দুই মার্কিন জাহাজ কেনার চুক্তি আজ – ইউ এস বাংলা নিউজ




দুই মার্কিন জাহাজ কেনার চুক্তি আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১১ 11 ভিউ
মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে চীনের শিপইয়ার্ডে তৈরি দুটি জাহাজ কিনছে সরকার। রোববার (২১ সেপ্টেম্বর) পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সঙ্গে জাহাজ সরবারহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে। গত জুনে নতুন এ দুটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল। বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার জন্য ৩ জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিএসসি। ৫৫ থেকে ৬০ হাজার টন পণ্য পরিবহন সক্ষমতার জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সরবরাহকারী প্রতিষ্ঠান চীনের নেন ইয়াং শিপইয়ার্ডে নির্মাণ করছে। গত ১৭ আগস্ট সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদে জাহাজ দুটি কেনার অনুমোদন দেওয়ার সময় একটির নির্মাণকাজ প্রায়

৯০ শতাংশ শেষ হয়েছিল। আরেকটির কাজ ৫০ শতাংশের বেশি শেষ হয়। ১ হাজার ১৬২ কোটি ৯৬ লাখ টাকায় জাহাজ কেনার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের পরদিন ৪ জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিএসসি। নৌপরিবহন মন্ত্রণালয়ের এ প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। কিন্তু জাহাজ দুটির অধিকাংশ নির্মাণকাজ আগেই শেষ হওয়া থাকায় চলতি বছরেই বাংলাদেশের বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে। জানতে চাইলে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমাদের মোট ২২টি জাহাজ সংগ্রহের লক্ষ্য রয়েছে। দুটি জাহাজ সংগ্রহের মধ্য দিয়ে এ কাজে গতি বাড়ছে। এরই মধ্যে অনেকেই আগ্রহ দেখাচ্ছে। নতুন দুই জাহাজ বিএসসিতে যুক্ত হলে

বছরে ১৫০ কোটি টাকা ফরেন কারেন্সি (বৈদেশিক মুদ্রা) আয় বাড়বে। আন্তর্জাতিক পর্যায়ে আমরা দক্ষ শিপিং সেবা দিতে পারব। একই সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশ পরিবেশবান্ধব গ্রিন শিপিংয়ের সম্মান অর্জন করবে।’ বিএসসি সূত্র বলছে, প্রস্তাবে আসা জাহাজগুলোর বিভিন্ন কারিগরি বিষয়াদি যাচাই-বাছাই করা হয়েছে। সেইসঙ্গে মূল্যায়ন কমিটি সরেজমিন জাহাজের নির্মাণ অবস্থা পর্যবেক্ষণ করে। জাহাজের স্পেসিফিকেশন প্রস্তুত এবং কারিগরি মূল্যায়নে বিশেষজ্ঞ সেবা গ্রহণ করা হয়। কারিগরি ও আর্থিক মূল্যায়ন-পরবর্তীতে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারসের প্রস্তাবিত দুটি জাহাজের মোট দাম ৭৬ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ৮০ দশমিক ৪০ মিলিয়নের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম। বিএসসির বহরে যুক্ত হতে যাওয়া জাহাজগুলোয়

জ্বালানি খরচ হ্রাস ও পরিচালন দক্ষতা বেশি; বাতাসের বাধা কমিয়ে গতি ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে; হাইড্রোডাইনামিক ড্র্যাগ কমিয়ে জাহাজের গতি বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয় করে; প্রধান ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড নির্গমন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে, যা পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমায়; নকশা ও প্রযুক্তিগত সমাধানগুলো জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ডসম্মত এবং আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নির্ধারিত সর্বশেষ পরিবেশগত মানদণ্ড পূরণ করে। জাহাজে উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। জার্মান লাইসেন্সে জাহাজ দুটি চীনে তৈরি হচ্ছে। এতে স্পেনের পাম্প ও নরওয়ের কম্প্রেশার ব্যবহার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর আগামী অক্টোবরে প্রথম জাহাজ এবং ডিসেম্বরে দ্বিতীয় জাহাজ বিএসসিকে হস্তান্তর

করা হবে। আধুনিক কারিগরি বৈশিষ্ট্য ও পরিবেশবান্ধব প্রযুক্তি সমৃদ্ধ এই দুটি জাহাজ বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বাড়বে, যা হবে দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন। ৫৩ বছর আগে যাত্রা করা বিএসসির বহরে শুরুর দিকে ছিল মাত্র দুটি জাহাজ। এরপর বিভিন্ন সময়ে আরও ৪৪টি যুক্ত হয়। তবে আয়ুষ্কাল ফুরিয়ে যাওয়ায় নব্বইয়ের দশকের শেষে ৩৬টিকেই পাঠানো হয় অবসরে। কমতে কমতে জাহাজের সংখ্যা আবারও দুটিতে নেমে আসে। ২০১৮ সালে চীনের কাছ থেকে কেনা ছয়টি যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়ায় আটটি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। পরে গত বছরের সেপ্টেম্বর

ও অক্টোবরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ‘এমটি বাংলার জ্যোতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’ নামে আরও দুটি জাহাজ। পরে এ দুটি জাহাজ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। ফলে বর্তমানে বিএসসির বহরে জাহাজের সংখ্যা কমে পাঁচটিতে নেমে এসেছে, যা সংস্থাটির নতুন জাহাজ সংগ্রহের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির জন্য আরও তিনটি জাহাজ কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। সব মিলিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিএসসির জন্য পাঁচটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আরও ছয়টি জাহাজ কেনার বিষয়েও প্রাথমিক অনুমোদন দিয়েছে বিএসসির পর্ষদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পূর্ণিমা বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক সড়কের কাজ কাগজে, বাস্তবে নেই দুই মার্কিন জাহাজ কেনার চুক্তি আজ রাবিতে পোষ্য কোটা স্থগিত ৫ দিনে মূলধন কমেছে দুই হাজার ৬৬১ কোটি টাকা ঋণ দিয়ে ২১৩ কোটি টাকা ঘুষ নেন সাইফুজ্জামান সময় বদলে দেদার চলছে রাজধানীর সিসা বার প্রকল্পে অপচয়ের উৎসব বাড়ল স্বর্ণের দাম রাজপথে নামতে যাচ্ছে এশিয়ার আরেক দেশের মানুষ পোষ্য কোটা পুর্নবহালের প্রতিবাদে টানা বৃষ্টিতেও আমরণ অনশন, অসুস্থ দুই শিক্ষার্থী টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র ইসরাইল পর্যন্ত পৌঁছাতে সক্ষম ছেলের চেয়ে ৬ বছরের ছোট তরুণকে বিয়ে করলেন জাপানি নারী সাইবার হামলায় ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক সহায়তা পেতে যাচ্ছে? শবনম ফারিয়ার দ্বিতীয় স্বামীকে নিয়ে যা বললেন পিয়া মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৫ বিদেশি কর্মী আটক শিরোপা ছাপিয়ে আলোচনায় ভেন্যু