পাচারের টাকায় দুবাইয়ে বাপবেটার ৩৩ তলা ভবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫
     ৪:৪২ পূর্বাহ্ণ

আরও খবর

হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ

স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’

জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প

গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট?

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর

মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয়

পাচারের টাকায় দুবাইয়ে বাপবেটার ৩৩ তলা ভবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৫ | ৪:৪২ 105 ভিউ
বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ও শায়ান রহমানের মতো পিতা-পুত্র মিলে দুবাইয়ে অর্থ পাচার করেছে সিলেটের ব্যবসায়ী গোষ্ঠী ফকর ব্রাদার্সের দুই কর্ণধার বাপ-ছেলে। প্রথমে কয়লা ও পাথর আমদানির আড়ালে সংযুক্ত আরব আমিরাতে টাকা পাচার করেছেন এবং সেই টাকায় কিনেছেন দেশটির গোল্ডেন ভিসা। এরপর জুমেইরাহ ভিলেজ সিটিতে যৌথ অংশীদারত্বের ভিত্তিতে গড়ে তুলেছেন বিশাল অট্টালিকা। আবার দেশেও সম্পদের প্রকৃত তথ্য আয়কর নথিতে গোপন করে অর্ধশত কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। এই দুই ব্যক্তি হলেন- ফকর ব্রাদার্সের চেয়ারম্যান ফকর উদ্দিন আলী আহমেদ ও তার ছেলে ফকরুস সালেহিন নাহিয়ান। তথ্যানুসন্ধানে জানা গেছে, দুবাইয়ের জুমেইরাহ ভিলেজ সিটিতে (প্লট নং-৬৮১৬৪৮১) এক ৯৫০ স্কয়ার মিটার জায়গার ওপর

৩৩ তলাবিশিষ্ট সাফায়া ৩২ নামে একটি ভবন নির্মাণ করে দার আল কারামা নামে একটি রিয়েল এস্টেট কোম্পানি। যৌথ অংশীদারত্বের ভিত্তিতে এই কোম্পানির মালিকানায় আছেন ফকর উদ্দিন ও তার ছেলে ফকরুস সালেহিন নাহিয়ান। এই ভবনে ২২৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার সিঙ্গেল বেডরুমের একটি ফ্ল্যাটের দাম বাংলাদেশি মুদ্রায় পৌনে ২ কোটি টাকা থেকে শুরু। অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট (সিআইসি) পিতাপুত্রের কর ফাঁকি ও দেশের সম্পদের তথ্য খতিয়ে দেখা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ফকর ব্রাদার্স সংশ্লিষ্ট ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সূত্র জানায়, জানুয়ারিতে সিআইসির উচ্চপর্যায়ের একটি তদন্ত দল দুবাইয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের অর্থ

পাচার অনুসন্ধানে যায়। ওই তদন্ত দল, ফকর ব্রাদার্সসহ শতাধিক ব্যক্তির অর্থ পাচারের প্রমাণ পায়। ইতোমধ্যে একাধিক ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সিআইসির প্রাথমিক প্রতিবেদনের তথ্যমতে, সম্পদ ও বিনিয়োগের তথ্য গোপন করে ফকর ব্রাদার্সের ফকর উদ্দিন আলী আহমেদ, ফালাহ উদ্দিন আলী আহমেদ, সালাহ উদ্দিন আহমেদ, ফয়েজ হাসান ফেরদৌস, ফকরুস সালেহিন নাহিয়ান কর ফাঁকি দিয়েছেন। এই করদাতারা নিজ নামে পাথর ও কয়লা আমদানি করে তা তাদের অংশীদারি প্রতিষ্ঠানের আয়কর নথিতে ২০১৭-১৮ করবর্ষ হতে প্রদর্শনের মাধ্যমে শুধু সারচার্জ ও এ সংক্রান্ত জরিমানা বাবদ ৫০ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। এছাড়া আলোচ্য করদাতারা নিজ নামে বসুন্ধরা আবাসিক এলাকায় জমি ক্রয় ও ওই জমিতে স্পোর্টস

কমপ্লেক্স হতে ভাড়ার আয় গোপন করেছেন। পাশাপাশি গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় এবং দামি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে প্রকৃত বিনিয়োগের তথ্য গোপনের মাধ্যমে আয়কর ফাঁকি দিয়েছেন। এছাড়াও তাদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ লিমিটেডের নামে গুলশানে কমার্শিয়াল স্পেস ক্রয়ে প্রকৃত বিনিয়োগ গোপনের মাধ্যমে আয়কর ফাঁকি দিয়েছে। এ সংক্রান্ত আয়কর এবং জরিমানা বাবদ ৮ কোটি টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। এতে বলা হয়েছে, ফকর উদ্দিন আলী আহমেদ ও ফকরুস সালেহীন নাহিয়ান দুবাইতে (৩২, জেভিসি ডিস্ট্রিক্ট ১২ জুমেইরাহ ভিলেজ সার্কেল, আল বারসা) নির্মাণাধীন ৩৩ তলা বিশিষ্ট টাওয়ারে বিনিয়োগ করেছেন। সাফায় ৩২ নামের প্রকল্পটিতে স্টুডিও অ্যাপার্টমেন্ট, ১ বেডরুম, ২ বেডরুম এবং ৩ বেডরুম অ্যাপার্টমেন্ট মিলে সর্বমোট ২২৪টি অ্যাপার্টমেন্ট প্রস্তুত

করা হচ্ছে। এই ভবনে কমন স্পেস, জিম, সুইমিংপুলসহ নাগরিক সব সুযোগ-সুবিধা রয়েছে। এই প্রকল্পে বিনিয়োগের তথ্য তাদের কর নথিতে দেখানো হয়নি। তদন্তসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ফকর ব্রাদার্সের কর ফাঁকি অনুসন্ধান শুরু করা হয়। প্রাথমিকভাবে কর ফাঁকির প্রমাণও পাওয়া গেছে। অনুসন্ধানের হাত থেকে বাঁচতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি এবং ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। এই প্রতিষ্ঠানের কর ফাঁকির অনসুন্ধান বন্ধ করতে ইতোমধ্যে জাতীয় দলের সাবেক একজন ক্রিকেটার, জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা, সাবেক সেনাসদস্য, আয়কর ও কাস্টমস কর্মকর্তা, এমনকি একজন গার্মেন্টস মালিকও সিআইসি এবং সরকারের বিভিন্ন দপ্তরে তদবির করছেন। আয়কর আইনে বাংলাদেশি করদাতাদের বিদেশে রক্ষিত সম্পদ রিটার্নে প্রদর্শনের বাধ্য-বাধকতা আছে। যদি

রিটার্নে সম্পদ প্রদর্শন করা না হয় তাহলে জরিমানার বিধান রয়েছে। আয়কর আইনের ২১ ধারায় বলা আছে, কোনো বাংলাদেশি করদাতার রিটার্নে অপ্রদর্শিত বিদেশে থাকা সম্পত্তির সন্ধান পাওয়া গেলে এবং সম্পত্তি অর্জনের উৎস বা প্রকৃতি সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা উপস্থাপনে তিনি ব্যর্থ হলে অথবা ব্যাখ্যা সন্তোষজনক না হলে ওই সম্পত্তির বাজার মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা আদায় করবেন উপ-কর কমিশনার। তবে জরিমানা আরোপের ক্ষেত্রে করদাতাকে যুক্তিসংগত শুনানির সুযোগ দিতে হবে। জরিমানার টাকা করদাতার কোনো পরিসম্পদ বা করদাতার পক্ষে অন্য কেউ কোনো পরিসম্পদ অর্জন করলে তা বিক্রি বা বাজেয়াপ্ত করে আদায় করা যাবে। বিদেশে থাকা সম্পত্তির বিষয়ে দেশে ও বিদেশে অনুসন্ধান ও তদন্ত করা

যাবে। প্রয়োজনে বিদেশে গিয়ে অনুসন্ধানকারীরা সম্পত্তি ও সম্পত্তির এলাকা চিহ্নিতকরণ এবং মূল্য নির্ধারণ করতে পারবেন। এ বিষয়ে ফকরুস সালেহিন নাহিয়ান বলেন, দুবাইতে সাফায়া ৩২ নামে যেই প্রোপার্টির কথা বলা হচ্ছে, সেটি আসলে একটি ইন্টিলেকচুয়্যাল প্রোপার্টি। এই ভবন নির্মাণে বাংলাদেশ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। আমরা শুধু অ্যাপার্টমেন্ট বিক্রির পার্টনার হয়েছি। যেটার চুক্তি ২০২৪ সালের ২ জুলাই করা হয়েছে। সেই চুক্তিনামা আমাদের কাছে আছে। অর্থাৎ আয়কর আইন অনুযায়ী এখনো প্রোপার্টির বিস্তারিত আয়কর আইনে দেখানোর সুযোগ আছে। তাই এটিকে এখনই কর ফাঁকি বলা যাবে না। তিনি আরও বলেন, বসুন্ধরায় আমাদের জমিতে দ্য স্টেডিয়াম নামে যেই খেলার মাঠের আয় দেখানো হচ্ছে, তার সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই। জায়গাটি আমাদের কয়েকজন কর্মচারীকে রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়েছিল। তারা এটিকে সামান্য ডেভেলপ করে বাচ্চাদের ফুটবল খেলার মাঠ হিসাবে রূপান্তর করেছে। এখান থেকে যে আয় হয়, সেটিও তারা নেয়। কর ফাঁকি দেওয়া প্রসঙ্গে নাহিয়ান বলেন, আমরা ব্যবসা করি। আইন-কানুন কম জানি। আমাদের ভুল হতেই পারে। কিন্তু এনবিআর আমাদের ফার্ম ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা হিসাবে ট্যাক্স কার্ড দিলেও তারাই এখন আবার বলছে, আমাদের ব্যবসার ধরন প্রোপাইটারশিপ। ভুল আমরা করলেও ভুল তো তাদেরও আছে। আমাদের ভুলের শাস্তি তারা দিচ্ছে, তাদের ভুলের শাস্তি কে দেবে?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’ জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয় ঢাকায় ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান: সেনাবাহিনীতে ‘ইসলামীকরণ’ ও আইন লঙ্ঘন নিয়ে বিতর্ক নয়াদিল্লিতে আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন: কর্মীদের উচ্ছ্বাস, আন্তর্জাতিক প্রচার জোরদারের নির্দেশ শেখ হাসিনার হাইকোর্টের রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রামীণফোনকে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ দেয়ার নজিরবিহীন তোড়জোড়! ড: ইউনুস রাষ্ট্রকে ভিক্ষার পণ্যে পরিণত করা এক আন্তর্জাতিক দালাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নীল নকশার প্রতিবাদে ও ইউনুস সরকারের পদত্যাগ দাবিতে ২০১ প্রকৌশলীর বিবৃতি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি