ব্যর্থ সকল দেন-দরবার: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫
     ৫:০৯ পূর্বাহ্ণ

আরও খবর

“যে ব্যালটে নৌকা প্রতীক নাই, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেখানে আমাদের ভোটাররা কেউ ভোট দিবে না” -দেশরত্ন শেখ হাসিনা

সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না।

ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ

রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন? সরকারের নিষ্ক্রিয়তায় দেশে প্রতিদিন গড়ে ১১ খুন

অসংবিধানিক গণভোটে সংবিধান বাতিলের আশঙ্কা, রাষ্ট্রব্যবস্থা হুমকিতে

বিদ্যুৎ খাতের হিসাবনিকাশ, ভর্তুকির পাহাড়, উন্নয়নের সাফল্য থেকে লোকসানের গভীর সংকটে

সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন

ব্যর্থ সকল দেন-দরবার: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ৫:০৯ 93 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই বৈঠকের জন্য ইউনূস-সরকারের পক্ষ থেকে প্রচুর দেন-দরবার করা হয়েছিল। কিন্তু সকল প্রচেষ্টা শেষপর্যন্ত ব্যর্থ হলো। এমনকি ইতিপূর্বে ড. ইউনূসকে ব্রিটিশরাজের বিশেষ পদকে ভূষিত করা হবে বলে প্রচারও চালানো হয়েছিল। কিন্তু পরে জানা যায়, সেই পদক তালিকায় ড. ইউনূসের নামই নেই। তাছাড়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনে নেই, তিনি কানাডায় অবস্থান করছেন বলে দেখা হচ্ছে না, আবার দুদিন পর সেই বক্তব্য প্রত্যাহার করে ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশেই আছেন, আমরা চেষ্টা করছি তার সাথে মিটিং সেট করতে’, এমন বয়ান দেওয়া হয়েছিল ইউনূস সরকারের পক্ষ থেকে। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটল;

জানা গেল- ড. ইউনূসের সাথে কোনো বৈঠকে বসতে রাজি নন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও দেন-দরবার ব্যর্থ হওয়ায় এখন ইউনূস সরকার প্রচার চালাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফেরতে সমর্থন আদায়ের লক্ষ্যেই নাকি ড. ইউনূসের এই লন্ডন সফর! ড. ইউনূসের দাবি, বিগত শাসনামলে ‘চুরি’ হওয়া অর্থ ফেরতে তার সরকারকে সহায়তা করায় ব্রিটিশ সরকারের সাড়া দেওয়া উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে আছে। পাচারকৃত অর্থ ফেরতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে আলাপ হয়েছে কিনা জানতে চাওয়া হলে পড. ইউনূস বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে তিনি আশা করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তার এই প্রচেষ্টায় সহায়তা করবেন।

তিনি বলেন, এগুলো চুরির টাকা। এদিকে, ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তারা অফিসিয়ালি নিশ্চিত করেছেন, এখন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। ব্রিটিশ সরকার ইতিমধ্যে ‘চুরির’ অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে দাবি করে ড. ইউনূস বলেন, এ বিষয়ে বাংলাদেশকে সহায়তায় ব্রিটিশ সরকারের এগিয়ে আসা উচিত। তিনি জানান, তার এই সফরের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ আদায় করা। বাংলাদেশে সহিসংতার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পট-পরিবর্তন ঘটিয়ে গত বছরের আগস্টে দায়িত্ব নেন ড. ইউনূস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির নানা মুখরোচক অভিযোগ ব্রিটেনের রাজনীতি

পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় বিরক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। এমনই এক দুর্নীতির অভিযোগ তোলা হয় ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নামে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণপত্র হাজির করতে পারেনি ইউনূস সরকার। টিউলিপ নিজের ও তাঁর দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দয়ে সিটি মিনিস্টারের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। যা ব্রিটেনে সর্বমহলে প্রশংসিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ নিয়ে তাকে প্রশংসাসূচক একটি চিঠিও দেন। স্টারমারের ঘনিষ্ঠ মিত্র এবং রাজনীতিতে অতি আস্থাভাজন হিসেবে পরিচিত টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। টিউলিপ সিদ্দিক ইতিপূর্বে কয়েকবার গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সপক্ষে

কোনো প্রমাণ হাজির করতে পারেনি। এমনকি টিউলিপকে আইনিসেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসবের বিষয়ে যথাযথ নথিপত্র পাঠাতে বলা হলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি বলেও একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এসব নিয়ে খোলামেলা আলোচনার জন্য টিউলিপ সিদ্দিক ইতিমধ্যে ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন। দুদকের উত্থাপিত ‘ভুল-বোঝাবুঝি’ দূর করতে চেয়েছেন তিনি। প্রথমে চিঠি প্রাপ্তির কথা অস্বীকার করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারের দুদিন পর চিঠির কথা স্বীকার করতে বাধ্য হয় ইউনূস সরকার। ড. ইউনূস তার প্রতিক্রিয়া জানান, তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না। এটা একটা আইনি বিষয়…একটি আইনি প্রক্রিয়া। এখানে তার ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ার বিষয় নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“যে ব্যালটে নৌকা প্রতীক নাই, যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেখানে আমাদের ভোটাররা কেউ ভোট দিবে না” -দেশরত্ন শেখ হাসিনা সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না। ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ বৈধতাহীন সরকারের কূটনৈতিক অক্ষমতার দাম চুকাচ্ছে সীমান্তের পঙ্গু মানুষেরা ভ্যাকু দিয়ে ২০০ বছরের মন্দির ভাঙা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত বার্তা—এই দেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় আওয়ামী লীগের সমর্থকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ফেব্রুয়ারির এই একতরফা নির্বাচন বর্জন করতে হবে রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন? সরকারের নিষ্ক্রিয়তায় দেশে প্রতিদিন গড়ে ১১ খুন অসংবিধানিক গণভোটে সংবিধান বাতিলের আশঙ্কা, রাষ্ট্রব্যবস্থা হুমকিতে বিদ্যুৎ খাতের হিসাবনিকাশ, ভর্তুকির পাহাড়, উন্নয়নের সাফল্য থেকে লোকসানের গভীর সংকটে সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন মোবাইল ফোনের দাম কমবে ৫ হাজার টাকার বেশি! ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত’ বাংলাদেশের প্রস্তাব না মানলে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না ভাববে ১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি বিয়ে করলে ১৬ লাখ, সন্তান হলে ৩২ লাখ টাকা করাচিতে অগ্নিকাণ্ডে নিহত ৬ গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের শুল্ক হুমকি অগ্রহণযোগ্য: ইউরোপীয় নেতারা শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড দুই সিনেমায় তমা মির্জা