‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫
     ৭:১১ অপরাহ্ণ

‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ৭:১১ 68 ভিউ
নতুন একটি ‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করেছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিজেই শনিবার ওই যুদ্ধজাহাজ উদ্বোধন করেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। প্রতিবেদন অনুযায়ী, শাসকদল ওয়ার্কার্স পার্টির সচিব জো চুন রিয়ং এ বিষয়ে বলেন, ৫,০০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দ্বারা সজ্জিত এবং ‘৪০০-র কিছু বেশি দিন সময়ের মধ্যে আমাদের নিজস্ব শক্তি ও প্রযুক্তিতে সম্পূর্ণভাবে নির্মিত হয়েছে। কেসিএনএ-র বরাতে রয়টার্স জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে কিম বলেন, এই যুদ্ধজাহাজটি নৌবাহিনীতে হস্তান্তর করা হবে এবং আগামী বছরের শুরুতে এটি কার্যক্রমে প্রবেশ করবে। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি’র ফুটেজে দেখা গেছে, কিম জং উন তার মেয়ে

জু এ-র সঙ্গে ট্রেনে চড়ে পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর নামপোতে পৌঁছান। এ সময় কিমকে বলতে শোনা যায়, ‘যদি যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শনের নতুন রেকর্ড গড়ে, তাহলে আমাদেরও কৌশলগত প্রতিরোধ ক্ষমতার নতুন রেকর্ড গড়তে হবে’। উত্তর কোরিয়ার রাজনীতিতে প্রভাবশালী কিমের বোন কিম ইয়ো জংকেও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। কেসিএনএ জানায়, নামপোর সামরিক জাহাজ নির্মাণ কারখানায় হওয়া এই উদ্বোধন ‘মহান প্রেসিডেন্ট কিম জং উন-স্টাইলের নৌবহর নির্মাণ যুগের সূচনা’কে চিহ্নিত করে। ভাইস-অ্যাডমিরাল পাক কুয়াং সপ-এর উদ্ধৃতি দিয়ে এ কথা বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজটি ‘চোয়ে হিউন-শ্রেণিতে’ শ্রেণিবদ্ধ করা হয়েছে। যেটি মূলত জাপানবিরোধী বিপ্লবী যোদ্ধা চোয়ে হিউনের নামে নামকরণ করা হয়েছে। রয়টার্স এর আগে এক প্রতিবেদনে

জানিয়েছিল, উত্তর কোরিয়ার নতুন শ্রেণির যুদ্ধজাহাজে ডজনখানেক ভার্টিক্যাল লঞ্চ সেল (উল্লম্ব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা) সংযুক্ত করা হয়েছে। এতে উত্তর কোরিয়ার তৈরি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করা যাবে। এ বিষয়ে কিম জং উন বলেন, শক্তিশালী প্রাথমিক আঘাতের সক্ষমতাই সবচেয়ে ‘বিশ্বাসযোগ্য যুদ্ধ প্রতিরোধক’ এবং এর পরিসরে কোনো সীমা থাকবে না। তিনি বলেন, ‘আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত গুরুতর’। একই সঙ্গে তিনি সমুদ্রের ওপারে অভিযান চালাতে সক্ষম এমন নৌবহর গড়ে তোলার অঙ্গীকার করেন। কিম তার নৌবাহিনী শক্তিশালী করার পার্টির নীতির প্রতি অনুগত থেকে নতুন বিধ্বংসী যুদ্ধজাহাজ নির্মাণের জন্য শ্রমিক ও প্রকৌশলীদের ধন্যবাদও জানান। এছাড়া, যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে নিয়মিত কৌশলগত অস্ত্র মোতায়েন করছে বলেও সবাইকে সতর্ক করে

দেন কিম। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় বি-১বি স্ট্র্যাটেজিক বোমার-সহ অন্যান্য যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে। বি-১বি বোমার বহর সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিতভাবে যৌথ মহড়ায় ব্যবহৃত হচ্ছে। উত্তর কোরিয়া এই মহড়াগুলোকে যুদ্ধের প্রস্তুতি বলে সমালোচনা করে আসছে। যদিও সিউল বলছে, এগুলো কেবল প্রতিরক্ষামূলক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল চীনে সাত দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪ নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা বাংলাদেশে সহিংসতা প্রতিরোধে জরুরি ভিত্তিতে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েনের আহ্বান জানালেন ড. এ. কে. আব্দুল মোমেন শাটডাউনকে ঘিরে উদ্বেগ: শিক্ষার্থীদের নিরাপত্তায় অনলাইন ক্লাসের পথে হাঁটছে স্কুলগুলো শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে মাদারীপুরে মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার: মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ প্রকৌশলীর তীব্র নিন্দা ‘অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশে গঠিত ট্রাইব্যুনাল অবিলম্বে বন্ধের দাবি’ গত কিছুদিন ধরে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি—বিশেষত অর্থ উপদেষ্টা—বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে বারবার বলছেন যে দেশের ফরেইন এক্সচেঞ্জ বেড়েছে, রিজার্ভ বেড়েছে, রপ্তানি বেড়েছে। শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ সেই শিক্ষিকার মৃত্যু যুক্তরাষ্ট্র সফর শেষে খুদা বখশ চৌধুরীর অনুপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি, আইনি এখতিয়ার বহির্ভূত ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার চুক্তির অধিকার ইউনূস সরকারের নেই’