 
                                                        
                                ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
 
                                পাকিস্তানের জেনারেলের লাগেজে ডামি অ্যাসল্ট রাইফেল, ঢাকা বিমানবন্দরে অস্বস্তি
 
                                আধুনিক ব্যালাস্টিক হেলমেটে সজ্জিত আরসা সদস্যরাঃ বৈদেশিক শক্তির সহয়তার আভাস
 
                                আসিয়ান সম্মেলনে চীন মুক্ত বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে
 
                                ২০২৪ সালের প্রতিবাদ নিয়ে ওএইচসিএইচআর রিপোর্ট তদন্তের আহ্বান-
 
                                ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী
 
                                কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
 
                                আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়
‘মোদি-কেজরিওয়াল দুই ভাই, একই মুদ্রার এপিঠ-ওপিঠ’
 
                             
                                               
                    
                         ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। 
তিনি বলেন, ‘মোদি এবং কেজরিওয়াল দুই ভাইয়ের মতো। উভয়েই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একজন আরএসএসের শাখা থেকে এসেছেন, আর অন্যজন তাদেরই প্রতিষ্ঠান থেকে’। 
বৃহস্পতিবার ওখলা-তে শিফা-উর-রহমানের সমর্থনে প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন।
ওয়াইসি এদিন শাহিনবাগ সফর করেন এবং ভোটারদের তার দলের প্রতীক ‘ঘুড়ি’র সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। 
দিল্লি নির্বাচনের জন্য এআইএমআইএম এদিন দুজনকে প্রার্থী মনোনীত করেছে। মুস্তাফাবাদ থেকে তাহির হুসেন এবং ওখলা থেকে শিফা-উর-রহমান। উভয় প্রার্থী বর্তমানে ২০২০ সালের দিল্লি 
দাঙ্গার মামলায় জেলে রয়েছেন। ওয়াইসি এ সময় কেজরিওয়াল এবং তার দলকে অভিযুক্ত করে বলেন, বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, কেন কেজরিওয়াল মদের নীতি মামলায় জামিন পেয়েছেন? অথচ তাহির হুসেন এবং শিফা-উর-রহমান পাঁচ বছর ধরে জেলে রয়েছেন। মিম নেতা বলেন, ‘কেজরিওয়ালের দল, মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং-সহ সবাই জামিন পেয়েছেন। কিন্তু তাহির হুসেন এবং শিফা-উর-রহমান এখনো জেলে। তাদের অপরাধ কী?’ কেজরিওয়ালের শাসনে ওখলা উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত উল্লেখ করে ওয়াইসি বলেন, ‘অন্যান্য এলাকায় উন্নয়ন হচ্ছে, কিন্তু ওখলা আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে’। ওয়াইসি দাবি করেন, তিনি ওখলায় গেলে মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়, কিন্তু কেজরিওয়াল গেলে তাকে জুতা ছুঁড়ে মারবে। মিম নেতা
বলেন, বিজেপি কখনোই ওখলায় জয়লাভ করেনি এবং এবারও পারবে না। তবে তিনি আশাবাদী যে, আসন্ন নির্বাচনেও বিজেপি বিজয় অর্জন করতে পারবে না। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। সূত্র: ওয়ানইন্ডিয়া
                    
                                                          
                    
                    
                                    দাঙ্গার মামলায় জেলে রয়েছেন। ওয়াইসি এ সময় কেজরিওয়াল এবং তার দলকে অভিযুক্ত করে বলেন, বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, কেন কেজরিওয়াল মদের নীতি মামলায় জামিন পেয়েছেন? অথচ তাহির হুসেন এবং শিফা-উর-রহমান পাঁচ বছর ধরে জেলে রয়েছেন। মিম নেতা বলেন, ‘কেজরিওয়ালের দল, মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং-সহ সবাই জামিন পেয়েছেন। কিন্তু তাহির হুসেন এবং শিফা-উর-রহমান এখনো জেলে। তাদের অপরাধ কী?’ কেজরিওয়ালের শাসনে ওখলা উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত উল্লেখ করে ওয়াইসি বলেন, ‘অন্যান্য এলাকায় উন্নয়ন হচ্ছে, কিন্তু ওখলা আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে’। ওয়াইসি দাবি করেন, তিনি ওখলায় গেলে মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়, কিন্তু কেজরিওয়াল গেলে তাকে জুতা ছুঁড়ে মারবে। মিম নেতা
বলেন, বিজেপি কখনোই ওখলায় জয়লাভ করেনি এবং এবারও পারবে না। তবে তিনি আশাবাদী যে, আসন্ন নির্বাচনেও বিজেপি বিজয় অর্জন করতে পারবে না। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। সূত্র: ওয়ানইন্ডিয়া



