ভেড়ামারায় ইমামকে পেটাল দুর্বৃত্তরা – ইউ এস বাংলা নিউজ




ভেড়ামারায় ইমামকে পেটাল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৯:৩৬ 91 ভিউ
কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ইমাম ছাবেদুল ইসলামকে পিটিয়েছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ছাবেদুল ভেড়ামারা সাতবাড়ীয়া গোরস্থান জামে মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক। স্থানীয়রা জানান, গত ৩০ অক্টোবর সকালে সাতবাড়ীয়া গোরস্থান জামে মসজিদ মক্তবে বাচ্চাদের কুরআন শরীফ শিক্ষা কেন্দ্রে শিশু শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি ইমাম ছাবেদুল ইসলামের দৃষ্টিগোচর হলে উভয় শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মীমাংসা করে দেন। এরপর থেকে স্বাভাবিকভাবেই চলছিল মক্তবের নিয়মিত পাঠদান। হঠাৎ করেই গত সোমবার সকাল ৭টায় ক্লাস চলাকালীন ওই

এলাকার চিহ্নিত সন্ত্রাসী মৃত নবীর শেখের ছেলে মুখলেস, মৃত আফতাব আলীর ছেলে শামীম উভয়ই যোগসাজশ করে পরিকল্পিতভাবে মক্তবের ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তাদের গালিগালাজ করতে নিষেধ করা হলে তারা আচমকা মারপিট শুরু করে। মুখে, পিঠে, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় ইমামের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভেড়ামারা উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরানো ইমাম ছাবেদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় ওই ‘সন্ত্রাসীরা’ আমাকে মেরেছে। তারা পরিকল্পনা করে আমাকে হত্যা করতে এসেছিল। অভিযুক্তদের নাম উল্লেখ করে আমি ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু