
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত

এটর্নি জানারেলের আত্মতুষ্টি আর একটি লাশের জনপদের গল্প

শেভরনের বকেয়া ও জরিমানার দাবি পূরণে ইউনুস সরকারের নতজানু নীতি: ৩৬৬ কোটি টাকা পরিশোধ

ভিত্তিহীন অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে প্রাক্তন সচিবদের আটক: অন্তর্বর্তী সরকারের নতুন লক্ষ্য প্রশাসনিক কর্মকর্তারা?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত

বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগের চুক্তি বাতিল

আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল
শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি ও ব্যবহার নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম এবং সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা দুই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব পণ্য শনাক্ত করে তাদের আটক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা।
বিমানের দুজন যাত্রী হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার নূর নবী ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিজানুর রহমান।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে আসা যাত্রীদের লাগেজ থেকে ৯২০ পিস ডিউ ক্রিম ও ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট জব্দ করা হয়েছে।
দুটি পণ্যের বাজার মূল্য
৯ লাখ ৮৭ হাজার টাকা। পণ্যগুলো জব্দের পাশাপাশি দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ক্ষতিকর মাত্রায় পারদ ও হাইড্রোকুইনোন থাকায় পাকিস্তানে তৈরি রঙ ফর্সাকারি ডিউ ক্রিম বাংলাদেশে আমদানি ও বাজারজাত নিষিদ্ধ করে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চোরাচালানকৃত বিদেশি সিগারেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
৯ লাখ ৮৭ হাজার টাকা। পণ্যগুলো জব্দের পাশাপাশি দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, ক্ষতিকর মাত্রায় পারদ ও হাইড্রোকুইনোন থাকায় পাকিস্তানে তৈরি রঙ ফর্সাকারি ডিউ ক্রিম বাংলাদেশে আমদানি ও বাজারজাত নিষিদ্ধ করে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চোরাচালানকৃত বিদেশি সিগারেট পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।