রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪
     ৭:৩৩ পূর্বাহ্ণ

রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩৩ 90 ভিউ
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবারও রাজপথে আন্দোলনে নামতে যাচ্ছে। দলটির সব কার্যক্রম এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। নির্বাচনের সময় নির্ধারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, "২০২৫ সালের শেষের দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়," বিএনপির মধ্যে এক ধরণের অস্বস্তি তৈরি করেছে। দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তাদের দাবি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভাসমাবেশ আয়োজন করার পরিকল্পনা করছে বিএনপি, যাতে অন্তর্বর্তী সরকারের ‘ধীরে চলো নীতি’ চাপে রেখে রোডম্যাপ আদায়ের পাশাপাশি নির্বাচনি প্রস্তুতি সেরে নেওয়া যায়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির দাবি বিএনপির নেতারা স্পষ্টভাবে জানাচ্ছেন, তারা জাতীয়

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে মাঠে নামবে। জানুয়ারি মাসের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা না পেলে, বিএনপি ফেব্রুয়ারি মাস থেকে সমাবেশ এবং আন্দোলন শুরু করবে। দলটির নেতারা মনে করছেন, দ্রুত নির্বাচিত সরকার গঠন করা না গেলে দেশের সার্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ অবস্থায়, বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার চেষ্টা করছে। তাদের বক্তব্য, তারা নির্বাচন প্রক্রিয়ায় সরকারের সহায়তা করতে চায়, তবে এ জন্য সময়সীমা নির্ধারণ করতে হবে। নির্বাচনের প্রস্তুতি এবং আসনভিত্তিক প্রার্থী তালিকা দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন তাদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে শুরু করেছে। দলের নেতা-কর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন। নির্বাচনের জন্য আসনভিত্তিক

প্রার্থী তালিকার খসড়া তৈরি হচ্ছে এবং শরিক দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলটি আগামী সংসদ নির্বাচনের জন্য জনপ্রিয়, ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের প্রাধান্য দিতে চায়। বিএনপির হাইকমান্ড তাদের প্রার্থীদের নির্বাচন নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিভিন্ন জেলা-উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করছেন, যাতে মাঠপর্যায়ের নেতা-কর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে পারেন। এছাড়া, নির্বাচনের আগে তরুণ নেতৃত্বের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে এবং শতাধিক আসনে তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান তারেক রহমান। এরই মধ্যে বিএনপি তরুণদের নির্বাচন প্রস্তুতির জন্য ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে এবং উপযুক্ত সময়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী বিএনপি বিএনপির নেতারা

দাবি করছেন, জনগণের একমাত্র চাওয়া হলো সুষ্ঠু নির্বাচন। বিএনপি মনে করে, নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, "ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রধান চাওয়া সংসদ নির্বাচন। জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।" বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সবসময়ই নির্বাচনে অংশগ্রহণে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস রেখে তারা সরকারের কাছে একটি নির্দিষ্ট রোডম্যাপ চাইছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, "প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে যে ধারণা দিয়েছেন, তা সুস্পষ্ট নয়। নির্বাচন ও সংস্কারের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা প্রয়োজন।" বিএনপির আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি আগামী দিনগুলোতে

রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে, সরকারের দিক থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে, বিএনপির রাজনৈতিক চাপ বাড়বে এবং তাতে সারা দেশে বড় ধরনের সভাসমাবেশ ও আন্দোলন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সময়সীমা নির্ধারণ করা সরকার এবং বিএনপির মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
থাইল্যান্ডে উদযাপনকালে মাদকসহ চার ইসরাইলি সেনা গ্রেফতার ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? নিহতদের মুখ ঝলসে গেছে, পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায় ‘যেন দোজখ থেকে বেহেশতে এলাম’ মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির গাজা গণহত্যায় ইসরাইলের বিচার চায় স্পেন গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির মাদাগাস্কারের ক্ষমতা নিল সেনাবাহিনী অবৈধ সরকারের পতন ছাড়া গণতন্ত্র ও আইনের সুশাসন সম্ভব নয়: বাংলাদেশ ছাত্রলীগ চাঁদাবাজি করার সময় জনতার হাতে আটক বৈছার দুই কেন্দ্রীয় নেতা ইউনূস শাসনে জাকার্তা মেথডে আওয়ামী লীগ নেতাদের হত্যাযজ্ঞ: স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে নয়া বিভীষিকা চরম সংকটে দেশের ব্যবসা-বাণিজ্য, আশার আলো দেখছেন না শিল্পোদ্যাক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির হুমকি: রাজনৈতিক ঐক্যের ফাটল নাকি নতুন ষড়যন্ত্রের ছায়া? মূলা, বেগুনসহ এনসিপিকে ফের ৫০টি প্রতীক বেছে নিতে সময় বেঁধে দিলো ইসি জাতিসংঘের ঢাকা রেসিডেন্ট কো-অর্ডিনেটর গুইন লুইসের ইয়াঙ্গুন স্থানান্তর: বাংলাদেশে বিতর্কিত ভূমিকার পর নতুন দায়িত্ব গ্রেফতারের ৪৮ ঘণ্টা পরও আদালতে তোলা হয়নি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ১৪ সেনা কর্মকর্তাকে প্রধানমন্ত্রী মেলোনির সাক্ষাৎ না পেয়ে রোমের মেয়রের অফিসে হাজির ড. ইউনূস: ক্ষুণ্ন দেশের ভাবমূর্তি, সমালোচনা অনির্বাচিত সরকারের প্রধান হওয়ায় ড. ইউনূসকে সাক্ষাৎ দিলেন না ইতালির প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর