২০ মিনিট দেরিতে আসায় পরীক্ষা দিতে পারলো না আল্পনা – ইউ এস বাংলা নিউজ




২০ মিনিট দেরিতে আসায় পরীক্ষা দিতে পারলো না আল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৮:০২ 20 ভিউ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আল্পনা আক্তার নামে এক শিক্ষার্থী ২০ মিনিট দেরি করে আশায় এস এস সি পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেয়নি দারোয়ান ও শিক্ষক। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পাটগ্রাম হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে পাটগ্রাম উপজেলার কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আল্পনা আক্তার উপজেলার জগতবের ইউনিয়নের আসোয়ারপাড় গ্রামের আতোয়ার রহমানের মেয়ে। বাবা একজন দিনমজুর। স্ত্রী ও তিন মেয়ে নিয়ে তার সংসার। দিনমজুরি করেই তার বড় মেয়ে আল্পনা আক্তারকে পড়াশোনা করান। ওই শিক্ষার্থী নির্ধারিত সময়ে কচুয়ারপাড় বাজারে আসলেও কোন ভ্যান বা রিকশা পায়নি। পরে পার্শ্ববর্তী চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে কেন্দ্রে আসলে তার ২০ মিনিট সময় কেটে যায়। এরপর হুজুর

উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে দারোয়ান ও শিক্ষকরা তাকে প্রবেশ করতে বাধা প্রদান করেন। এসএসসি পরীক্ষার্থী আল্পনা আক্তার বলেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় আবহাওয়া খারাপ ছিল। কিন্তু বাড়ি থেকে বাজারে আসার পরও কোনো গাড়ি পাইনি। তখন তুমুল বৃষ্টি আসে। পরে আবার বাড়িতে গিয়ে আমার চাচাতো ভাইকে খুঁজে তার মোটর সাইকেলে পরীক্ষা কেন্দ্রে আসি। কিন্তু আমাকে গেটে আটকে রাখে এবং পরে অফিসে নিয়ে বসিয়ে রাখে কমপক্ষে ৩০ মিনিট। কিন্তু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়ার ১০ মিনিট পরই যাই আমি। বাকি সময় অফিসে বসিয়ে রেখে বহুনির্বাচনি পরীক্ষা শেষ করে আমাকে আর পরিক্ষা দিতে দেননি। তারা একটু মানবিক দিক থেকে বিবেচনা করলে আমি পরিক্ষা দিতে পারতাম। একটি বছর

আমার লস হয়ে গেল। এখন আমি কি করবো? আল্পনা আক্তারের মা জাহানারা বলেন,পরীক্ষা দিতে বাহির হয়েও আমার মেয়ে কোন গাড়ি পায়নি। এদিকে আকাশ খুবই খারাপ ছিল। তখন সে বাড়ি চলে গিয়ে চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে আসে। তিনি আরও বলেন, আমার কোন ছেলে সন্তান নেই তিনটি মেয়ে। তার বাবা দিনমজুরি করে মেয়ে পড়াশোনা করেন। এখন একটা বছর নষ্ট হল আমার মেয়ের জীবন থেকে। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি, কিন্তু আমাকে কেন্দ্র থেকে অনেক দেরিতে কল করার কারণে আমার কিছু করার ছিলো না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি মাছের চড়া দামে নাকাল ক্রেতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে ঈদে সংবাদপত্রে ৪ দিন ছুটি ও অনলাইনকর্মীদের আর্থিক প্রণোদনা দাবি ‘ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক’ ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ চলছে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জন নিহত, পরিবারে শোকের মাতম করিডর ইস্যুতে চীন যুক্ত নয় : রাষ্ট্রদূত বহুল আলোচিত রমনা বোমা হামলা মামলার রায় ঘোষণা শুরু রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ‘ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক’ ‘প্রিয় বন্ধু’কে পাশে নিয়ে পুতিনের শক্তিপ্রদর্শন আসুন প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে দেশ গড়ি: মির্জা ফখরুল যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত বেন-গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরাইল ট্রাম্পের ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতির প্রস্তাবে যা বললেন জার্মান চ্যান্সেলর শাশুড়ির অত্যাচারে পুত্রবধূর আত্মহত্যা চেষ্টা, সইতে না পেরে নিজেকেই শেষ করেন পলাশ বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আ.লীগের ১৯ নেতাকর্মী আটক