নেতৃত্ব পেলেন মিমো, টানা পঞ্চম শিরোপার লক্ষ্য – ইউ এস বাংলা নিউজ




নেতৃত্ব পেলেন মিমো, টানা পঞ্চম শিরোপার লক্ষ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ | ৯:১৭ 12 ভিউ
এবারের এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে বাংলাদেশ দলের অধিনায়ক হতে যাচ্ছেন অভিজ্ঞ ফরোয়ার্ড পুস্কর ক্ষিসা মিমো–এমন ধারণা আগেই পাওয়া যায়। অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মিমোর নাম ঘোষণা করেছে হকি ফেডারেশন। টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন দুই খেলোয়াড় ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন। জাতীয় দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের অন্যতম মিমো। সেই ২০০৯ থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন। এরই মধ্যে লাল-সবুজ জার্সিতে ম্যাচের সেঞ্চুরিও পূর্ণ করা হয়ে গেছে তার। ২০১৭ সালে ঢাকায় এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। অধিনায়কের দায়িত্ব পেয়ে মিমো গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় দলে অধিনায়ক হওয়া বড় সম্মানের। অধিনায়কত্ব পেয়ে দায়িত্ব আরও বেড়েছে। এবারও

যেন দল চ্যাম্পিয়ন হয়, সেই চেষ্টা করবো।’ ১৭ থেকে ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এএইচএফ কাপ, এটা এশিয়া কাপের বাছাইপর্বও। এই প্রতিযোগিতার শেষ চার আসরের শিরোপাজয়ী বাংলাদেশ। তাই এবারও তাদের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এএইচএফ কাপের সপ্তম আসরে পুল ‘বি’ তে থাকা বাংলাদেশের চার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে। প্রিলিমিনারি রাউন্ড এবং স্থান নির্ধারণী ম্যাচ শেষে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এএইচএফ কাপের বাংলাদেশ দল হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা মিমো (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন,

রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে: হামাস ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ঢাকায় বিক্ষোভের ঘোষণা আজহারির, উপস্থিত থাকবেন নিজেই গাজাবাসীকে রক্ষায় দরকার বাংলাদেশি ক্যাপ্টেনের মতো সাহসী এয়ার স্ট্রাইকার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের ছবিটি নিয়ে যা জানা গেল সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত মার্চে রপ্তানি আয়ে সুখবর দিল ইপিবি ফিরেই নান্নুদের কাঠগড়ায় তুললেন নাসির আইসিসির গ্রেফতার এড়িয়ে যেভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছালেন নেতানিয়াহু এফএ কাপ জয়ের মুহূর্তে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে মুখর বায়তুল মোকাররম এলাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বরখাস্ত নির্বাচনি আচরণবিধির খসড়া তৈরি, প্রচারণায় পোস্টার থাকছে না: ইসি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা আফগানিস্তানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আইপিএল গাজার জন্য ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক এলো কোথা থেকে? বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজায়’ অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর ‘আমার গল্পটা মনে রেখো, আমি কেবল একটা সংখ্যা নই’ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা