রংপুর খাদ্যগুদামে কোটি টাকার চাল-গম আত্মসাৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:৫৬ পূর্বাহ্ণ

রংপুর খাদ্যগুদামে কোটি টাকার চাল-গম আত্মসাৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৬ 207 ভিউ
রংপুর সদর খাদ্য গুদামে (এলএসডি) ১৫০ টন চাল, ৩০০ কেজি গম আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা। এর সঙ্গে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) কানিজ ফাতেমা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ অধস্তন ৮ স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি জড়িত রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি জানার পর তড়িঘড়ি করে তদন্ত কমিটি গঠন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড)। তদন্ত কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক তারাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রউচ উদ্দিন, সদস্য সচিব পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার সরকার, রংপুর উপজেলা কারিগরি খাদ্য পরিদর্শক রিয়াজুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কারিগরি খাদ্য পরিদর্শক তোজাম্মেল হোসেন ও জেলা খাদ্য পরিদর্শক মাজেদুল ইসলাম। কমিটির

আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া বাকি তিন সদস্য আত্মসাতের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। কারণ ওই তিন কর্মকর্তার তদারকিতে ছিল এলএসডি। অনুসন্ধান সূত্রে জানা গেছে, সদর খাদ্যগুদামে কয়েক দফা মজুত চাল ও গম ঘাটতির অভিযোগ পাওয়া যায়। অনুসন্ধানের প্রাথমিক তথ্যে ১৫০ টন চাল, ৫০০ কেজি গম ও চটের ৯ হাজার ৫০০ খালি বস্তা আত্মসাতের ঘটনা জানাজানি হয়। পরে ডিসি ফুড অন্তরা মল্লিক তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তার আগেই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম প্রমোশন নিয়ে খাদ্য বিভাগের অতিরিক্ত পরিচালক হিসাবে ঢাকায় চলে যান। অভিযুক্ত আশরাফুলের সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। অনুসন্ধানে

আরও জানা গেছে, স্থানীয় কিছু চালকল মালিকের মাধ্যমে সদর খাদ্যগুদাম থেকে ওই বিপুল পরিমাণ চালসহ অন্য খাদ্যদ্রব্য এক বছর ধরে ক্রমাগত আত্মসাৎ করা হয়েছে। প্রতি মাসে ১৫ দিন অন্তর খাদ্যগুদাম মজুত পরিস্থিতি সম্পর্কে জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি ফুড) দপ্তরে জানানোর দায়িত্বে থাকেন সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও কারিগরি খাদ্য পরিদর্শক। শুক্রবার সন্ধ্যায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে ১৪৪ দশমিক ৭৪৪ টন চাল, ৩০৭ কেজি গম ও ৯ হাজার ৫৪৪টি খালি বস্তা পাওয়া যায়নি। এগুলো সরিয়ে ফেলা হয়েছে বা আত্মসাৎ করা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ওসি এলএসডি হিসাবে নুরুন্নবী বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত কানিজ ফাতেমার বিরুদ্ধে মামলা করা হবে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে তদন্ত কমিটির একাধিক সদস্যের নামে আত্মসাতের অভিযোগ থাকায় তাদের প্রতিবেদন সঠিক হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একতারা তুই আর কেমনে কইবি দেশের কথা বল? জামায়েত ইউনুসের মেটিকুলাস বিচার ও নির্বাচন না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিৎ চন্দ্র দাসের মা, শেষ দেখা না পাওয়ার আক্ষেপ পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান জাতিসংঘের নিয়ম লঙ্ঘন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড: গুতেরেসকে ড. মোমেনের জরুরি চিঠি The Political Lens By RP Station বন্দর রক্ষার আন্দোলন ক্রমশ তীব্রতর, বিদেশি ইজারা চুক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সংঘর্ষের পর শিবিরের বিরুদ্ধে সশস্ত্র বহিরাগত ক্যাডার হলে আনার অভিযোগ আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে মাদ্রাসা-বাণিজ্য: শিক্ষা-বসবাসের পরিবেশ বনষ্টে বিপাকে বাসিন্দারা খ্রিস্টানদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন পোপ, তালিকায় সর্বাগ্রে ইউনুসের বাংলাদেশ রংপুরের পানবাড়ি সার্বজনীন শিব মন্দিরে নৃশংসভাবে শিবমূর্তি ভাঙচুর — সংখ্যালঘুদের উপর উগ্রবাদের নগ্ন উত্থান! ট্রাইব্যুনালের হালচাল: আসামিপক্ষের আইনজীবীকেই উল্টো ‘আসামি বানানোর’ হুমকি তাজুলের শাহরিয়ার কবিরের অপরাধ : মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো আবারও কারাগারে আ.লীগ নেতার মৃত্যু: চিকিৎসার অভাবে ‘হত্যা’র অভিযোগ পরিবারের মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: শিক্ষককে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিৎ চন্দ্র দাসের মা, শেষ দেখা না পাওয়ার আক্ষেপ জাতিসংঘের নিয়ম লঙ্ঘন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড: গুতেরেসকে ড. মোমেনের জরুরি চিঠি মানিকগঞ্জে বাউল শিল্পীদের নির্যাতন: উগ্রবাদের উত্থানে সংকটে সংস্কৃতিচর্চা, দায় এড়াতে পারে না ইউনূস সরকার ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন, রক্তাক্ত মানিকগঞ্জ আবুল সরকারসহ সব বাউলকে মুক্তির দাবিতে ২৫৮ নাগরিকের বিবৃতি