সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ | ৪:২৬ 60 ভিউ
মার্কিন সামরিক বাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করে দিতে নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) তিনি এই আদেশে স্বাক্ষর করেন। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সোমবার রাতে ফ্লোরিডা থেকে এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটন ফেরার পথে চারটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশগুলোর একটি মার্কিন সামরিক বাহিনীতে ‘ট্রান্সজেন্ডার’ সেনাসংশ্লিষ্ট বিষয়ের। মার্কিন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের চাকরি নিষিদ্ধের লক্ষ্যে আদেশটিতে সই করেন ট্রাম্প। বিবিসি বলছে, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশটি ট্রান্সজেন্ডার সেনাদের বিষয়ে একটি নীতি প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। নির্বাহী আদেশটি এখনই মার্কিন

সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করেনি। এদিন ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যোদ্ধা থাকার বিষয়টি নিশ্চিতে মার্কিন সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ বের করে দেবেন তিনি। ডেমোক্র্যাট প্রশাসনগুলোকে ট্রান্সজেন্ডার আমেরিকানদের খোলাখুলিভাবে নিজেদের পরিচয় প্রকাশ করে সামরিক বাহিনীতে কাজ করতে দেওয়ার পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে ট্রাম্প সব সময় ট্রান্সজেন্ডারদের দূরে রাখতে চেয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ২০১৬ সালে দেশটির সশস্ত্র বাহিনীতে ট্রান্সজেন্ডার সেনাদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এই নীতির অধীনে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ট্রান্সজেন্ডার সেনারা খোলাখুলি নিজেদের লৈঙ্গিক পরিচয় দেওয়ার অনুমতি পান। ২০১৭ সালের ১ জুলাই থেকে ট্রান্সজেন্ডার আমেরিকানরা নিজস্ব লৈঙ্গিক পরিচয়ে

সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ পান। কিন্তু ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদকালে ট্রাম্প তাঁর পূর্বসূরি ওবামা প্রশাসনের নেওয়া এই নীতি স্থগিত করেন। পরে তিনি তা পুরোপুরি পাল্টে দেন। এ নিয়ে অধিকার গোষ্ঠীগুলো সমালোচনায় মুখর হয়। ট্রাম্প দাবি করেন, ট্রান্সজেন্ডার সেনারা বিঘ্ন সৃষ্টিকারী, ব্যয়বহুল। তাঁরা সেনাদের সামরিক প্রস্তুতি ও সৌহার্দ্য নষ্ট করেন। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে ক্ষমতায় আসেন জো বাইডেন। ক্ষমতায় গ্রহণের পরপরই তিনি এ বিষয়ে ট্রাম্পের দেওয়া বিধিনিষেধের পাল্টে দেন। তখন বাইডেন বলেছিলেন, সেনাবাহিনীতে কাজ করার যোগ্য সব আমেরিকানের এই সুযোগ পাওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রায় ২০ লাখ সেনা রয়েছেন। তাদের মধ্যে সব মিলিয়ে অনুমিত ট্রান্সজেন্ডার সেনা ১৫ হাজার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিম ও সবজির দামে অস্বস্তি লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’ আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, সবাই ঢাকার আঘাতের চিহ্ন নেই সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহে, স্বজনের কাছে হস্তান্তর টেকনাফ সীমান্তে ফের গোলার শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বিজিবি নির্বাচক লিপুর দৃষ্টিতে সাইফ একের ভিতর চার কুমিল্লায় বাবা-মা ও ২ সন্তান নিহত: বন্ধ হচ্ছে বিপজ্জনক সেই ইউটার্ন উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার ১ মাস পর আরেক শিক্ষার্থীর মৃত্যু ভাড়াটিয়া সেজে গৃহকর্ত্রীকে খুন, পরে মামলা তুলে নিতে হুমকি নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু ‘প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি’ মোমেনকে নিয়ে হজম করতে চেয়েছিলেন ডিসি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ ঋণপ্রবাহের গতি সর্বনিম্ন নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের লাগামহীন খেলাপি ঋণ, কমছে সম্পদের পরিমাণ রাজধানীতে নামে-বেনামে অর্ধশতাধিক ‘সিসা বার’ আজকের মুদ্রার রেট: ২৩ আগস্ট ২০২৫