প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, কোন দেশ থেকে কত? – ইউ এস বাংলা নিউজ




প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, কোন দেশ থেকে কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ৬:৫৩ 130 ভিউ
চলতি বছরের মার্চে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ)। জানুয়ারি-ফেব্রুয়ারিতেও শীর্ষ অবস্থানে ছিল দেশটি। যুক্তরাষ্ট্রের পরে এবারও দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এরপর রয়েছে সৌদি আরব। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এবার মার্চে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। মার্চে দেশে প্রবাসী আয় এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য (ইউকে), মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর। প্রতিবেদনে বলা হয়, মার্চে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে

পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ কোট ৮৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তৃতীয় সর্বোচ্চ ৪৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত সৌদি আরব থেকে। এছাড়া আলোচিত সময়ে যুক্তরাজ্য (ইউকে), মালয়েশিয়া, কুয়েত, ওমান, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ৯০ হাজার ডলার, ২৯ কোটি ৯ লাখ ১০ হাজার ডলার, ১৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার, ১৮ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ডলার, ১৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার, ১১ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার

ও ৯ কোটি ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বাহরাইন থেকে এসেছে পাঁচ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার, ফ্রান্স থেকে তিন কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, সাউথ আফ্রিকা থেকে তিন কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার, কানাডা থেকে দুই কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, অস্ট্রেলিয়া থেকে দুই কোটি এক লাখ ৭০ হাজার ডলার, সাউথ কোরিয়া থেকে এক কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার, জার্মানি থেকে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার, গ্রিস থেকে এক কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলার, স্পেন থেকে এক কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলার। জর্দান থেকে এক কোটি ৩৯ লাখ

৭০ হাজার ডলার, মালদ্বীপ থেকে এক কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, পর্তুগাল থেকে এক কোটি ২০ লাখ ৫০ হাজার ডলার, মরিশাস থেকে ৯২ লাখ ডলার, ব্রুনাই দারুসসালাম থেকে ৭৮ লাখ ৬০ হাজার ডলার, জাপান থেকে ৭৪ লাখ ৪০ হাজার ডলার, সুইডেন থেকে ৬৮ লাখ ১০ হাজার ডলার, পোল্যান্ড ৬৭ লাখ ৮০ হাজার ডলার, ইরাক থেকে ৬৫ লাখ ৬০ হাজার ডলার, ফিনল্যান্ড থেকে ৫০ লাখ ৯০ হাজার ডলার এবং বাহামাস থেকে ৪১ লাখ ২০ হাজার ডলার এসেছে। অন্যান্য দেশ মিলে প্রবাসী আয় এসেছে চার কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা? বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে ০৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের তিন ভাইয়ের ‘নিয়ন্ত্রণে’মোহাম্মদপুর-আদাবর এক হয়েছে পাঁচ গ্যাং ‘মব জাস্টিস’ প্রতিহত করতে কড়া বার্তা ৫১ বছর বয়সে রাকসুতে লড়ছেন মোর্শেদ আট বছর পর এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ ১৯৮৮ সালের পর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, নিহত ৩০ ইলিয়ানার কাছে মাতৃত্বই এখন প্রাধান্য স্বর্ণের সর্বোচ্চ দামে ভাঙল সব রেকর্ড ‘রাজনীতি শুধু পুরুষের কাজ, এই ধারণা ভাঙতে চাই’ ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত রাশিয়া-চীনের বলয়ে ভারত, কী হতে যাচ্ছে বিশ্বে? ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের পথে রাশিয়া