পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন? – ইউ এস বাংলা নিউজ




পুতিন কি ইউক্রেন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে খেলছেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ৭:২৪ 42 ভিউ
রাশিয়া যুক্তরাষ্ট্রকে তাদের দৃষ্টিভঙ্গি মেনে নিতে ও প্রচার করতে বাধ্য করেছে বলে দাবি করেছেন এক ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ‍অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ইহোর রোমানেঙ্কো। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ হওয়া উচিত, তা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরই চাপানো বয়ান। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক এই উপপ্রধান বলেন, ‘পুতিন তার বয়ান ট্রাম্পের ওপর চাপিয়ে দিয়েছেন। ট্রাম্প এখন তা পুনরাবৃত্তি করেন, কার্যকর করতে চান এবং ইউক্রেনকে ভয় দেখান ও এই বলে চাপে ফেলেন যে, দেশটি ইতোমধ্যেই এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে’। যদিও পশ্চিমা কিছু বিশ্লেষক এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রোখিন বলেন, ‘এ ক্ষেত্রে পুতিন নিজেকে নিয়েই খেলেছেন।

আলোচনা ব্যর্থ হয়েছে উভয় পক্ষের কারণে। তবে জেলেনস্কি নৈতিকভাবে এগিয়ে গেছেন। কারণ তিনি আরও দীর্ঘ অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প তার প্রতি মোটামুটি সন্তুষ্ট’। পুতিন সম্প্রতি তিন দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা ৮ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর থাকবে। যার ফলে রাশিয়া নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে মস্কোর রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ করতে পারে। এছাড়াও এই সময়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সাবেক সোভিয়েত, পূর্ব ইউরোপ এবং লাতিন আমেরিকার নেতাদের আতিথ্য দেওয়ারও পরিকল্পনা করেছেন। এর মধ্যে শি জিনপিং ইতোমধ্যেই রাশিয়া সফরে রয়েছেন। এদিকে পুতিনের এই সাময়িক অস্ত্রবিরতির জবাবে জেলেনস্কি এক মাসব্যাপী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে মিত্রোখিন বলেন, ‘পুতিন তার

আসল চেহারা দেখিয়েছেন। তিনি মূলত একজন অগ্রহণযোগ্য নেতা, যিনি কেবল ছোটখাটো, স্বল্পমেয়াদি প্রস্তাব দিয়েই ক্ষান্ত থাকেন’। জার্মান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক আরও বলেন, ‘ট্রাম্পের ঘরানার অংশ হিসেবে পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ঘনিষ্ঠতা, ইউক্রেনকে অতিরিক্ত অস্ত্র সহায়তা এবং রাশিয়ার ওপর আরও শক্তিশালী নিষেধাজ্ঞা আসতে পারে’। একই সঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ট্রাম্পের এই ‘অপূর্ব কৌশল’ এখনো চূড়ান্ত নয়। মে মাসে যদি ট্রাম্প-পুতিনের মধ্যে কোনো ‘ভাগ্য-পরিবর্তনকারী’ বৈঠক বা আলোচনা হয়, সেক্ষেত্রে একটা নতুন মোড় নিতেই পারে’। ট্রাম্পের ‘চূড়ান্ত প্রস্তাব’ এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার ১০০ দিনের বেশি সময় পার হয়ে গেলেও একটি

সাময়িক যুদ্ধবিরতির ছায়াও দেখা যাচ্ছে না। ট্রাম্পের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও, এপ্রিলের শেষ দিকে সংবাদমাধ্যমে ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, প্রস্তাবটি মূলত মস্কোর স্বার্থ রক্ষা করে এবং কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে কিছুই বলে না। ফাঁস হওয়া তথ্যে উল্লেখ ছিল— • ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদে নিষেধাজ্ঞা; • যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি; • ইউক্রেনের ৪টি অঞ্চলের রাশিয়া-অধিকৃত অংশকে ‘ডি ফ্যাক্টো’ স্বীকৃতি; • যুদ্ধবিরতির মাধ্যমে বর্তমান ফ্রন্টলাইন বরাবর সীমারেখা স্থিরকরণ; এবং • রাশিয়ার বিরুদ্ধে সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অন্যদিকে কিয়েভের হাতে আবারও ফিরে আসবে— • ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র; • ২০২৩ সালে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বিশাল বাঁধ; এবং • পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু ছোট ভূখণ্ড। মারিয়া কুচেরেঙ্কো নামে কিয়েভের এক বিশ্লেষক এ প্রস্তাবের বিষয়ে বলেন,

‘এই আপস ঘৃণ্য। রাশিয়ার লুণ্ঠন, ধর্ষণ, হত্যা ও দখলের ইচ্ছার বিপরীতে আমাদের বাঁচার ও স্বাধীনতার অধিকার—এ দুয়ের মধ্যে কীসের আপস?’ তিনি যোগ করেন, ‘রাশিয়া শুধু সেটুকুই করে, যতটুকু তাকে করতে দেওয়া হয়। আগ্রাসনের প্রতি চোখ বুজে থাকলে কিছুই থামবে না’। রাশিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এদিকে দোনেৎস্কে যুদ্ধরত ও অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা এক ইউক্রেনীয় যোদ্ধা কিরিল সাজোনভ বলেন, ‘মস্কো শান্তি আলোচনাকে শীতের দিকে ঠেলে দিচ্ছে এবং গ্রীষ্মে বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে’। তিনি আরও বলেন, ‘এই আলোচনার কোনো মানে হয় না। হোয়াইট হাউস চাইলে আলোচনা থেকে বেরিয়ে আসতে পারে, তাতে কিছুই যায় আসে না’। এদিকে সম্প্রতি খনিজসম্পদ চুক্তি সই হওয়ার পর যুক্তরাষ্ট্র আলোচনায় পিছিয়ে পড়েছে। এ

নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘তাদের (ইউক্রেন-রাশিয়া) নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই এই নিষ্ঠুর যুদ্ধ থামাতে হবে’। কিয়েভ-ভিত্তিক এক বিশ্লেষকের মতে, ট্রাম্প এখন এই খনিজ চুক্তিকে একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখাচ্ছেন, যা তিনি শি জিনপিং-এর সঙ্গে আসন্ন বৈঠকের আগে ব্যবহার করতে চান। বিশ্লেষক ইগার তিশকেভিচ বলেন, ‘রাশিয়া চায় কেবল ইউক্রেনের পূর্ণ বা আংশিক আত্মসমর্পণ। কিন্তু কিয়েভ যেহেতু এখনো লড়াই করছে, তাই ট্রাম্পের জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা এখন অর্থহীন’। এদিকে রুশ প্রোপাগান্ডা হোস্ট ভ্লাদিমির সলোভিয়েভ নিজের রোববারের শো-তে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ট্রাম্প মোহ কি কেটে গেল? আমরা কি সুস্থতার পথে ফিরছি?’ তিনি আরও বলেন, ‘আমরা এমন সময়ে বাস করছি, যখন কেবল আমাদের অঞ্চলই মানসিকভাবে

সুস্থ’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের ৩৩ ওষুধের দাম কমলো, ১১৬ কোটি টাকা সাশ্রয় যতীন সরকার মারা গেছেন ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’ ডেঙ্গু আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৫ চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন ৩ দাবিতে দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের আন্দোলন সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জুলাই সনদ ও সংস্কার মানে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, লুটপাটের রাম রাজত্ব। রাতের আঁধারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন প্রেমিক! ঘুম ভাঙতেই যা ঘটল সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা সুপ্রিম কোর্ট-প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ রামগতিতে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় নিহত বেড়ে ২ নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন পুতিন, দাবি জেলেনস্কির রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম ‘আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব’— শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার’ এইবার আর চুপ নয় সমস্ত শক্তি দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে লড়াই চালিয়ে যাব: কৃষ্ণা বালা রানী