ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ – ইউ এস বাংলা নিউজ




ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ৪:৪৭ 8 ভিউ
ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় সকাল সাড়ে ১০টার দিকে কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে জওহর নগর এলাকায় কারখানার এলটিপি অংশে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ সরানোর জন্য

খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র কর্মকর্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, এর শব্দ ৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কারখানায় বিস্ফোরণের বিষয়ে বলেছেন পাঁচজন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শীঘ্রই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসকের টিমও সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাশিয়াজুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, ১২১টি ধ্বংস ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের যাত্রা শুরু জাতীয় দলে ফিরতে প্রতিদিন ১২ ঘণ্টা অনুশীলনসহ আরও যা করছেন সাব্বির ‘গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’ কেনেডি, সহোদর ও মার্টিন লুথার কিং হত্যার নথি প্রকাশের আদেশ ট্রাম্পের ‘মোদি-কেজরিওয়াল দুই ভাই, একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ নাচের অনুষ্ঠানে হলিউড নায়িকার পোশাক পরে বিপাকে ট্রাম্পকন্যা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই ফাঁস ওবামার ‘গোপন সম্পর্ক’ গাজায় ৫০ কোটি ধ্বংসস্তূপ সরাতে লাগবে ২১ বছর! শচীনের রেকর্ড কি ভাঙতে পারবে কেউ? ৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ গতির ‘রাজা’ ব্যাটারদের আতঙ্কের নাম ছিলেন শোয়েব আখতার শুধু ২ ব্যাংক থেকেই আত্মসাৎ করেছেন ৩৬ হাজার কোটি টাকা শনিবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে ৮ বছরের সাইফপুত্রের সাহসিকতায় হতবাক সবাই রাজনীতিতে আসার বিষয়ে মুখ খুললেন ঋতুপর্ণা ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছি: নুসরাত গাজায় ধ্বংসস্তূপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার