রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর, নেপথ্যে কী? – ইউ এস বাংলা নিউজ




রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ৮:১০ 68 ভিউ
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি ঘুরতে আসা এক দর্শনার্থীকে মারপিটের অভিযোগে কাছারিবাড়ির অডিটোরিয়াম ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (১০ জুন) দুপুরের দিকে দর্শনার্থীকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে কাছারিবাড়িতে ঢুকে কাস্টোডিয়ানের অফিসসহ অডিটোরিয়াম ব্যাপক ভাঙচুর করে। এ সময় অডিটোরিয়ামের বাগান পরিচারক মো. সিরাজুল ইসলামকে মারধরের ঘটনাও ঘটে। রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা-ভাঙচুর, নেপথ্যে কী? স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (০৮ জুন) বিকেলে শাহনেওয়াজ নামে এক দর্শনার্থী স্ত্রী ও ভাতিজাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র কাছারিবাড়িতে ঘুরতে যান। এ সময় তারা প্রবেশমূল্য পরিশোধ করে টিকেট সংগ্রহ করেন। কিন্তু তাদের মোটরসাইকেল পার্কিংয়ের টাকা নিয়েও টোকেন দেয়নি কর্তৃপক্ষ। কাছারিবাড়ি ঘোরা শেষ হলে বের হওয়ার সময় মেইন গেটের কর্মচারী

মোটরসাইকেলের টোকেন দেখতে চান। ভুক্তভোগী দর্শনার্থী শাহনেওয়াজ বলেন, ‘মোটরসাইকেলে পার্কিংয়ের আলাদা কোনো টিকেট দেওয়া হয়নি। এ নিয়ে উভয়ের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।’ জানা গেছে, হাতাহাতির খবর পেয়ে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমানসহ স্টাফরা এসে শাহনেওয়াজকে মারধর করে এবং ধরে নিয়ে অফিসের আটকে শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে শাহনেওয়াজের অভিভাবক বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় কাস্টোডিয়ানসহ কর্মচারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন শাহনেওয়াজ। এদিকে দর্শনার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে কাছারিবাড়ি অডিটোরিয়ামে গিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী

কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। ভুক্তভোগী দর্শনার্থীর ভাই সবুজ, হান্নান ও সুমন জানান, প্রবাসী শাহনেওয়াজ ছুটিতে দেশে এসে স্ত্রীকে কাছারি বাড়ি বেড়াতে গিয়েছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তাকে অফিসে আটকে রেখে যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা ন্যক্কারজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে গত ৮ জুনের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করলেও ভাঙচুরের ঘটনা সম্পর্কে বক্তব্য দিতে রাজি হননি শাহজাদপুর কাচারিবাড়িতে দায়িত্বরত কর্মকর্তা (কাস্টোডিয়ান) হাবিবুর রহমান। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী