নেতৃত্ব পেলেন মিমো, টানা পঞ্চম শিরোপার লক্ষ্য – ইউ এস বাংলা নিউজ




নেতৃত্ব পেলেন মিমো, টানা পঞ্চম শিরোপার লক্ষ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৯:১৭ 52 ভিউ
এবারের এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে বাংলাদেশ দলের অধিনায়ক হতে যাচ্ছেন অভিজ্ঞ ফরোয়ার্ড পুস্কর ক্ষিসা মিমো–এমন ধারণা আগেই পাওয়া যায়। অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মিমোর নাম ঘোষণা করেছে হকি ফেডারেশন। টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই খেলোয়াড় ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন। জাতীয় দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের অন্যতম মিমো। সেই ২০০৯ থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন। এরই মধ্যে লাল-সবুজ জার্সিতে ম্যাচের সেঞ্চুরিও পূর্ণ করা হয়ে গেছে তার। ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। অধিনায়কের দায়িত্ব পেয়ে মিমো গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় দলে অধিনায়ক হওয়া বড় সম্মানের। অধিনায়কত্ব পেয়ে দায়িত্ব আরও বেড়েছে। এবারও

যেন দল চ্যাম্পিয়ন হয়, সেই চেষ্টা করবো।’ ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এএইচএফ কাপ, এটা এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এএইচএফ কাপের বাংলাদেশ দল হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন,

রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘুমের মধ্যেই ধর্ষণ- সাবেক এমপির স্ত্রীর বিস্ফোরক অভিযোগ সাগরিকার হ্যাটট্রিকে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয় মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌফিক উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ইইউ ও যুক্তরাজ্যের সমবেদনা পরিচয় শনাক্ত হলে দ্রুত মরদেহ হস্তান্তর, না হলে ডিএনএ টেস্ট উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস দগ্ধ ৫১ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, বেশিরভাগই শিশু: পরিচালক এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই: সাকিব উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন তৌকির : আইএসপিআর চার লাখ টাকায় হজের নিবন্ধন শুরু ২৭ জুলাই নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জানতে জরুরি নম্বর ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই নির্বাচনে বড় ধাক্কা খেলেও পদত্যাগে রাজি নন জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ পুরানা পল্টনে ককটেল বিস্ফোরণ গাজীপুরে একদিনে ৩ খুন চট্টগ্রামে বাসে দুর্বৃত্তদের আগুন গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া