৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ – ইউ এস বাংলা নিউজ




৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:১৭ 16 ভিউ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে জানে আলম অপুর সঙ্গে আমার কখনও দেখা, কথাও হয়নি। এছাড়াও রিয়াদ নামে আরেকজনের কথা যে বলা হচ্ছে, তাকেও আমি চিনি না এবং ওরও আমাকে চেনার কথা না। কারণ, আমাদের কখনও দেখা হয়নি। আজ বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ। ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অভিযোগ

করতে দেখা যায়। তবে এমন কোনো ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, পূর্ব পরিচয় থাকলেও ২০২৪ সালের আগস্টের পর জানে আলম অপুর সঙ্গে তার আর কখনোই দেখা হয়নি। এদিকে ওই ভিডিও ফাঁসের পেছনে বিএনপি নেতা ইশরাক হোসেন জড়িত বলে অভিযোগ তুলেছেন জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা। আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে সকাল ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, গ্রেপ্তারের আগে ৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত অপু নিখোঁজ ছিলেন। এসময় তাকে জোর করে তুলে নিয়ে নিজ বাসায় ভিডিওটি করতে বাধ্য করেন ইশরাক, দাবি অপুর স্ত্রী আনিশার। তিনি বলেন, অপুকে

ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে এবং কাউকে দাবানোর জন্য ১৪ দিন পর এসে ওই ভিডিও প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কী আছে সেই ভিডিওতে? বুধবার রাতে ৩৫ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে কথা বলতে শোনা যায়, গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে। দীর্ঘ এই ভিডিওতে কেন ও কীভাবে তিনি গুলশানের ওই বাড়িতে গিয়েছিলেন আর তারপর তার ভাষায় ‘ফেঁসে গিয়েছিলেন’– সে বিষয়ে কথা বলতে দেখা যায় তাকে। ভিডিওর অপর প্রান্ত থেকে এ

সময় কাউকে প্রশ্নও করতে শোনা যায়। এতে বলা হয়, গ্রেপ্তারের আগেই ভিডিওটি ধারণ করেন অপু। পরে এটি তার বন্ধুর কাছে দিয়ে যান। যেন পরে তার বক্তব্য সবার সামনে আসতে পারে। সংবাদ সম্মেলনে তার স্ত্রী আনিশাও দাবি করেন, গ্রেপ্তারের আগের দিন রাতের বেলা ভিডিওটি করা হয়। তবে ‘কোনো বন্ধুকে দেওয়ার জন্য না, বরং চাপের মুখে বাধ্য হয়ে ভিডিওটি করানো হয়’ বলে দাবি করেন তিনি। তবে বক্তব্যটি ঠিক কখন ও কোথায় ধারণ করা হয়েছে বিবিসি বাংলা তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ভিডিওতে অপুকে বলতে শোনা যায়, ১৬ জুলাই রাত পেরিয়ে ১৭ তারিখ ভোর ৪টা ১০ থেকে ৪০ মিনিট- এই আধাঘণ্টার মধ্যে গুলশান ২ পার হয়ে

ওয়েস্টিন হোটেলের নিচে সাদা সিএফমোটো বাইকে হেলমেট পরা অবস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সঙ্গে কথা বলেন। তার বলা এই কথাগুলোর ওপর দিয়ে চলতে থাকে একই তারিখের রাত চারটা ১০ থেকে ১১ মিনিটের একটি সিসিটিভি ফুটেজ। সেখানে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয় একটি অংশ। এরপরই একটি বাইককে সেখান থেকে চলে যেতে দেখা যায়। রাতে যে ভাই আসছে- শুধু সেই ভাই না, ‘সব ভাইরাই এতে জড়িত’ দাবি করে অপু বলেন, ‘এটা ওপেন সিক্রেট।’ তিনি বলেন, ‘এটা চোখের সামনে আপনাদের, কে কী করছে। আঙুল ফুলে কলা গাছ কীভাবে হইছে। যেসব ছেলেপেলেরা হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাসা ভাড়া নিয়ে থাকবে

সেই টাকাও থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে টাকা ধার নিয়ে থাকতে হতো। ডোনেশনে যাদের মেস ভাড়া চলছে, তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে। নিজস্ব গাড়িতে চলাফেরা করে’ অপুকে বলতে শোনা যায়। যদিও অপুর স্ত্রী দাবি করেছেন, ৩১ তারিখ রাতে বাইকে করে জোর করে অপুকে রাজধানীর গোপীবাগে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় নিয়ে যাওয়া হয়। আনিশা দাবি করেন, ওই বাসাতেই অপুর সঙ্গে ভিডিও কলে কথা বলেন ইশরাক। সেই আলাপের একটি স্ক্রিনশটসহ বাসার ভেতরের কিছু ছবি নিরাপত্তার স্বার্থে অপু তার স্ত্রীর কাছে পাঠিয়ে রাখেন। অভিযোগের ব্যাপারে যা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ২০২২ সালে ছাত্রঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকার সময় থেকে জানে আলম অপুকে চেনেন বলে

বিবিসি বাংলাকে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘কিন্তু ৫ আগস্ট ২০২৪-এর পরে ওর সঙ্গে আমার কখনো দেখা হয় নাই, কথাও হয় নাই এবং রিয়াদ নামে আরেকজনের কথা যে বলা হচ্ছে, তাকে আমি চিনি না এবং ওরও আমাকে চেনার কথা না। কারণ, আমাদের কখনো দেখা হয়নি।’ একইসাথে সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে- এমন কিছু পাননি বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। এদিকে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেন, ‘আমি মাঝে মধ্যেই রাতে যখন কাজ শেষ হয়, কখনো কখনো ভোরও হয়ে যায়, ওই সময়ে আসলে রাতের খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। আমি বেশিরভাগই যাই ৩০০ ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গায়। ওখানে হাসের মাংস খুব ভালো পাওয়া যায়।’ উপদেষ্টা আসিফ আরও বলেন, ‘তো ওখানে হয়তো যাই চার-পাঁচজন মিলে। ওটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে। তখন ওদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওইদিন আমি গিয়েছিলাম কি না, সেখানে ছিলাম কি না এটা আমার মনে নাই।’ আসিফ মাহমুদ ভূঁইয়া আরও বলেন, ‘সিসিটিভিতে যে কাউকে যদি আমি বলে দাবি করা হয়; এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। এটা তদন্তের অধীনে একটা বিষয়। তারপরও অনেক কিছু বললাম; কারণ আমার নাম এসেছে।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতার বাসায় নেওয়ার যে অভিযোগ এসেছে এটা গুরুতর অভিযোগ। সেটা পরিবারের দিক থেকে এসেছে এবং যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে। তো আমার সংশ্লিষ্টতার কথা বলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগ সামাজিক মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর দিনই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ব্যানার টাঙিয়ে সংবাদ সম্মেলন করেন জানে আলম অপুর স্ত্রী আনিশা। তার দাবি, গ্রেপ্তারের পর রিমান্ড শেষে ৮ আগস্ট কাশিমপুর কারাগারে স্বামী অপুর সঙ্গে দেখা হওয়ার পর তুলে নিয়ে জোর করে ভিডিও করার বিষয়ে আনিশাকে জানান তিনি। আনিশার ভাষ্যমতে- অপু বলেন, নিখোঁজ থাকার পুরোটা সময় সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় ছিলেন তিনি। সেখানেই চাপের মুখে ওই বক্তব্য ধারণ করা হয় বলে দাবি করেন তিনি। কিন্তু কীভাবে কোন প্রক্রিয়ায় এ বিষয়গুলো গণমাধ্যম পর্যন্ত আনবেন তা তিনি জানতেন না। গতকাল ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘পাশ থেকে সরে যাওয়ারাই’ তাকে খুঁজে বের করে সংবাদ সম্মেলন করার ব্যবস্থা করে দেন বলে দাবি করেন আনিশা। তিনি বলেন, ‘আমার সামনে এতগুলা চ্যানেল দাঁড়ায় আছেন, আমি তো কাউকে চিনি না। এগুলা আমাকে ম্যানেজ করে দিছে অপুর দলের (লোকেরা), যখন অপুর এনসিপির ওপর প্রশ্ন আসলো, এনসিপির ওপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে।’ ভিডিওটিতে কেউ একজন ক্যামেরার পেছন থেকে প্রশ্ন করেন অপুকে। সেই বিষয়টি উল্লেখ করে আনিশা বলেন, ‘৩১ তারিখ থেকে ১ তারিখ ওকে কে আটকে রাখছে? কে দফায় দফায় একটু একটু করে ভিডিও রেকর্ড করছে?’ কারা কোন পেজ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে- তা খুঁজে বের করলেই ইশরাক হোসেনের সম্পৃক্ততার বিষয়টি জানা যাবে বলেও দাবি করেন তিনি। এমনকি ইশরাক হোসেনের বাসার সামনে থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন মিজ আনিশা। তিনি বলেন, ‘আমার ধারণা, অপুকে আইনি সহায়তা দেওয়ার কথা বলছিলো যে তুমি আমাকে আসিফ অথবা নাহিদ যে কোনো একটা উপদেষ্টার শুধু একটা নাম বলবা যে এরা তোমাদের দিয়ে চাঁদাবাজি করায়। তাইলেই হবে। তোমার যত রকমের হেল্প লাগে, আমরা তোমাকে করবো।’ ইশরাক হোসেনই ডিবিকে ফোন করে অপুকে ধরিয়ে দেন বলে দাবি করেন মিজ আনিশা। বলেন, রিমান্ডে নিয়েও আসিফ মাহমুদ আর নাহিদ ইসলামের নাম বলতে অপুকে চাপ দেওয়া হয়েছে। কিন্তু ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে জানে আলম অপু চাঁদাবাজির পেছনে তাদের কারও সম্পৃক্ততার কথা বলেননি বলেও দাবি করেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে ফোন ও মেসেজের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও সাড়া দেননি বিএনপি নেতা ইশরাক হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০ ফিলপস প্রদর্শন করলো ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল ঘুমানোর কতক্ষণ আগে খাবার খাওয়া উচিত? ‘পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস এলডিসি উত্তরণের সিদ্ধান্ত আত্মঘাতী সংস্কার কমিশনের ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য সরকার উৎখাতের পরিকল্পনা: আরেক নেতার দায় স্বীকার সাংবাদিকতায় এআই নিয়ে অনলাইন কোর্স ‘৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ’