শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর দুই জাহাজ – ইউ এস বাংলা নিউজ




শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ | ৭:০৩ 11 ভিউ
চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’ দুটি জাহাজ। চীনা নৌবাহিনীর সফরকারী জাহাজ দুটির মধ্যে একটি জাহাজ ‘চি জি গুয়াং’ শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, সফরকারী অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থান করবে।

এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়। চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ঝাই বাউরান ও রিয়ার অ্যাডমিরাল সান ঝংগির নেতৃত্বে চীনা নৌবাহিনীর জাহাজ ‘চি জি গুয়াং’ (১৬৩.৫ মিটার দৈর্ঘ্য) এবং ‘জিং গ্যাং শান’ (২১০ মিটার দৈর্ঘ্য) বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে। বাংলাদেশে অবস্থানকালে চীনা নৌবাহিনীর ফ্লিট কমান্ডার, জাহাজের অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক

ও দর্শনীয় স্থান, বানৌজা ঈশা খান, বাংলাদেশ নেভাল একাডেমি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও ‘চি জি গুয়াং’ জাহাজটি পরিদর্শন করবেন। চীনা নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা পাসপোর্ট সিন্ডিকেটে অসহায় মালয়েশিয়ার প্রবাসীরা তিতাসের গলার কাঁটা ৪০ হাজার গ্রাহক বিদ্যমান আইনেই নির্বাচন কমিশনের হাত-পা বাঁধা ঋণগ্রস্ত হাবিব এমপি হয়েই হাজার কোটির মালিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ইরান প্রবল বেগে ওড়িশা অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘দানা’ মোংলার আরও কাছে ঘূর্ণিঝড় ‘দানা’ মিডিয়া ঘেরাও হলে ব্যবস্থা নেবে সরকার শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ‘চোখ’ না থাকায় ঘূর্ণিঝড় দানায় শঙ্কা ছিল বেশি গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল মোংলার আরও কাছে ঘূর্ণিঝড় ‘দানা’ অতিরিক্ত আইজিপির দায়িত্বে আরও ৫ ডিআইজি সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না নিউইয়র্ক মহানগর আ: লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকদের দায়িত্ব পেলেন মোতাসিম বিল্লাহ আওয়ামী লীগ নেত্রীসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা গণহত্যাকারীদের বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার ছাত্রলীগ তার অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছে: সোহেল তাজ ‘তোকে যদি জেলের ভাত খাওয়াতে না পারি, তবে আমার নাম মুসতাক না’