পৌরসভার বর্জ্যে হুমকিতে পায়রা নদী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩৭ অপরাহ্ণ

পৌরসভার বর্জ্যে হুমকিতে পায়রা নদী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩৭ 127 ভিউ
বরগুনার আমতলী দিয়ে বয়ে গেছে পায়রা বা বুড়িশ্বর নদী। আমতলী পৌর শহরের বর্জ্য ফেলা হচ্ছে এ নদীতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি দূষিত হচ্ছে নদী। ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও উৎপাদন। ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, গত তিন দশকে পৌরসভার উন্নয়নে শতকোটি টাকা ব্যয় হলেও দায়িত্বহীনতার কারণে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করেনি পৌর কর্তৃপক্ষ। নদীতে বর্জ্য ফেলা বন্ধের পাশাপাশি বর্জ্য পরিশোধনাগার নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জানা গেছে, ১৯৯৮ সালের ২৩ আগস্ট আমতলী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে এটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। সাত দশমিক ৭৫ বর্গকিলোমিটারের এ পৌরসভায় ৩৩ হাজারের অধিক মানুষের বসবাস। পৌরসভার ভেতর থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৬ টন বর্জ্য

তৈরি হয়। সরেজমিন দেখা গেছে, আমতলীর পায়রা নদীর তীরে বর্জ্যের স্তূপ। পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন নদী তীর ঘেঁষে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা ফেলছেন। কাক, মুরগি, কুকুর সেগুলো ঘাটাঘাটি করছে। বর্জ্য নদীর স্রোতে ভেসে যাচ্ছে। খোলা স্থানে এমনভাবে বর্জ্য ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এ নদীর পানি ব্যবহার করায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। একইভাবে ময়লা ফেলা হচ্ছে পায়রা নদী থেকে উৎপন্ন বাসুগী খালেও। পলিথিন, চিপস, বিস্কুটের খোসা ভাসছে খালের পানিতে। হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, কাচের বোতলসহ নানা ধরনের ক্লিনিক্যাল বর্জ্য দেখা গেছে সেখানে। শুধু পায়রা বা বাসুগী খাল নয়, ডাম্পিং স্টেশন না থাকায় ৬ নাম্বার ওয়ার্ডের কৃষি রোডের পূর্ব পাশের ডোবা, সাত ধারা, খোন্তাকাটা, সবুজবাগ, একে স্কুলসহ

বিভিন্ন স্থানে সড়ক ঘেঁষে ময়লার স্তূপ করে রেখেছে পৌর কতৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, ২০১৫ সালে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ঘোষিত হলেও বর্জ্য অপসারণে নির্ধারিত জায়গার ব্যবস্থাপনা করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। বিভিন্ন সময়ে পৌরসভার উন্নয়নে শত কোটি টাকারও বেশি ব্যয় হলেও ময়লা ফেলানোর নির্ধারিত জায়গা না করার জন্য সাবেক মেয়রকেই দায়ী করছেন বাসিন্দারা। আমতলী পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন লাইলী নামে এক নারীর চায়ের দোকান। তিনি বলেন, ‘আগে আমাদের এখানে অনেক লোক ঘুরতে আসতো। তাই দোকানটি দিয়েছিলাম। কিছুদিন ধরে পৌরসভার সব ময়লা এই নদীর পাশে এনে ফেলেছে। দুর্গন্ধে এখানে বাস করাই কষ্টকর। আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। তাই বাধ্য হয়ে এখানে থাকছি। এ নদীর পানি

আমাদের ব্যবহার করতে হয়। সেটাও এখন দূষিত হয়ে গেছে। পরিবারের সবাই বিভিন্ন রোগে ভুগছি।’ পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ব্লকে কাজ করেন দিনমজুর মেহেদী হাসান সোহেল। তিনি বলেন, ‘নদীতে ময়লা ফেলানোর ফলে আমাদের খুব ক্ষতি হচ্ছে। নদীর পাশে সরকারি বিভিন্ন প্রজেক্টের ব্লক বানানোর কাজসহ নৌযানের মালামাল এখানে খালাস করা হয়। এখানে প্রতিদিন দুই থেকে আড়াইশো দিনমজুর কাজ করে। আমাদের সব শ্রমিকদেরই পেটে সমস্যাসহ নানাবিধ সমস্যায় রয়েছে।’ পায়রা নদী রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমতলীর স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘পৌরসভায় বর্জ্য শোধনাগার না থাকার কারণে সবই নদীতে ফেলানো হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পায়রা নদীও দূষিত হচ্ছে। নদীতে মাছের আধিক্য কমে গেছে।

উপকূলের লোকজন নদীর পানি ব্যবহার করতে পারছে না।’ পায়রার দূষণ নিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মী এইচ এম রাসেল বলেন, ‘পৌরসভার বয়স ২৬ বছর। এর মধ্যেও পৌর কর্তৃপক্ষ একটি বর্জ্য শোধনাগার করতে পারেনি। আমতলীতে ঘোরার কোনো জায়গা না থাকায় প্রতিদিন বিকেলে নদীর পাড়ে অনেক মানুষ ঘুরতে আসতো। ময়লার জন্য সেটাও এখন বন্ধ হয়ে গেছে।’ এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ‘প্রত্যেক পৌরসভায় সরকারি নির্দেশনা অনুযায়ী নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র থাকতে হয়। এক্ষেত্রে বরগুনা সদর ছাড়া অন্য পৌরসভাগুলোতে নেই। আমরা দ্রুতই সরকারি নীতিমালা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের জন্য জমি ক্রয় বা অধিগ্রহণ করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাপ সমস্যায় কী করবেন ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ৬ সৌর প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি টাকার অনিয়ম: টিআইবি শাড়ি পরে দুঃসাহসিক স্টান্ট, বড় চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা মগবাজারে ফ্লাইওভার থেকে হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত এনরিখের সঙ্গে ‘আজীবন’ চুক্তি পিএসজির! অপতথ্য রোধে কাজ করা ৫ ব্যক্তির যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা মৃত্যুঝুঁকি নিয়ে বিধ্বস্ত ভবনে বাঁচার চেষ্টায় গাজাবাসী তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮ মস্কোতে ফের বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩ ত্বকের সমস্যা দূর করতে কমলার খোসা ভারতের সাথে বৈরিতা এখনই বন্ধ করুন: ঢাকাকে রাশিয়ার কড়া হুঁশিয়ারি ‘আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন, এখন নির্বাচন বানচালের চেষ্টা করছেন’: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ওমর বিন হাদি পাকিস্তান কানেকশন ও গোপন বৈঠক: স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান গোলাম আযম পুত্র! ইউনূসের সরকারের পৈশাচিকতায় মৃত্যুর মুখে লোহাগাড়া ছাত্রলীগ নেতা গ্লোবাল টিভির বার্তা প্রধানকে ছাঁটাই ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: কাঠগড়ায় রিফাত রশীদ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘মিসাইল’ উস্কানি: ইমোজি দিয়ে পূর্ণ সমর্থন জানালেন মীর আহমদ বিন কাসেম কোনো দল নিষিদ্ধ হলে লক্ষ্য অর্জন সম্ভব হবে না: ড. ইউনূসকে মার্কিন কংগ্রেস সদস্যদের বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টা পদে খলিলুর রহমানের নিয়োগ আটকাল সেনাবাহিনী: তারেক রহমান পাচ্ছেন এসএসএফ নিরাপত্তা