বেড়েছে যক্ষ্মা রোগী, কমেছে বরাদ্দ – ইউ এস বাংলা নিউজ




বেড়েছে যক্ষ্মা রোগী, কমেছে বরাদ্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ৪:০০ 112 ভিউ
দেশে গত বছরের তুলনায় যক্ষ্মা রোগী বেড়েছে। এমনকি শিশু যক্ষ্মা রোগীও বেড়েছে। কিন্তু কমেছে বরাদ্দ, রোগ নির্ণয়ের সুযোগ, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসা ও সেবার পরিধি। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রতিশ্রুত বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া।’ সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরিচালিত এসএটিভি, এফএইচআই ৩৬০ পরিচালিত টিবি-ডিএনএস প্রকল্প দুটি বন্ধ হয়ে গেছে। এসব তহবিলে পরিচালিত হাজার হাজার কর্মী বেকার হয়ে পড়েছেন। বিভিন্ন জেলায় সেবা প্রদানের কক্ষগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ায় যক্ষ্মা শনাক্ত ও চিকিৎসায় সম্পৃক্ত জনবলের প্রশিক্ষণ বন্ধ হয়ে গেছে। অনেক কনসালট্যান্ট

কর্মহীন হয়ে পড়ায় রোগীর চিকিৎসা বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেটরি ডিজিটাল এক্স-রে সেবাও বন্ধ হয়ে পড়েছে। এমনকি মাল্টি ড্রাগ রেজিস্টেন্স (এমডিআর) টিবি রোগীদের সেবাও বন্ধের পথে। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এনটিপি নামে একটি অপারেশনাল প্ল্যানের মাধ্যমে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হতো; কিন্তু বর্তমান সরকার সেটিও বন্ধ করে দিয়েছে। এদিকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যানুযায়ী, ২০২৪ সালে যক্ষ্মার উপসর্গ আছে—এমন প্রায় ৩০ লাখের বেশি মানুষের পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ লাখ ১৩ হাজার ৬২৪ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৬০৮ জন, চট্টগ্রামে ৩০ হাজার ৩০৯, রাজশাহীতে ৩৫ হাজার ৮১৯, রংপুরে ৩৪ হাজার ৮৩৩, খুলনায়

৩৪ হাজার ১৪, বরিশালে ১৯ হাজার ৬০০, সিলেটে ২২ হাজার ২২ এবং ময়মনসিংহে ২১ হাজার ৪১৯ জন। এ ছাড়া টেকনাফ, উখিয়া ও ভাষানচর এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে যক্ষ্মা কর্মসূচি সম্প্রসারিত করা হয়। গত বছরে এই জনগোষ্ঠীর মধ্যে ২ হাজার ৭৫০ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে। শিশু যক্ষ্মা রোগীদের শনাক্ত বাড়াতে ২০২৩ সাল থেকে মলের জিনএক্সপার্ট চালু করা হয়। এর ফলে ২০২৪ সালে মোট শনাক্ত রোগীর ৫ দশমিক ২ শতাংশ ছিল শিশু যক্ষ্মা রোগী, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। আইসিডিডিআর,বির এক কর্মী জানান, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি তাদের অধীন চলমান সব প্রকল্পের কার্যক্রম বন্ধ করেছে। এতে আইসিডিডিআর,বির এসিটিবি, এফএইচআই

৩৬০ পরিচালিত টিবি-ডিএনএসসহ বিভিন্ন কর্মসূচির অধীনে কর্মরত কয়েক সহস্র কর্মী চাকরি হারাতে বসেছে। এরই মধ্যে আইসিডিডিআর,বি তাদের দেড় হাজার কর্মীর অব্যাহতিপত্র দিয়েছে। এসব কর্মীর একটি অংশ যক্ষ্মা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। এই প্রকল্পের অধীনে ছয়টি বক্ষব্যাধি হাসপাতালের (ঢাকার দুটি, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের একটি করে) এমডিআর (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স) রোগীদের নিবিড় চিকিৎসা দেওয়া হতো, যা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এসব হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০ জন এমডিআর যক্ষ্মা রোগী চিকিৎসা পেতেন। এসব বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমডিসি) ডা. শামিম আরা নাজনীনের ব্যবহৃত মোবাইলে কল করলে তিনি অবসরে গিয়েছেন বলে জানান। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় কনসালট্যান্ট

ডা. আহমেদ পারভেজ জাবীন বলেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যক্ষ্মা নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই বরাদ্দ বাড়াতে হবে। যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া নিয়মিত তার গতি প্রকৃতি পরিবর্তন করছে, বাড়াচ্ছে ওষুধ প্রতিরোধী ক্ষমতা। এমন পরিস্থিতি বিদেশি অর্থায়ন ও অপারেশনাল প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় যক্ষ্মা নির্মূল ও নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার