মিল্লাদের বেঁচে ফেরার গল্প বৈষম্যবিরোধী আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




মিল্লাদের বেঁচে ফেরার গল্প বৈষম্যবিরোধী আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ | ৮:৫৯ 105 ভিউ
চারপাশে তখন মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ। তার মধ্যেই হঠাৎ করে এলোপাতাড়ি গুলি। কিছু বুঝে ওঠার আগেই পাশের দুজন লুটিয়ে পড়লেন। তাদের শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। ওদিকে থামছে না পুলিশের গুলিও। সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রলীগ-যুবলীগ। হামলার তেজ তাতে যেন আরও বাড়ে। কমতে থাকে বেঁচে ফেরার আশাও। কিন্তু দুই সহযোদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালাতে মন সায় দেইনি। যদিও কাছে গিয়ে বুঝলাম তারা আর বেঁচে নেই। এর মধ্যেই আমার দিকে চায়না রাইফেল তাক করে গুলি করে পুলিশ। তা বিদ্ধ হয় বাঁ হাতের বাহুতে। এফোঁড়-ওফোঁড় হয়ে বেরিয়ে যায় সেই গুলি। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। ক্ষণিকের মধ্যেই পুরো শরীর ভিজে যায়। ধীরে ধীরে

অচেতন হতে থাকি। এরপর আর কিছু মনে নেই। রাজধানীর ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন যখন ফিরে আসার গল্প বলছিলেন, তখনো কাঁপছিলেন ভয়ে। বলেন, আমি ফিরতে পারব, ওই সময়ে ভাবনাতেও ছিল না। তবে বেঁচে ফিরেছি। ফের বাবা-মা, স্বজন, দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হতে পেরেছি, এটা সৃষ্টিকর্তার বিশেষ নেয়ামত। অযুত মানুষের জীবন, আর রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত যে দেশ পেয়েছি, সেটি লক্ষ বছর টিকে থাকুক। শকুনের দৃষ্টি থেকে হেফাজতে থাকুক। কোটাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে ১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হন মিল্লাদ। মিল্লাদ হোসেন হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের জিতু মিয়ার ছেলে। তার বাবা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি

বলেন, ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে অসহ্য যন্ত্রণায় দুর্বিষহ দিন পার করছি। গুলিবিদ্ধ জায়গায় হাড়ের পরিবর্তে স্টিলের পাত বসানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার ব্যয় বহন করার পাশাপাশি সবসময় খোঁজখবর নিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, গুলিবিদ্ধ হাতটি কখনো স্বাভাবিক হবে না। তারপরও দেশ স্বাধীন করতে যারা রক্ত দিয়েছেন, আমিও তাদের একজন ভেবে কিছুটা শান্তি পাই, নিজেকে সান্ত্বনা দিই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর