ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি নারী – ইউ এস বাংলা নিউজ




ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:১১ 44 ভিউ
ভালো কাজের আশায় ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা নারীরা হলেন- আনোয়ারা খাতুন, শিমা খাতুন, জাহানারা বেগম, তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, শাহিরন, সোনিয়া আক্তার। তারা দেশের নারায়গঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা ও যশোর জেলার বাসিন্দা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভালো কাজের আশায় দালালচক্রের মাধ্যমে দুই বছর আগে ৯ বাংলাদেশি নারী বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতের মুম্বাই গিয়েছিলেন। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানে তারা ভারতীয় পুলিশের কাছে তারা আটক হন। পরে তাদেরকে

আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতের মানবাধিকার সংস্থা রেসকিউ ফাউন্ডেশন তাদের গ্রহণ করেন এরপর তাদের নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ শুক্রবার সকালে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস নামের দুইটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করবে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের আরিফা আক্তার ও রাইটস যশোরের কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসাদের পোর্ট থানা থেকে গ্রহন করে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখবে। পরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক সরবরাহে জড়িয়ে বিপাকে সাবেক অজি স্পিনার ইউটিউব দেখে সোনাপাচারের কৌশল শেখেন রানিয়া সংস্কার নিয়ে মতামত দিল ৭ দল, সময় চাইলো ১৬ দল আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেলেন উপদেষ্টা ফরিদা আখতার শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে! নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনালদো যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, যা বললেন এরদোগান ইউরোপিয় মদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ইসরাইলি পুরস্কার প্রত্যাখ্যান করলেন পাকিস্তানি স্থপতি ইয়াসমিন ইউক্রেনের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার হোলি উৎসব, তাই যোগীরাজ্যে মুসলিম ধরপাকড়, ত্রিপলে ঢাকা হলো মসজিদ কানাডার নতুন প্রধানমন্ত্রীর শপথ শুক্রবার অক্সফোর্ডে ভাষণ দেবেন মমতা ইউক্রেন যুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত দিয়েছে রাশিয়া মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে মেসির জনপ্রিয়তা হু হু করে কমে যাচ্ছে স্ত্রীসহ সাবেক বিজিবিপ্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আজান দিয়েছে ভেবে সময়ের আগেই ইফতার করলে রোজা হবে? পিআরপি ইনজেকশন নিয়েছেন মোস্তাফিজ সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই