তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের বিদায়: কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের কল্পলোকের রুপকারের প্রস্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫
     ১১:৪১ অপরাহ্ণ

আরও খবর

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী

বাংলাদেশের গার্মেন্টসশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে অবৈধ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা

প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার

ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি

‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন

*জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা*

আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার

তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসানের বিদায়: কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের কল্পলোকের রুপকারের প্রস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ১১:৪১ 37 ভিউ
বাংলাদেশের সাহিত্যজগতে একটি অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা রকিব হাসান আর নেই। বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স্ক বার্ধক্যজনিত জটিলতায় কিছুদিন ধরে ভুগছিলেন তিনি, বিশেষ করে দুটি কিডনির বিকল হওয়ায় সপ্তাহে দু’দিন নিয়মিত ডায়ালাইসিস নিতেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর, যিনি ফেসবুকে পোস্ট করে বলেছেন, “তিন গোয়েন্দা এবং সেবা প্রকাশনীর পাঠকদের জানাই যে, রকিব হাসান আর নেই।” রকিব হাসানের মৃত্যুতে সাহিত্যপ্রেমী, বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার লেখা ‘তিন গোয়েন্দা’ সিরিজ কেবল গোয়েন্দা কাহিনি নয়,

বরং কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের অবিচ্ছেদ্য অংশ। এই সিরিজের মাধ্যমে হাজারো যুবক-যুবতী রহস্যের জগতে প্রবেশ করেছে, যা তাদের কল্পনাশক্তিকে উজ্জীবিত করেছে। সেবা প্রকাশনীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল; এখানেই ‘তিন গোয়েন্দা’র ১৬০টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন, যা বাংলা সাহিত্যে থ্রিলারের নতুন দিগন্ত খুলে দিয়েছে। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে, যেখান থেকে তিনি স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। এসএসসি ও এইচএসসি ফেনী থেকে এবং বিএসসি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে সম্পন্ন করেন। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যোগ দিলেও বাঁধাধরা অফিসজীবন তার মনের সাথে মিলেনি। রহস্যপত্রিকার সহকারী

সম্পাদক হিসেবে কাজ করার সময় থেকেই লেখালেখির প্রতি তার আকর্ষণ জন্ম নেয়। অবশেষে সব ছেড়ে লেখকের পথ বেছে নেন তিনি। প্রথম বই প্রকাশিত হয় ১৯৭৭ সালে ছদ্মনামে, কিন্তু স্বনামধন্য হয়ে ওঠেন ‘তিন গোয়েন্দা’ সিরিজের মাধ্যমে। মূলত রবার্ট আর্থারের ‘থ্রি ইনভেস্টিগেটরস’ সিরিজ অবলম্বনে এটি শুরু হয়, কিন্তু রকিব হাসানের অসাধারণ লেখনশৈলীতে এটি পেয়েছে সম্পূর্ণ বাংলাদেশী স্বাদ। জুপিটার জো, পিট ক্রেন ও ববস আরোয়ান—কিশোর পাশা, রবিন মিলফোর্ড, মুসা আমান এই তিন তরুণ গোয়েন্দার অ্যাডভেঞ্চার কাহিনিগুলোতে রহস্য, উত্তেজনা এবং বন্ধুত্বের মিশ্রণ এমনভাবে ফুটে উঠেছে যে, এটি কিশোরদের মনে চিরকালের জন্য বাসা বেঁধেছে। তার লেখায় বাংলাদেশের স্থানীয় সংস্কৃতি, ভাষা এবং সমাজের ছোঁয়া মিশিয়ে তিনি বিশ্বের

থ্রিলারকে দেশীয় করে তুলেছেন। চারশতাধিক বইয়ের লেখক রকিব হাসান কেবল গল্পকার নন, তিনি কল্পনার সেতুবন্ধনকারী। কিংবদন্তী ‘তিন গোয়েন্দা’: শৈশবের অমর সঙ্গীরকিব হাসানের কিংবদন্তী ‘তিন গোয়েন্দা’ সিরিজ বাংলা সাহিত্যে এক বিপ্লব। ১৯৭০-এর দশক থেকে শুরু হয়ে এটি আজও কিশোরদের হাতে ধরা পড়ে। সিরিজের প্রথম বই ‘তিন গোয়েন্দা ও সোনার মূর্তি চুরি’ থেকে শুরু করে ‘তিন গোয়েন্দা ও ভূতুড়ে দ্বীপ’ পর্যন্ত—প্রতিটি গল্পে রহস্যের জাল বিস্তারিত হয়েছে এমনভাবে যে, পাঠকেরা নিজেরাই গোয়েন্দা হয়ে উঠেছে। এই সিরিজ কেবল বিনোদনই দেয়নি, বরং যুক্তিবোধ, পর্যবেক্ষণ এবং সাহসের পাঠ দিয়েছে। বাংলাদেশের গ্রামীণ থেকে শহুরে পটভূমিতে গল্পগুলো বুনে তিনি স্থানীয় পাঠকের মনে গেঁথে দিয়েছেন। সাহিত্য সমালোচকরা বলেন, “রকিব হাসানের লেখায়

থ্রিলারের সাথে বাংলা ভাষার সরলতা মিশে এক অদ্ভুত মায়া তৈরি হয়েছে, যা কয়েক প্রজন্ম ধরে অটুট রয়েছে।” তার অন্যান্য কাজ যেমন ‘রহস্যের রাজ্যে’, ‘অন্ধকারের অভিযান’ বা অনুবাদকার্যও উল্লেখযোগ্য, কিন্তু ‘তিন গোয়েন্দা’ তার নামের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। এই সিরিজের বইগুলো আজও সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে, যা বাংলা থ্রিলারের এক কিংবদন্তী হিসেবে চিহ্নিত। মৃত্যুর পর রকিব হাসানের ফরজি নামাজ রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আসর করা হয়েছে। বিকেল ৪টার মধ্যেই শাহজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তার ছেলে রাহিদ হাসান বলেছেন, “বাবা লেখক হিসেবে চিরকাল বেঁচে থাকবেন তার পাঠকদের হৃদয়ে।” সাহিত্যজগতের অনেক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। সেবা প্রকাশনীর

প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের পরিবারও গভীর শোকে নিমজ্জিত।রকিব হাসানের চলে যাওয়া বাংলা সাহিত্যের এক যুগের অবসান ঘটিয়েছে। কিন্তু তার সৃষ্ট ‘তিন গোয়েন্দা’ কিংবদন্তী হয়ে থাকবে চিরকালের জন্য—যেখানে রহস্যের পথে হাঁটবে নতুন প্রজন্মের যুবকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী বাংলাদেশের গার্মেন্টসশিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে অবৈধ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ২৭৫ মেগাওয়াট অন্ধকার : এনজিও অভিজ্ঞতায় দেশ চালানোর ফলাফল প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন বিএনপিকেই বেছে নিতে হবে পথ: গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি দলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা ক্যাপিটাল হিল থেকে শেখ হাসিনার ফোনালাপ: বিবিসির ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন ‘সি’ গ্রেডের গভর্নরে চলছে কেন্দ্রীয় ব্যাংক ইরানে নজিরবিহীন খরা, তেহরানে তীব্র পানি সংকট পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড ইউনূস এবং শান্তির মূল্য দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দায়িত্বরত ইনচার্জ ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না অন্য পুলিশ সদস্যরা গোপালগঞ্জ কিলিং তদন্ত প্রতিবেদন: জনতা-এনসিপি উভয়পক্ষ দায়ী, মামলা-গ্রেপ্তার শুধু গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে! ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে উত্তাল নিউইয়র্ক, প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন