সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন পরিবহণ চালকরা – ইউ এস বাংলা নিউজ




সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন পরিবহণ চালকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ | ১১:২৪ 4 ভিউ
রাজধানীর সাঁতারকুল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এসেছেন নাসরীন সুলতানা রুনা। সঙ্গে দুই মেয়ে। কুড়িল এসে মেলার উদ্দেশে অটো ভাড়া নেন। দামদর করেননি। মেলার সামনে নামতেই অটোওয়ালা ভাড়া হাঁকেন চারগুণ। একপর্যায়ে কথাকাটাকাটি। পরে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় তিনগুণ ভাড়ায় মীমাংসা হয়। শুধু রুনা নয়। মেলায় আগত শত শত যাত্রীকে এখন তিন-চারগুণ ভাড়া গুনতে হচ্ছে। প্রতিবছরই রপ্তানি উন্নয়ন বু্যরো মেলায় যাওয়া-আসার জন্য কুড়িল বিশ্বরোড থেকে মেলা পর্যন্ত বিআরটিসি শাটল বাসের ব্যবস্থা রেখেছে। তবে অন্যান্য রুটের যানবাহনে রীতিমতো চলছে ভাড়া নৈরাজ্য। বিশেষ করে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এমনটা ঘটছে। সরেজমিন গিয়ে দেখা যায়, শনিবার ছুটির দিন হওয়ায় মেলায় অনেক লোকের সমাগম

হয়েছে। দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাস কাউন্টারেও উপচে পড়া ভিড় দেখা গেছে। এশিয়ান বাইপাস ও ৩শ ফুট সড়কে যানজটের কারণেও বাস আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ভুলতা এলাকার বাসিন্দা ইমন রহমান বলেন, শুক্রবার ভিড় হবে চিন্তা করে শনিবার পরিবার-পরিজন নিয়ে মেলায় এসেছিলাম। দেখি অনেক ভিড়। মেলা থেকে বাড়ি ফেরার পথে সিএনজি ঠিক করতে গেলে সিএনজি অটোরিকশা চালক আকাশছোঁয়া ভাড়া চেয়ে বসেন। ভুলতা থেকে ভাড়া ১৫০ টাকা হলেও চালক সাড়ে ৩শ টাকা দাবি করেন। যাত্রাবাড়ী থেকে শাকিল আহমেদ পরিবারের সদস্যদের নিয়ে মেলায় বেড়াতে এসেছিলেন। তিনি বলেন, আমি সরকারি অফিসে হিসাবরক্ষক হিসাবে কাজ করি। নতুন বিয়ে। শনিবার ছুটির দিন হওয়ায় স্ত্রীকে নিয়ে

ঘুরতে এসেছি। নতুন সংসার তাই কিছু গৃহস্থালি মালামাল কিনে নিলাম। স্থানীয় বাসিন্দা আক্তার মিয়া বলেন, সব ধরনের যানবাহনে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটি কাম্য নয়। এ ব্যাপারে কতর্ৃপক্ষ ও প্রশাসনের নজরদারি প্রয়োজন। মেলার ভেতরে গিয়ে দেখলাম কোনো স্বাস্থ্যবিধি নেই। মেলায় ঘুরতে আসা দর্শনার্থী সুমনা আক্তার বলেন, বিআরটিসি বাস কাউন্টারে কোনো শৃঙ্খলা নেই। টিকিট পেতে দীর্ঘ লাইনে হয়রানির শিকার হতে হয়। রামপুরা থেকে মেলায় ঘুরতে আসা ব্যবসায়ী সাব্বির ভূঁইয়া বলেন, মেলা কর্তৃপক্ষের দেওয়া বিআরটিসি বাসের ভাড়া কিছুটা বাড়িয়েছে। তবে সিএনজি চালকরা সিন্ডিকেট করে ভাড়া আদায় করছে। যমুনার প্যাভিলিয়নে ক্রেতার ভিড় : শনিবার বাণিজ্যমেলায় যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড

অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজার রাজিব সাহা বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নতমানের পণ্যসামগ্রী নিয়ে এসেছি। এসব গৃহস্থালি পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি। ভুলতা থেকে মেলায় আসা গৃহবধূ ফারজানা বলেন, যমুনার গৃহস্থালি পণ্য সব সময়ই কিনি। এগুলো খুবই টেকসই ও মজবুত। তারাব থেকে আসা স্কুলশিক্ষিকা শিমু বেগম বলেন, যমুনার হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে মাইক্রোওয়েভ ওভেন কিনেছি। যমুনার ওভেনই সেরা বলে মনে হলো। ছাড়ের পর দামেও সস্তা। মেলার গেট ইজারাদার প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, শীতকে উপেক্ষা করে শুক্রবারের মতো শনিবার ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ লাখের মতো লোকের

সমাগম হয়েছে। আমরা মেলায় আসা দর্শনার্থীদের সুবিধার্থে এ বছর ই-টিকিটিংয়ের ব্যবস্থা করেছি। যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলায় প্রবেশ করতে পারেন। ইপিবির সচিব ও বাণিজ্যমেলার পরিচালক বিবেক সরকার বলেন, মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের সমাগমের কারণে যানজট হচ্ছে কিছুটা। তবে পুলিশ যানজট নিরসনের কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু এলিফ্যান্ট রোডে ২ কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন পরিবহণ চালকরা জার্মানিতে বাড়ছে নিঃসঙ্গতা লস অ্যাঞ্জেলেসে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র নতুন ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার উন্মোচন ইরানের আলিয়া-রণবীরের বিয়ের দিন বেজায় চটেছিলেন প্রতিবেশীরা, কিন্তু কেন যে কারণে তেহরান থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ কৌশল, বাইডেনকে কী জানালেন জেলেনস্কি? সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি কবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বাংলাদেশ, যা জানা গেল লস অ্যাঞ্জেলেসে দাবানলের পেছনে কারণ কী? কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০ জাপানে বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আহত ৮ উর্বশীর নাচে কমলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন অভিনেত্রী মেঘনায় ২ স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১ নিক্সন চৌধুরীর গ্রেফতারের ছবি ভুয়া দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০