ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো
এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম
৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী
বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের
৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী
মাথাপিছু ১৪০০ ডলারের স্টিম্যুলাস চেক পাচ্ছেন ১০ লাখ আমেরিকান
করোনায় বিপর্যস্ত আমেরিকানদের জন্যে ২০২০ ও ২০২১ সালে ফেডারেল সরকারের দেয়া মাথাপিছু ১৪০০ ডলারের চেক পায়নি ১০ লাখ আমেরিকান। তা এখন পাঠানো হচ্ছে বলে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) জানিয়েছে। মোট ২.৪ বিলিয়ন ডলার (৩০ হাজার কোটি টাকা)এর চেক চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্টদের বাসায় পৌঁছবে। উল্লেখ্য, আর্থিকভাবে নাজুক অবস্থায় নিপতিতদের মধ্যেকার ঐ চেকের সমপরিমাণ অর্থ দাবি করে ২০২১ সালের ট্যাক্স রিটার্নে উল্লেখ করার কথা। যারা সেটি ভুলে কিংবা অন্য কোন কারণে করতে পারেননি, তাদের তালিকা তৈরীর পর শুক্রবার আইআরএস এ তথ্য জানিয়েছে। আরো উল্লেখ্য, সেটি ছিল বাইডেন প্রশাসনের ‘ইকনোমিক ইমপেক্ট পেমেন্ট’ (ইআইপি) কর্মসূচি। এটি ছিল পুরোপুরি অফেরতযোগ্য একটি অনুদান।
এ প্রসঙ্গে আইআরএস
কমিশনার ড্যানি ওয়েরফেল বলেন, ট্যাক্স প্রদানকারি আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে আইআরএস সর্বদা নিবেদিত রয়েছে। সে আলোকেই ১০ লাখ আমেরিকানের বাসায় চেক পাঠানো হচ্ছে। আর এই তালিকা উদঘাটিত হয়েছে আমাদের নিজস্ব অডিটে। উপরোক্ত ইআইপি প্রোগ্রামে স্টিম্যুলাস চেক পাবার ন্যায়সঙ্গত অধিকার থাকা সত্বেও যারা নিজেদের ভুলে অথবা অজ্ঞতায় তা পাননি, সেটি এখোন আমরা পাঠাচ্ছি। কারণ, এখনো অনেক মানুষ নিদারুণ অর্থ সংকটে রয়েছেন। ড্যানি ওয়েরফেল আরো উল্লেখ করেছেন, এই চেকের জন্যে কাউকে কোন অফিসে ধরনা দিতে হচ্ছে না কিংবা কোন আবেদনেরও প্রয়োজন নেই। আশা করছি এই চেক পেয়ে অনেক মানুষ সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তিবোধ করতে পারবেন। আর এটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের দরদি হৃদয়ের সর্বশেষ
উদাহরণ।
কমিশনার ড্যানি ওয়েরফেল বলেন, ট্যাক্স প্রদানকারি আমেরিকানদের জীবন-মানের উন্নয়নে আইআরএস সর্বদা নিবেদিত রয়েছে। সে আলোকেই ১০ লাখ আমেরিকানের বাসায় চেক পাঠানো হচ্ছে। আর এই তালিকা উদঘাটিত হয়েছে আমাদের নিজস্ব অডিটে। উপরোক্ত ইআইপি প্রোগ্রামে স্টিম্যুলাস চেক পাবার ন্যায়সঙ্গত অধিকার থাকা সত্বেও যারা নিজেদের ভুলে অথবা অজ্ঞতায় তা পাননি, সেটি এখোন আমরা পাঠাচ্ছি। কারণ, এখনো অনেক মানুষ নিদারুণ অর্থ সংকটে রয়েছেন। ড্যানি ওয়েরফেল আরো উল্লেখ করেছেন, এই চেকের জন্যে কাউকে কোন অফিসে ধরনা দিতে হচ্ছে না কিংবা কোন আবেদনেরও প্রয়োজন নেই। আশা করছি এই চেক পেয়ে অনেক মানুষ সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তিবোধ করতে পারবেন। আর এটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের দরদি হৃদয়ের সর্বশেষ
উদাহরণ।



