‘মোদি-কেজরিওয়াল দুই ভাই, একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ – ইউ এস বাংলা নিউজ




‘মোদি-কেজরিওয়াল দুই ভাই, একই মুদ্রার এপিঠ-ওপিঠ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ১০:১৯ 8 ভিউ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘মোদি এবং কেজরিওয়াল দুই ভাইয়ের মতো। উভয়েই একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একজন আরএসএসের শাখা থেকে এসেছেন, আর অন্যজন তাদেরই প্রতিষ্ঠান থেকে’। বৃহস্পতিবার ওখলা-তে শিফা-উর-রহমানের সমর্থনে প্রচারণা চালানোর সময় তিনি এসব কথা বলেন। ওয়াইসি এদিন শাহিনবাগ সফর করেন এবং ভোটারদের তার দলের প্রতীক ‘ঘুড়ি’র সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। দিল্লি নির্বাচনের জন্য এআইএমআইএম এদিন দুজনকে প্রার্থী মনোনীত করেছে। মুস্তাফাবাদ থেকে তাহির হুসেন এবং ওখলা থেকে শিফা-উর-রহমান। উভয় প্রার্থী বর্তমানে ২০২০ সালের দিল্লি

দাঙ্গার মামলায় জেলে রয়েছেন। ওয়াইসি এ সময় কেজরিওয়াল এবং তার দলকে অভিযুক্ত করে বলেন, বিচার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, কেন কেজরিওয়াল মদের নীতি মামলায় জামিন পেয়েছেন? অথচ তাহির হুসেন এবং শিফা-উর-রহমান পাঁচ বছর ধরে জেলে রয়েছেন। মিম নেতা বলেন, ‘কেজরিওয়ালের দল, মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং-সহ সবাই জামিন পেয়েছেন। কিন্তু তাহির হুসেন এবং শিফা-উর-রহমান এখনো জেলে। তাদের অপরাধ কী?’ কেজরিওয়ালের শাসনে ওখলা উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত উল্লেখ করে ওয়াইসি বলেন, ‘অন্যান্য এলাকায় উন্নয়ন হচ্ছে, কিন্তু ওখলা আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে’। ওয়াইসি দাবি করেন, তিনি ওখলায় গেলে মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়, কিন্তু কেজরিওয়াল গেলে তাকে জুতা ছুঁড়ে মারবে। মিম নেতা

বলেন, বিজেপি কখনোই ওখলায় জয়লাভ করেনি এবং এবারও পারবে না। তবে তিনি আশাবাদী যে, আসন্ন নির্বাচনেও বিজেপি বিজয় অর্জন করতে পারবে না। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। সূত্র: ওয়ানইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাশিয়াজুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, ১২১টি ধ্বংস ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের যাত্রা শুরু জাতীয় দলে ফিরতে প্রতিদিন ১২ ঘণ্টা অনুশীলনসহ আরও যা করছেন সাব্বির ‘গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’ কেনেডি, সহোদর ও মার্টিন লুথার কিং হত্যার নথি প্রকাশের আদেশ ট্রাম্পের ‘মোদি-কেজরিওয়াল দুই ভাই, একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ নাচের অনুষ্ঠানে হলিউড নায়িকার পোশাক পরে বিপাকে ট্রাম্পকন্যা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই ফাঁস ওবামার ‘গোপন সম্পর্ক’ গাজায় ৫০ কোটি ধ্বংসস্তূপ সরাতে লাগবে ২১ বছর! শচীনের রেকর্ড কি ভাঙতে পারবে কেউ? ৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ গতির ‘রাজা’ ব্যাটারদের আতঙ্কের নাম ছিলেন শোয়েব আখতার শুধু ২ ব্যাংক থেকেই আত্মসাৎ করেছেন ৩৬ হাজার কোটি টাকা শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে ৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই রাজনীতিতে আসার বিষয়ে মুখ খুললেন ঋতুপর্ণা ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছি: নুসরাত গাজায় ধ্বংসস্তূপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার