যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান – ইউ এস বাংলা নিউজ




যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ | ১০:৪২ 38 ভিউ
গাজায় চলছে ঐতিহাসিক যুদ্ধবিরতি। এর মাঝেই ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শহর জেনিনে সামরিক অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করছে। বুধবার জেনিন শহরের মেয়র মোহাম্মদ জারর এ অভিযোগ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদন অনুযায়ী, মেয়র জারর বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি পাড়া-মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কাজ চালাচ্ছে’। ‘উচ্ছেদ হওয়া এসব ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরের পশ্চিম অংশে স্থানান্তর করা হয়েছে এবং আমরা তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করতে চেষ্টা চালাচ্ছি,’ যোগ করেন মেয়র। মেয়র মোহাম্মদ জারর জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর এহেন ‘অপরাধের’ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, শিবিরের

সম্পূর্ণ আবাসিক এলাকা ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী শিবিরে ভারি যন্ত্রপাতি এনে অবকাঠামো ও সড়কগুলো ধ্বংস করছে’। মেয়র অভিযোগ করে আরও বলেছেন, ‘দখলদার ইসরাইলি বাহিনী শরণার্থী শিবির ঘিরে রেখেছে এবং এখানকার চিকিৎসক, বাসিন্দা ও রোগীদের আটকে রেখেছে। জেনিন এখন একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ চলাফেরা করতে পারছে না’। জেনিনে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এদিকে ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আয়রন ওয়াল’ নামের এই অভিযানটি কয়েক দিন ধরে চলবে। দখলদার বাহিনীর এমন ঘোষণা ও চালানো অভিজানে পশ্চিম তীরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। কারণ ইসরাইল

গাজা উপত্যকায় ‘গণহত্যার মতো আগ্রাসন’ চালিয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১,১০,৭০০ জনেরও বেশি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা এই আগ্রাসনের অবসানে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে একটি চুক্তি কার্যকর হয়েছে। যা গাজায় ইসরাইলের হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। তবে তার আগে পশ্চিম তীরে চালানো ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত এবং ৬,৭০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলের দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি ভূমি দখলকে অবৈধ ঘোষণা করে এবং

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্থাপন করা সমস্ত ইসরাইলি বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। তবে ইসরাইলের এই দ্বিচারিতায় পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ অতীব প্রয়োজন হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান জুনে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ যমুনা অভিমুখী লংমার্চে টিয়ারগ্যাস-লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের সামনে ঢাবি ভিসি, ‘মার বেটা আমাকে, মার’ ‘ছোট থেকেই আমি খুব খেলতে চাইতাম’ সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছে সিরিয়া গাজায় অনাহারে অপুষ্টিতে ৫৭ শিশুর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের নয়া মেরুকরণের পথে রাজনীতি বিদেশে পাচারের টাকা দেশে আনতে ১১ চ্যালেঞ্জ ফররুখ আহমদের স্মৃতিধন্য বসতভিটা ধ্বংসের পথে এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি করল সৌদি আরব ছাত্রাবাসে ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু