
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

গাজায় আশা জাগাতে ‘কূটনৈতিক প্রচেষ্টা’ কাজে লাগাচ্ছে তুরস্ক: এরদোগান

ইমরানের জামিন আবেদন নিয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

নিজের লিভার দিয়ে সতীনকে বাঁচালেন সৌদি নারী

যুক্তরাজ্যে সহপাঠীদের ওপর নজরদারি চালায় চীনা শিক্ষার্থীরা!
৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির শীর্ষ কর্মকর্তারা রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি করানোর উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান উপদেষ্টা আন্দ্রিই ইয়ারমাক।
চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বুধবার এ আলোচনার আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলোচনাটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও তা কখন হয়েছে সেটা জানাননি ইয়ারমাক।
তিনি জানান, অনলাইনে অনুষ্ঠিত এ আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কিথ কেলোগ, ফ্রান্সের প্রধান কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং জার্মান চ্যান্সেলরের উপদেষ্টা গুয়েনটার সাউটার।
আন্দ্রিই ইয়ারমাক বলেন, ‘ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রথম
ধাপ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত অস্ত্রবিরতি হওয়া উচিত বলে সব পক্ষ একমত হয়েছে’। জেলেনস্কির প্রধান উপদেষ্টা টেলিগ্রাম বার্তায় আরও বলেন, ‘রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা চুক্তি লঙ্ঘন করলে কী ধরনের চাপ প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়েও আমরা আলোচনা করেছি’। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী একটি তাৎক্ষণিক ৩০ দিনের অন্তর্বর্তী অস্ত্রবিরতিতে সম্মতি জানাতে ইউক্রেন প্রস্তুত। যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন অভিযোগ করেছে, ক্রেমলিন এ প্রস্তাব উপেক্ষা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে কেবল ৩ দিনের (৮-১০ মে) একটি অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে ইয়ারমাক বলেন, ‘ক্রেমলিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব শান্তির জন্য নয়, বরং মস্কোতে
সামরিক প্যারেড নির্বিঘ্নে আয়োজনের কৌশল মাত্র। এটি একটি রাজনৈতিক ছলচাতুরী’। রাশিয়া ৯ মে (শুক্রবার) নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজ আয়োজন করছে। প্রেসিডেন্ট পুতিন একে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান বলে দাবি করছে রয়টার্স। এদিকে, আজ থেকে (বৃহস্পতিবার) তিন দিনের সাময়িক অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ইউক্রেনের প্রধান শহরগুলোতে আকাশ বেশ শান্তই ছিল। যদিও পূর্ব ইউক্রেনে সংঘর্ষের কিছু খবর পাওয়া গেছে। তবে তাতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
ধাপ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত অস্ত্রবিরতি হওয়া উচিত বলে সব পক্ষ একমত হয়েছে’। জেলেনস্কির প্রধান উপদেষ্টা টেলিগ্রাম বার্তায় আরও বলেন, ‘রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা চুক্তি লঙ্ঘন করলে কী ধরনের চাপ প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়েও আমরা আলোচনা করেছি’। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী একটি তাৎক্ষণিক ৩০ দিনের অন্তর্বর্তী অস্ত্রবিরতিতে সম্মতি জানাতে ইউক্রেন প্রস্তুত। যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন অভিযোগ করেছে, ক্রেমলিন এ প্রস্তাব উপেক্ষা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে কেবল ৩ দিনের (৮-১০ মে) একটি অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে ইয়ারমাক বলেন, ‘ক্রেমলিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব শান্তির জন্য নয়, বরং মস্কোতে
সামরিক প্যারেড নির্বিঘ্নে আয়োজনের কৌশল মাত্র। এটি একটি রাজনৈতিক ছলচাতুরী’। রাশিয়া ৯ মে (শুক্রবার) নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজ আয়োজন করছে। প্রেসিডেন্ট পুতিন একে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান বলে দাবি করছে রয়টার্স। এদিকে, আজ থেকে (বৃহস্পতিবার) তিন দিনের সাময়িক অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ইউক্রেনের প্রধান শহরগুলোতে আকাশ বেশ শান্তই ছিল। যদিও পূর্ব ইউক্রেনে সংঘর্ষের কিছু খবর পাওয়া গেছে। তবে তাতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।