পশ্চিমা মদদে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা – ইউ এস বাংলা নিউজ




পশ্চিমা মদদে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 58 ভিউ
পশ্চিমাদের মদদে মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী গ্রামগুলোয় জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির অভ্যন্তরেও ঢুকে পড়ে ইসরাইলি সেনারা। মঙ্গলবার এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোয় ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সম্মতিতেই লেবাননে প্রবেশ করেছে ইসরাইলের স্থলবাহিনী। আলজাজিরা, এএফপি। সোমবার ইসরাইলের সম্ভাব্য স্থল অভিযানের কথা সংবাদমাধ্যমকে জানান মার্কিন কর্মকর্তারা। সিএনএনের খবরে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে ‘ছোট পরিসরে’ বিশেষ ‘অভিযান’ পরিচালনা করেছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ‘এটার (স্থল অভিযান) বিষয়ে ইসরাইল আমাদের অবহিত করেছে। এখন এটা বাস্তবায়ন

করা হচ্ছে। সীমান্ত এলাকায় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে অভিযান চালানো হয়েছে।’ এছাড়াও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, তিনি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বলেছেন, ওয়াশিংটন লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় সশস্ত্র হিজবুল্লাহকে সরিয়ে দিতে স্থল আক্রমণের প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত। অস্টিন আরও বলেন, আমি স্পষ্ট করে দিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। মঙ্গলবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ একই ধরনের একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ইসরাইলের সীমিত অভিযানকে ন্যায্য বলে দাবি করেছে তারা। এতে আরও বলা হয়েছে, তারা স্থল হামলা সম্প্রসারণের বিরুদ্ধে এবং লেবাননের সঙ্গে ইসরাইলের সীমান্তে স্থায়ী স্থিতিশীলতা অর্জনে কূটনৈতিক সমাধানকে একমাত্র উপায় হিসাবে মনে করে। যদিও

ইসরাইলের স্থল অভিযানের বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেছেন লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেন, আমাদের যোদ্ধা ও ইসরাইলি সেনাদের মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হয়নি। তবে আমরা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে ইসরাইলের অতর্কিত হামলায় লেবাননে সোমবার এক দিনে ৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই সপ্তাহ ধরে চলা মুহুর্মুহু হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে তেল আবিবে অবস্থিত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার এক

প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। হিজবুল্লাহ বলছে, তারা তেল আবিবে অবস্থিত মোসাদ এবং ইউনিট ৮২০০’র সদর দপ্তর লক্ষ্য করে ‘ফাদি-৪’ রকেট উৎক্ষেপণ করেছে। হিজবুল্লাহর রকেট হামলায় মোসাদ সদর দপ্তরের কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেক্সিকোতে প্রথমবারের মতো বার্ড ফ্লু আক্রান্ত মানব রোগী শনাক্ত গাজায় বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ছে মরদেহ! জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে কর্মস্হলে ফিরছে মানুষ তিন মাসে ৬৮২ ভারতীয়কে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র! ঈদের ছুটি শেষ, চুলা জ্বালানো নিয়ে বিশেষ সতর্কবার্তা জিবলি ট্রেন্ডে গা ভাসিয়ে যেভাবে নিজের মারাত্মক বিপদ ডেকে আনছেন আল্লাহ কবে হবে এর বিচার: আসিফ নজরুল স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স বাগেরহাটে সালিশি টাকা ঘিরে সংঘর্ষ: আহত ১০, আটক ৯ কালিয়াকৈরে আগুনে পুড়ছে বনাঞ্চল, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ ফরিদপুরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার ব্রাউজারে নিরাপত্তা যখন প্রশ্ন রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: প্রধান বিচারপতি ঈদের ছুটিতে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী ছাগল খোঁয়াড়ে দেওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেপ্তা‌র পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার প্রিমিয়ার লিগে চারে থাকা নিয়ে পাঁচ দলের লড়াই সিনেমার টিকিটের জন্য যুদ্ধ, কাউন্টার থেকে ফিরে যাচ্ছে অনেকে পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ১৮২তম