ব্যাংক অব আমেরিকার সিইও-কে নিয়ে সমালোচনা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ব্যাংক অব আমেরিকার সিইও-কে নিয়ে সমালোচনা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ৬:৩০ 36 ভিউ
বিশ্ব অর্থনৈতিক ফোরামে ডাভোসে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইটি বড় মার্কিন ব্যাংকের বিরুদ্ধে রক্ষণশীলদের প্রতি বৈষম্যের অভিযোগ করেন। ব্যাংক অব আমেরিকার প্রেসিডেন্ট ও সিইও ব্রায়ান ময়নিহান ট্রাম্পের অর্থনৈতিক ও আর্থিক পরিকল্পনা সম্পর্কে একটি প্রশ্ন করার পর ট্রাম্প ব্যাংকটিকে নিয়ে সমালোচনা করেন। ট্রাম্প বলেন, "আপনি দারুণ কাজ করেছেন, কিন্তু আমি আশা করি আপনি আপনার ব্যাংক রক্ষণশীলদের জন্য খুলবেন, কারণ অনেক রক্ষণশীল অভিযোগ করেছেন যে ব্যাংকগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে দিচ্ছে না। এর মধ্যে একটি ব্যাংক হচ্ছে ব্যাংক অব আমেরিকা।" অনেক রিপাবলিকান আইনপ্রণেতা এবং কর্মকর্তার মতো ট্রাম্পও প্রধান কিছু আর্থিক প্রতিষ্ঠানের রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত সিদ্ধান্তগুলোর সমালোচনা করেন। ভির্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জেসন মিয়ারেস

গত বছর ব্যাংক অব আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তারা খ্রিস্টান মন্ত্রণালয় গোষ্ঠীর অ্যাকাউন্ট বাতিল করেছে এবং আগ্নেয়াস্ত্র নির্মাতা, জীবাশ্ম জ্বালানি কোম্পানি এবং মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর সঙ্গে চুক্তিবদ্ধ সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করতে অস্বীকৃতি জানিয়েছে। ব্যাংক অব আমেরিকা আগ্নেয়াস্ত্র কোম্পানির সঙ্গে সম্পর্ক সীমিত করার জন্যও রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়ে। ব্যাংক অব আমেরিকার একজন মুখপাত্র ট্রাম্পের মন্তব্যকে অস্বীকার করে বলেন, "আমরা ৭০ মিলিয়নের বেশি গ্রাহককে সেবা দিচ্ছি, আমরা রক্ষণশীলদের স্বাগত জানাই এবং আমাদের কোনো রাজনৈতিক মানদণ্ড নেই।" ট্রাম্প আরও অভিযোগ করেন যে জেপি মরগ্যান চেজ এবং এর সিইও জেমি ডাইমন রক্ষণশীলদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। জেপি মরগ্যান চেজের একজন মুখপাত্র এই অভিযোগ

অস্বীকার করে এক বিবৃতিতে বলেন, "আমরা কখনোই রাজনৈতিক কারণে কোনো অ্যাকাউন্ট বন্ধ করিনি এবং করবও না। আমরা আইন ও নিয়ন্ত্রকদের নির্দেশনা অনুসরণ করি এবং দীর্ঘদিন ধরে বলে আসছি যে বর্তমান কাঠামোর কিছু সমস্যা রয়েছে, যা ওয়াশিংটনকে সমাধান করতে হবে।" সেই মুখপাত্র আরও বলেন, "আমরা নতুন প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে কাজ করতে চাই, যাতে নিয়ন্ত্রক অস্পষ্টতাগুলো দূর করা যায় এবং একই সঙ্গে আর্থিক অপরাধ মোকাবিলার সক্ষমতা বজায় রাখা যায়।" জেমি ডাইমন নিজেও ব্যাংকগুলোর জন্য স্পষ্ট ও স্বচ্ছ নির্দেশনার দাবি জানান। "আমাদের কী করতে হবে এবং কী করতে হবে না, এ বিষয়ে আরও পরিষ্কার নির্দেশনা থাকা উচিত," ডাইমন বলেন। "আমরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ

করে আসছি। এটি ঠিক করতে হবে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ পেল পাকিস্তান ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ১৬ মে শুরু কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের ভারতের হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা ইমরান খানকে কারামুক্ত করতে ট্রাম্পের সাহায্য চান দুই পুত্র সিলেটে রেস্টুরেন্টে বসে আড্ডা নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানের, অতঃপর… কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী ‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান জুনে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ যমুনা অভিমুখী লংমার্চে টিয়ারগ্যাস-লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের সামনে ঢাবি ভিসি, ‘মার বেটা আমাকে, মার’ ‘ছোট থেকেই আমি খুব খেলতে চাইতাম’ সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ