ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব, সারের শিরোপা স্বপ্নে ধাক্কা – ইউ এস বাংলা নিউজ




ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব, সারের শিরোপা স্বপ্নে ধাক্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:০৫ 45 ভিউ
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। জয়ী দল এগিয়ে যাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের পথে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল সারে। বল হাতে সাকিব প্রতিদানও দিয়েছেন। দুই ইনিংসে তুলেছেন ৯ উইকেট। তবে ব্যাট হাতে খোলস ছেড়ে বের হতে পারেননি বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার। তার বাজে ব্যাটিংয়ের দিনে সহজ লক্ষ্যে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে সারে। তাতে কাউন্টি চ্যাম্পিয়নশিপেও লেগেছে ধাক্কা। যদিও পয়েন্ট টেবিলের হিসেব বলছে এখনও নিকটতম প্রতিদ্বন্দ্বী সমারসেটের চেয়ে সারে এগিয়ে আছে ৮ পয়েন্টের ব্যবধানে। সমারসেটকে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে থামানোর দিনে ফাইফারের দেখা পেয়েছেন সাকিব। এরপর ব্যাট হাতে সারের সামনে লক্ষ্যটা ছিল ২২১ রানের। সেই লক্ষ্যে ব্যাট

করতে নেমে সুবিধা করতে পারেনি সারের ব্যাটাররা। ওপেনার ডম সিবলেই ৫৬ রানের লড়াকু ইনিংস ছাড়া তেমন প্রতিরোধই গড়তে পারেনি কোনো ব্যাটার। মাঝে ৬ ব্যাটার ফিরেছেন রানের খাতা না খুলেই। যার মধ্যে আছে সাকিব আল হাসানের নামও। এদিন ৫ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি সাকিব। ব্যাট হাতে সাকিব ব্যর্থ ছিলেন প্রথম ইনিংসেও। সেই ইনিংসে করেছিলেন ১২ রান। সাকিবের ব্যাট হাতে এমন দিনে ১০৯ রানে অলআউট হয় সারে। ম্যাচ হারে ১১১ রানের বিশাল ব্যবধানে। তাতে শিরোপার পথেও হোঁচট খায় দলটি। সাকিবকে অবশ্য এই ম্যাচের জন্যই দলে ভিড়িয়েছিল সারে। এরপর ম্যাচ শেষে তিনি ফিরে আসবেন ভারত সিরিজে অংশ নিতে। কেননা, ভারতের বিপক্ষে দুটি

টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল সফর করবে প্রতিবেশী দেশে। দেশে না ফিরলেও দলের সঙ্গে ভারতে সরাসরি অংশ নেবেন সাকিব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরাপত্তায় স্বীকৃতি পেল বিশেষ স্টোরেজ প্রথম দিনই নির্বাহী আদেশের ঝড় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত অন্তত ৬৬ পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েল কোটায় ৪১ পেয়ে সুযোগ, মেধায় ৭১ পেয়েও বাদ ‘শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে পুলিশ’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্কো রুবিও অভিশংসন বিচারের মুখে ইউন ব্যক্তিগত জীবন উপভোগের জন্যই অবসর চেয়েছি: ক্যামেরন ডিয়াজ র‌্যাম্পেও ঝলমলে রুনা খান, রইল ১০ ছবি ওবায়দুল কাদেরের অবস্থান শনাক্ত! আওয়ামী লীগের মোট ১৩৩ ভিআইপি গ্রেপ্তার সেই আলাউদ্দিন নাসিম এখন দুদকের জালে এক্স নিয়ে মাহির ভিডিও পোস্ট! লাখ লাখ ভারতীয় হারাবে মার্কিন নাগরিকত্ব! সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদকে রাষ্ট্রপতি করার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত! হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ: ইনু ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের মৃত্যু এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চাই: মির্জা ফখরুল