক ‘বিকাশে’ বিমানের ফ্লাইট বেচাকেনা নতুন সংবিধান রচনা ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবি ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল ডিম-মুরগির দাম বাড়িয়ে ২৮০ কোটি টাকা লোপাট অপুষ্টিতে ধুঁকে মরছে আফগানি শিশুরা টানা বৃষ্টিতে পাঁচ জেলায় জলাবদ্ধতা, শেরপুর ময়মনসিংহে বন্যার অবনতি