র‍্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে দিল আইসিসি – ইউ এস বাংলা নিউজ




র‍্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে দিল আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ | ৯:৫৫ 84 ভিউ
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি বুধবার দল ও খেলোয়াড়দের র‍্যাঙ্কিং হালনাগাদ করে থাকে। র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে সংস্থাটি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো ‘র‍্যাঙ্কিং-ধারাবাহিকতা’ ছিল সাকিব আল হাসানেরও। আলাদাভাবে ব্যাটিং, বোলিংয়ে যে ক্রিকেটারই থাকুক, সপ্তাহ শেষে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই থাকত সাকিব আল হাসানের নাম। তাও দু-চার সপ্তাহ বা চার-ছয় মাস নয়, বছরের পর বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থানটা ছিল এই অলরাউন্ডারের জন্য ‘বরাদ্দ’। যদিও এখন এসব অতীত। ঠিক এতটাই যে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিবের নামই নেই এখন। ভারতে বসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান সাকিব, তবে ঘরের মাঠে খেলতে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে

সাকিব শেষ টেস্ট খেলতে চাইলেও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার। অথচ টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাকিবের নাম ঠিকই আছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিব নেই, অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন শীর্ষে ছিলেন এ দুই সংস্করণেই। সাধারণত একজন ক্রিকেটার নিজের পারফরম্যান্স দিয়ে যেমন র‍্যাঙ্কিং তালিকায় প্রবেশ করে শীর্ষে উঠে যেতে পারেন, তেমনি আবার খারাপ খেলার কারণে পেছাতে পেছাতে তলানিতেও চলে যেতে পারেন। কিন্তু সাকিবের নাম তো ওয়ানডে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের কোথাওই নেই। বোঝাই যাচ্ছে, বাদ পড়ে গেছেন। আইসিসি র‍্যাঙ্কিং থেকে এক ক্রিকেটার বাদ পড়তে পারেন মোটাদাগে তিনটি কারণে। একটি নিষেধাজ্ঞা বা বহিষ্কার। যেমন ২০১৯ সালের নভেম্বরে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে দুই বছরের নিষেধাজ্ঞা (এক

বছর স্থগিত) দিয়েছিল আইসিসি। ওই সময় র‍্যাঙ্কিং থেকে সাকিবের নাম বাদ পড়েছিল। এর বাইরে আর কখনোই র‍্যাঙ্কিং থেকে ছিটকে যেতে হয়নি তাকে। সাকিবের নাম এখন শুধু টেস্টের র‍্যাঙ্কিংয়ে আছেন। যে সংস্করণে সর্বশেষ খেলেছেন গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। সেই টেস্টের পর বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে টেস্ট। আর সর্বশেষ চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে ওয়ানডে সিরিজ। এসবের কোনোটিতেই ছিলেন না সাকিব। তাহলে টেস্ট র‍্যাঙ্কিংয়ে না থাকলেও ওয়ানডে, টি-টোয়েন্টিতে কেন নেই তিনি? র‍্যাঙ্কিং থেকে বাদ পড়ার বড় তিনটি কারণে আরেকটি হলো অবসর গ্রহণ। গত সেপ্টেম্বরে কানপুর টেস্টের আগেই সংবাদ সম্মেলন করে

সাকিব বলেছিলেন, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই সংস্করণের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। ফলে ২০ ওভারের ম্যাচের আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। মূলত অবসর নেওয়াতেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং থেকে সাকিবের নাম কাটা পড়েছে। যদিও সাকিব কিন্তু ওয়ানডে থেকে অবসর নেননি। তিনি বলেছিলেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে ৫০ ওভার ক্রিকেট থেকে বিদায় নেবেন। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে নাম না থাকার কারণ দীর্ঘদিনের অনুপস্থিতি। এটাই তৃতীয় কারণ। র‍্যাঙ্কিংয়ের মূলমন্ত্রই হচ্ছে বর্তমানকে ফুটিয়ে তোলা। একজন খেলোয়াড়ের পুরোনো পারফরম্যান্সের চেয়ে নতুন পারফরম্যান্সকেই বেশি বিবেচনায় নেয়া হয়। টেস্টের বেলায় র‍্যাঙ্কিংয়ের জন্য ১২-১৫ মাস সময় বিবেচনায় নেয়া হয়। ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে এটি ৯ থেকে ১২ মাস। এর বেশি

সময় কেউ না খেললে র‍্যাঙ্কিং থেকে নাম সরিয়ে ফেলা হয়। সাকিবের নাম ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে কাটা পড়েছে এখানেই। এই সংস্করণে তিনি সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে। এক বছর পেরিয়ে যাওয়ায় সাকিবের নামটা তাই র‍্যাঙ্কিংয়েই নেই। যদিও সর্বশেষ ওয়ানডে খেলার সময়ও তার নাম ছিল ১ নম্বরেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চলতি সপ্তাহে লঘুচাপ সৃষ্টির আভাস এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় মৃত্যু বেড়ে ৭১, আরও বর্ষণের পূর্বাভাস এবার বলিউডে বড় চমক দিতে চলেছেন শ্রীলীলা বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কারের পথে প্লাস্টিকের বিকল্প “বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে মৃত্যু ১, গ্রেপ্তার ২০০ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! আর্থিক অন্তর্ভুক্তিতে পিছিয়ে বাংলাদেশ ১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪১ প্রাণহানি