৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা – ইউ এস বাংলা নিউজ




৩০ দিনের যুদ্ধবিরতির উপায় খুঁজছে ইউক্রেন ও মিত্ররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ৭:১৮ 42 ভিউ
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির শীর্ষ কর্মকর্তারা রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি করানোর উপায় নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান উপদেষ্টা আন্দ্রিই ইয়ারমাক। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বুধবার এ আলোচনার আয়োজন করা হয় বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আলোচনাটি অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও তা কখন হয়েছে সেটা জানাননি ইয়ারমাক। তিনি জানান, অনলাইনে অনুষ্ঠিত এ আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কিথ কেলোগ, ফ্রান্সের প্রধান কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন, ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল এবং জার্মান চ্যান্সেলরের উপদেষ্টা গুয়েনটার সাউটার। আন্দ্রিই ইয়ারমাক বলেন, ‘ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির প্রথম

ধাপ হিসেবে একটি পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত অস্ত্রবিরতি হওয়া উচিত বলে সব পক্ষ একমত হয়েছে’। জেলেনস্কির প্রধান উপদেষ্টা টেলিগ্রাম বার্তায় আরও বলেন, ‘রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা চুক্তি লঙ্ঘন করলে কী ধরনের চাপ প্রয়োগ করা যেতে পারে, ‍সে বিষয়েও আমরা আলোচনা করেছি’। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী একটি তাৎক্ষণিক ৩০ দিনের অন্তর্বর্তী অস্ত্রবিরতিতে সম্মতি জানাতে ইউক্রেন প্রস্তুত। যা পারস্পরিক সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন অভিযোগ করেছে, ক্রেমলিন এ প্রস্তাব উপেক্ষা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে কেবল ৩ দিনের (৮-১০ মে) একটি অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে ইয়ারমাক বলেন, ‘ক্রেমলিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব শান্তির জন্য নয়, বরং মস্কোতে

সামরিক প্যারেড নির্বিঘ্নে আয়োজনের কৌশল মাত্র। এটি একটি রাজনৈতিক ছলচাতুরী’। রাশিয়া ৯ মে (শুক্রবার) নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজ আয়োজন করছে। প্রেসিডেন্ট পুতিন একে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চান বলে দাবি করছে রয়টার্স। এদিকে, আজ থেকে (বৃহস্পতিবার) তিন দিনের সাময়িক অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ইউক্রেনের প্রধান শহরগুলোতে আকাশ বেশ শান্তই ছিল। যদিও পূর্ব ইউক্রেনে সংঘর্ষের কিছু খবর পাওয়া গেছে। তবে তাতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের ৩৩ ওষুধের দাম কমলো, ১১৬ কোটি টাকা সাশ্রয় যতীন সরকার মারা গেছেন ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’ ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৫ চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন ৩ দাবিতে দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের আন্দোলন সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই সনদ ও সংস্কার মানে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, লুটপাটের রাম রাজত্ব। রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী