হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বললেন জামাল – ইউ এস বাংলা নিউজ




হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বললেন জামাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ৪:৩৭ 11 ভিউ
অনেক অপেক্ষার শেষে হামজা চৌধুরী এখন বাংলাদেশের। আর মাত্র ৬ দিনের অপেক্ষা, এরপরই হামজার অভিষেক হবে লাল সবুজ জার্সিতে। তার আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা, তার সঙ্গে অবশ্যই ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। সেখানেই হামজাকে ‘বাংলাদেশের মেসি’ আখ্যা দিলেন অধিনায়ক জামাল। হামজার গল্পটা কিছুটা হলেও জামালের সঙ্গে মেলে। দুজনই প্রবাসী ফুটবলার, পরে এসে গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি। তবে জামালই এক্ষেত্রে পথ প্রদর্শক। বহু বছর পরে এসে আরও এক প্রবাসী ফুটবলারকে আপন করে নিতে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমি যখন এসেছিলাম, তখন পরিস্থিতিটা কিছুটা

এমনই ছিল।’ তবে সেবারের সঙ্গে এবারের পার্থক্যটাও দেখিয়ে দিতে ভোলেননি জামাল। তিনি জানালেন, প্রিমিয়ার লিগ মানের খেলোয়াড় হামজা তো বাংলাদেশের কাছে লিওনেল মেসির মতো কেউ একজনই! তার ভাষ্য, ‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে আমাদের দলে আসছে। এটা তো আমাদের দলে লিওনেল মেসি আসার মতো বিষয়! আমি এভাবেই দেখছি বিষয়টাকে।’ হামজা এলে কোথায় খেলবেন, এমন একটা আলোচনা শেষ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। সে প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘সে দারুণভাবেই দলে মানিয়ে নেবে আমি মনে করি।’ বিষয়টা দলের সবাইও জানে, সে কারণে তাকে নিয়ে উচ্ছ্বসিত সবাই। তার কথা, ‘সবাই তাকে স্বাগত জানিয়েছে। হামজার প্রতি সম্মান আছে সবার। তারা জানে সে দলে কী নিয়ে

আসতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। হামজার আসাটা আমাদের জন্য অসাধারণ ব্যাপার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোর পথে হামাস প্রতিনিধি দল মার্চে রেকর্ড গড়তে যাচ্ছে রেমিট্যান্স ন্যান্সি বললেন, ‘পরাধীনতার শেকলমুক্ত নতুন বাংলাদেশের সূচনা’ ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে শিলংয়ে পা রাখল বাংলাদেশ ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা গণমাধ্যমে ছুটির গেজেট চায় জার্নালিস্ট কমিউনিটি ইরানে আগুন উৎসবে নিহত ২১, আহত ৬,৪১৯ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, নারী-শিশুসহ আটক ১৬ এনজিওর নারী কর্মীকে নিপীড়নের পর ওসির বদলি ইসরাইলের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ও বিশ্বের মুক্তিকামীরা রুখে দাঁড়ান শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগীরা অধরা ইতিকাফ আল্লাহর সান্নিধ্যের শ্রেষ্ঠ ইবাদত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব বেসরকারি খাতে ঋণ প্রবাহে মন্থরগতি বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু ‘দ্য রিমান্ড’ প্রদর্শনীর অনুমতি দিতে নির্দেশ ঈদযাত্রার প্রথমদিনই কর্মবিরতির হুমকি আগামী ৩ এপ্রিল ছুটি অনুমোদন হলে, ঈদের ছুটি হবে টানা ৯ দিন সাজা শেষে দেশে ফিরল ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু ‘গাজায় নৃশংসতা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ’