শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফগানদের ঐতিহাসিক জয় – ইউ এস বাংলা নিউজ




শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফগানদের ঐতিহাসিক জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৯ 11 ভিউ
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচই একপেশে হয়ে যাচ্ছিল। ওয়ানডে খেলার আবেদন এমনিতেই পড়তির দিকে, সে দিক বিচার করলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি একদিনের ক্রিকেটের আকর্ষণ বাড়াতে খুব একটা ভূমিকা রাখতে পারছিল না। তবে আফগানিস্তান এবং ইংল্যান্ড অবশেষে সে গুরুদায়িত্ব কাঁধে তুলে নিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা উপহার দিয়েছে এক মহাকাব্যিক দ্বৈরথ, যাতে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। ইংলিশদের ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে এসেই জয় তুলে নিয়েছে তারা। আফগানদের এই রূপকথার মতো জয়ের চিত্রনাট্য প্রথম ইনিংসেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে লিখেছিলেন ইবরাহিম জাদরান। তার ১৪৬ বলে এক ডজন চার ও আধ ডজন ছক্কায় খেলা ১৭৭ রানের ইনিংসে জয়ের ভিত তৈরি হয়ে যায়

দলটির। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে আফগানদের ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পেতে সাহায্য করেন তিনি। জবাব দিতে নামা ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন জো রুট। ১১১ বলে ১১ চার এবং ১ ছক্কায় ১২০ রান আসে এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটারের ব্যাটে। কিন্তু ৩২৬ রান তাড়া করতে নেমে শুধু রুট ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার বলার মতো ইনিংস খেলতে পারেননি। বিশেষ করে আজমতউল্লাহ ওমরজাইয়ের মিডিয়াম পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ইংল্যান্ডের বেশিরভাগ ব্যাটার। ৫৮ রানে ৫ উইকেট তুলে ইংলিশদের খাদের কিনারায় ঠেলে দেন তিনি। ফলাফল তীরে গিয়েও তরী ডুবেছে ইংল্যান্ডের। ৩২৬ রান তাড়া করতে গিয়ে ৩১৭ রানেই সব উইকেট খুইয়েছে দলটি। টানা দুই হারে

টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। কারণ সমান তিনটি করে পয়েন্ট ঝুলিতে পুরে এখন গ্রুপ বি'র শীর্ষ দুটি স্থান যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দখলে। নিজেদের শেষ ম্যাচ জিতলেও ওই দুই দলকে ছোঁয়া হবে না ইংলিশদের। আর আজ অভাবনীয় জয়ের দেখা পাওয়া আফগানরা দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে এখনো ভালোভাবেই টিকে আছে সেমির দৌড়ে। তাদের শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাঙ্গা থানার ওসি শফিকুল গ্রেফতার রোজার আগেই লেবুর হালি ১০০ টাকা! প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড যাকে পড়াতেন তাকে নিয়েই পালালেন শিক্ষক শ্রীনগরে আবারও কঙ্কাল চুরি ছাত্রলীগ নেতা আকাশ ৩ দিনের রিমান্ডে নাগরিকদের নিরাপত্তায় পাকিস্তানকে যে প্রস্তাব চীনের! সেই ভারতীয় শিক্ষার্থীর বিষয়ে অবশেষে সদয় হলো ট্রাম্প প্রশাসন অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর মরদেহ মিলল বাসায় অতিরিক্ত ডিআইজিসহ ৫৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত সভাপতিসহ ৯ পদে আ.লীগ ও ৫টিতে বিএনপিপন্থিদের জয় খ্যাতির মোহে নয়, যেটাই করব তার পেছনে লক্ষ্য থাকবে: পারশা বাংলামোটর মোড় অবরোধ করলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘বঞ্চিত’ শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টি, ৪টায় মাঠ পরিদর্শন চালু হচ্ছে থার্ড টার্মিনাল, আগ্রহ বাড়ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ইসরায়েলের হামলায় পশ্চিম তীরে ৫ সপ্তাহে ৫০ ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প পর্যটকের জন্য দরজা খুলল উ. কোরিয়া