লোকদেখানো ভারত-বিদ্বেষ: দুবাই থেকে বাংলাদেশের কেনা চালের উৎস সেই ভারত! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫
     ৭:২২ পূর্বাহ্ণ

লোকদেখানো ভারত-বিদ্বেষ: দুবাই থেকে বাংলাদেশের কেনা চালের উৎস সেই ভারত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ | ৭:২২ 89 ভিউ
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চাল উৎপাদন হয় না, দেশটি নিজেই আমদানিনির্ভর। সেই দেশ থেকে বাংলাদেশের চাল কেনা নিয়ে প্রশ্ন উঠেছে। খাদ্য অধিদপ্তর জানিয়েছে, দুবাই থেকে আসা চাল আসলে ভারতীয়, তবে সরবরাহকারী প্রতিষ্ঠানের অফিস দুবাইয়ে। খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “চাল সরবরাহকারীর অফিস দুবাই, আসলে চালের সোর্স হলো ইন্ডিয়া।” গত ২২শে অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ মিয়ানমার ও দুবাই থেকে মোট ১ লাখ টন চাল কেনার অনুমোদন দেয়। মিয়ানমার থেকে ৫০ হাজার টন আতপ চাল এবং দুবাই থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে

জানানো হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২-এর আওতায় প্রতি টন ৩৫৫.৯৯ ডলার দরে দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ টাকা। মিয়ানমার থেকে ‘জি টু জি’ ভিত্তিতে প্রতি টন ৩৭৬.৫০ ডলার দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে, ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ টাকা। দুবাই চালের পুনঃরপ্তানির বড় কেন্দ্র। দেশটি ভারত থেকে বাসমতি ও নন-বাসমতি চাল আমদানি করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করে। মনিরুজ্জামান বলেন, “আমাদের এখানে ওপেন টেন্ডার হয়। সারা পৃথিবীর সরবরাহকারীরা এতে অংশ নিতে পারে। অফিস কোথায় সেটা গুরুত্বপূর্ণ নয়, সে কোন দেশ থেকে চাল

দিচ্ছে সেটাই বিষয়।” কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. জামাল উদ্দীন বলেন, “এখানে মূল বিষয় ট্রান্সপোর্ট নয়, বরং দুই দেশের বাণিজ্য ঘাটতি। হয়তো ভারত থেকে সরাসরি আমদানি না করে ঘাটতি না বাড়ানোর দিকটিও বিবেচনায় রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “দুবাইয়ে বাংলাদেশি প্রবাসীরা আয় পাঠাচ্ছে। সেখান থেকে চাল কেনায় সেই অর্থ ব্যবহার সহজ হয়।” চাল আমদানির প্রয়োজন সম্পর্কে মনিরুজ্জামান বলেন, “আমাদের যথেষ্ট চাল মজুদ আছে। তারপরও ঝুঁকি এড়াতে আমদানি করা হয়। গত বছর বন্যার পর কিছু চাল বিতরণ করতে হয়েছিল। এবার আমদানি তুলনামূলক কম, মাত্র এক লাখ টন।” তিনি বলেন, “প্রতি বছরই কিছু চাল আমদানি হয়। সরকারের নীতি হলো কোনো ঝুঁকি না নেওয়া।” খাদ্য

অধিদপ্তরের কর্মকর্তা জানান, বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ টন চাল মজুদ আছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। চলতি বছরের ২০ আগস্ট দিনাজপুরে এক সভায় খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দেশে চাহিদার চেয়ে এক কোটি টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে। তিনি বলেন, “বাজার স্থিতিশীল রাখতে আমদানি করা হচ্ছে।” অর্থনীতিবিদদের মতে, দুবাইয়ের মাধ্যমে চাল আমদানিতে অতিরিক্ত খরচ পড়ছে, যা জনগণের অর্থের অপচয়। দুবাই চাল উৎপাদনকারী দেশ নয়, বরং তারা ভারত থেকে চাল আমদানি করে পুনঃরপ্তানি করে। সরাসরি ভারত থেকে চাল আমদানির সুযোগ থাকলেও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কেনার সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ

ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬ তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা বাড়ল স্বর্ণের দাম আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় অধ্যাপক ড. সাইদুর রহমান ইরানে ‘রেড লাইন’ ঘোষণা সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি নিউজিল্যান্ড সিরিজে কোহলি-রোহিতের ওপর ভরসা রাখছেন গিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নেতাদের হাতে শিক্ষক হেনস্তা সার্চের ফলাফল থেকে বাদ দেওয়া যাবে ইউটিউবের শর্টস ১৫ লাখ পোস্টাল ভোট: অদৃশ্য খামের ভেতরেই কি লুকিয়ে নির্বাচনের ভাগ্য? সুদখোর আর জামায়াতের হাতে স্বাধীনতার ইতিহাস ইউনুসের অবৈধ শাসনে বাংলাদেশিরা এখন বিশ্বের অচ্ছুত গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ইতিহাসের ধ্রুবতারা ও ১০ জানুয়ারির তাৎপর্য: ভিন্ন প্রেক্ষাপটে এক ফিরে দেখা শেখ হাসিনাকেই চাই, মরতেও রাজি আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ ১৬ বছরের উন্নয়ন আগামী ৫০ বছরেও কেউ করতে পারবে না: সাধারণ নাগরিকের অভিমত পিতার নামে শপথ নেওয়ার দিন আজ গ্যাসের দাম বাড়িয়ে ৫০ হাজার কোটি টাকা লোপাট