রপ্তানিতে নগদ প্রণোদনা কমছে ১ হাজার কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




রপ্তানিতে নগদ প্রণোদনা কমছে ১ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ | ৮:০৬ 71 ভিউ
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রপ্তানি খাতে নগদ প্রণোদনা ১ হাজার কোটি টাকার বেশি কমানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বাজেটে রপ্তানিকারকদের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা ভাবছে সরকার। বিদায়ি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৯ হাজার ২৫ কোটি টাকা। টানা দ্বিতীয় বছরের মতো নগদ প্রণোদনা কমানো হচ্ছে সরকারের নীতির অংশ হিসেবে, যার লক্ষ্য হলো ধাপে ধাপে এই সহায়তা তুলে নেওয়া। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি অনুযায়ী ২০২৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর রপ্তানিতে নগদ সহায়তা দেওয়া সম্ভব হবে না। তবে প্রণোদনা কমিয়ে দেওয়ার ফলে যে ক্ষতি হবে, তা পূরণে সরকার নীতিগত

সহায়তা দেওয়ার কথা ভাবছে। এর মধ্যে আছে বিদ্যুৎ বিলের ওপর ছাড়, সহজ শর্তে ব্যাংক ঋণের সুবিধা এবং ব্যবসার পরিবেশ সহজ করা। এদিকে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া শক্তিশালী করতে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ সিংগাপুরের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে সম্মত হয়েছে বাংলাদেশ। এছাড়া চীন ও জাপানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে। বর্তমানে ৪৩টি রপ্তানি পণ্য নগদ প্রণোদনার আওতায় রয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই সংখ্যা অপরিবর্তিত থাকলেও প্রণোদনার হার কমে যাবে। এখন পোশাক রপ্তানিতে সব বাজারে ০.৩০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। নতুন বাজারে প্রবেশে প্রণোদনা রয়েছে ২ শতাংশ।

কৃষিপণ্য, আলু ও প্রক্রিয়াজাত মাংস রপ্তানিতে ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হয়, যা সব খাতের মধ্যে সর্বোচ্চ। চামড়ার একটি বিশেষ ধরনের রপ্তানিতে সরকার ৬ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রণোদনা পাওয়া খাতগুলোর পরিবর্তে নতুন ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগ উৎসাহিত করা উচিত। তবে রপ্তানিকারকরা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রণোদনা কমালে রপ্তানি হ্রাস পেতে পারে এবং দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। ইন্ডাস্ট্রিটা আমদানি-নির্ভর একটা রপ্তানি শিল্পে পরিণত হবে। তাহলে রিজার্ভ কমবে, ডলার-সংকট আরো বাড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর দেশের বাজারে আরেক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী বহিষ্কার গাড়ির হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা সারা দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৮৫৭ ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেওয়া হয়েছে: ট্রাম্প ফিলিস্তিনি বন্দিদের কয়েক ঘণ্টার মধ্যে মুক্তির আভাস ইসরায়েলের ৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের